ক্রেজি-টক এনিমেশন~~Hedaet Forum~~


Email: Password: Forgot Password?   Sign up
Are you Ads here? conduct: +8801913 364186

Forum Home >>> Photoshop >>> ক্রেজি-টক এনিমেশন

Tamanna
Modarator Team
Total Post: 7639

From:
Registered: 2011-12-11
 

টুডি এনিমেশনের জন্য ক্রেজি-টক এনিমেশন
নাম থেকেই ধারনা করতে পারেন, এরসাথে কথা বলার সম্পর্ক। আপনার রয়েছে কোন ছবি। ফটোগ্রাফ কিংবা আকা ছবি। তাকে এমনভাবে এনিমেট করবেন সেটা জীবন্ত হয়ে কথা বলবে। এনিমেশনে কথা বলার জন্য প্রয়োজন হয় লিপ-সিংকিং, শব্দের সাথে ঠোট মেলানো। সেইসাথে চোখ এবং মুখের নানাবিধ পরিবর্তন। সব সুযোগ রয়েছে সহজে ব্যবহারযোগ্য এই সফটঅয়্যারে।
বলা হচ্ছে এতে আপনি টুডি এনিমেশন তৈরী করবেন, কিন্তু কাজ করবেন থ্রিডি পরিবেশ। চরিত্রের বিভিন্ন অংশের নড়াচড়া এমনভাবে করবেন যেন সেটা থ্রিডি এনিমেশনের মত সামনে পেছনেও নড়াচড়া করছে।
কাজের ধরন এমন, আপনি ছবি ইমপোর্ট করবেন। সফটঅয়্যারের মডেলের সাথে মিল রেখে ফেস ফিটিং করবেন। যে অংশগুলি নড়াচড়া করবে সেই বিভিন্ন অংশগুলি ঠিক করে নেবেন, বিভিন্ন ভঙ্গির জন্য প্রিসেট সিলেক্ট করবেন, শব্দ যোগ করবেন, রেন্ডার করবেন। কথা ব্যবহারের জন্য টেক্সট টু স্পিচ ব্যবহারের সুযোগ রয়েছে। এনিমেশন তৈরীর পর টাইমলাইনে প্রয়োজনীয় পরিবর্তণ করে নেয়া যাবে।
আরো ভাল নিয়ন্ত্রনের জন্য রয়েছে পাপেট মোড। মাথা বা শরীর নড়ানো, হাত নড়ানো ইত্যাদি কাজ করা যাবে সহজে। যারা আগে কখনো এনিমেশনের কাজ করেননি তারাও সহজেই এনিমেশন তৈরী করতে পারেন। আর দক্ষ এনিমেটর বৈচিত্র আনতে পারেন বিজ্ঞাপন তৈরী কিংবা পুরোপুরি এনিমেটেড কিছু তৈরীতে।
সফটঅয়্যার না থাকলে রিয়াল ইল্যুশন সাইট থেকে ড্রায়াল ভার্শন ডাউনলোড করে নিতে পারেন যে কোন সময়। ইউটিউবে এরজন্য রয়েছে বহু ভিডিও টিউটোরিয়াল।
Tudi crazy-talk animation for animation
You can name the ideas, talk about kidnappings. There is no picture of you. Aka pictures or photographs. He will speak to life in a way that will animate. Leap-sinkim animation is needed to talk, with words matching lip. As well as various changes in the eyes and mouth. This software is easy to use all the opportunities.
That being said you can not create animations tudi, but D work environment. Different parts of the character in a way that they will move forward or backward movement of the D animation is like.
That type of work, you will import the picture. Models with respect to the fitting software will face. Different sections of the moving parts that will fix that, select presets for different postures, not words, will render. To use the text-to-speech have access to. After making the necessary timeline animation can be changed.
For better control of the puppet mode. Move the head or body, hands, etc. You can easily move. Those who have not done animation before they can easily create animations. Animator and efficient advertising can bring a wide variety of products or create something completely animated.
Without real illusions software version can download from the site at any time drayala. There are many video tutorials on YouTube for this.