মায়া পেইন্ট ব্যবহার
থ্রিডি মডেলিং এবং এনিমেশন সফটঅয়্যার মায়া সম্পর্কে যারা জানেন তারা এটাও জানেন এতে পেইন্ট বলে একটি বিশেষ ব্যবস্থা আছে। ব্রাস দিয়ে যেভাবে ছবি আকার হয় সেভাবে এটা দিয়ে পেইন্ট করে থ্রিডি গাছপালা তৈরী করা যায়। তৈরীর পর ঘাস-গাছপাতা-ফুলকে এনিমেট করা যায়। বাতাসে যেমন গাছের পাতা কাপে, কিংবা ছোট থেকে বড় হয় তেমন দেখানো যায়। কিংবা তৈরী করা যায় আকাশের মেঘ। বাতাসে সেই মেঘ ভাসতে থাকে।
আফটার ইফেক্টস ব্যবহার করে মায়ার পেইন্ট ইফেক্ট তৈরী করতে পারেন কম্পোজিশনে। সেখানেও ঘাস-গাছপালা-ফুল কিংবা আকাশের মেঘ, পানির ধারা কিংবা গতিশীল আলোর রেখা তৈরী করতে পারেন।
এজন্য আপনার প্রয়োজন মায়া পেইন্ট প্লাগইন। একে ইনষ্টল করে নিন, এরপর আফটার ইফেক্টস এর অন্যান্য প্লাগইন এর মত ব্যবহার করুন।
মায়া পেইন্ট ইনষ্টল করলে দুটি প্লাগইন ইনষ্টল হবে। একটি Stroke অপরটি Write On। ষ্ট্রোক ব্যবহার করে গাছপালা বা অন্যান্য যেকোনকিছু তৈরী করা যাবে। আর রাইট-অন ব্যবহার করে কোন পাথকে নির্দিষ্ট ইফেক্ট দিয়ে এনিমেট করবেন।
এখানে একটি সুর্যমুখির বাগান তৈরীর উদাহরন দেখানো হচ্ছে। মায়া পেইন্ট কাজ করে বেজিয়ে কার্ভের ওপর। আফটার ইফেক্টসে পেন টুল ব্যবহার করে কার্ভ একে নেবেন, অথবা ইলাষ্ট্রেটরে পছন্দমত আকারের পাথ তৈরী করে ইমপোর্ট করবেন।
. নতুন একটি কম্পোজিশন তৈরী করুন।
. একটি নতুন লেয়ার তৈরী করুন। পেন টুল ব্যবহার করে ষ্টেজের বাইরে নিচের দিকে একটি সরলরেখা আকুন।
. পেইন্ট ইফেক্ট প্রয়োগ করুন।
প্রিসেট থেকে PFX-Stroke - Flowers - Sunflower সিলেক্ট করুন।
সাথেসাথে ফুল সহ সুর্যমুখি গাছ পাওয়া যাবে।
. ইফেক্ট কন্ট্রোল ব্যবহার করে পছন্দমত পরিবর্তন করে নিন।
এই পরিবর্তনের মধ্যে রয়েছে;
ষ্ট্রোক ষ্টার্ট এবং ষ্ট্রোক এন্ড : পাথের কোন যায়গা থেকে ষ্ট্রোক শুরু হবে, কোথায় শেষ হবে ঠিক করে দেবেন। একে এনিমেট করতে পারেন। যেমন একটি আলোর লাইট ইফেক্ট ব্যবহার করে ক্রমাম্বয়ে পাথ পুরন করে আলোর তৈরী লেখা দেখাতে পারেন।
স্কেল : ইফেক্ট এর আকার পরিবর্তন করার জন্য। একে এনিমেট করে ছোট থেকে বড় কিংবা বড় থেকে ছোট দেখাতে পারেন।
ওরিয়েন্টেশন : ইফেক্টের দিক। একেও এনিমেট করে দিক পরিবর্তন করতে পারেন।
ব্রাস প্রোফাইল : যে ইফেক্ট তৈরী হবে তার পুরুত্ব, পাতাগুলির ঘনত্ব ইত্যাদি বিষয় পরিবর্তন করবেন এখান থেকে।
টিউব ক্রিয়েশন : ইফেক্ট এর সর্বোচ্চ মাপ, সর্বনিম্ন মাপ একটি থেকে আরেকটির পার্থক্যের পরিমান ইত্যাদি ঠিক করবেন এখানে পরিবর্তন করে।
কালার এবং টেক্সচার : তৈরী হওয়া ইফেক্টের রং পরিবর্তন করবেন এখান থেকে।
টার্বুলেন্স : গাছের ওপর বাতাস ব্যবহার করলে সেই বাতাসের পরিমান ঠিক করবেন এখানে।
এছাড়াও ফ্লো, গ্রাভিটি, লাইট, স্যাডো ইত্যাদি বিভিন্ন বিষয় পরিবর্তন করে আরো আকর্ষনীয় এনিমেশন তৈরী করতে পারেন। সেগুলি নিশ্চয়ই আপনি নিজেই পরীক্ষা করে দেখতে পারেন।
টিপস : প্রিসেট হিসেবে যে ইফেক্টগুলি (যেমন ফুল) দেয়া হয়েছে তার বাইরে নতুন কিছু করতে চান ? একটি ইফেক্ট প্রয়োগ করুন, নতুন আরেকটি ইফেক্ট দিন আনডু (Ctrl+Z) কমান্ড দিন, দুই ইফেক্টের সমম্বয়ে নতুন ইফেক্ট তৈরী হবে।
Use Maya Paint
D modeling and animation software Maya to paint people who know about it know that they have a special arrangement. Brass is the size of the picture and paint it the same kinds of plants can be built. After making grass-flower-gachapata to animate. Cup leaves as the wind, can be shown as either large or small. Or you can create a cloud in the sky. The cloud is floating in the air.
After Effects using the Maya Paint Effects to create a composition. There grass-plants flower or the clouds of heaven, of water, or you can create dynamic lines of light.
The plug-ins for Maya paint. Please install it, then After Effects plug-ins like other use.
When installed, the plugin will be installed Maya Paint. A Stroke other Write On. Using anything to stroke or other plants can be built. Using the Right-on effect on certain paths to animate.
Here is an example of showing suryamukhira garden. Bezier curves in paint work on the Maya. After using the pen tool iphektase it will curve, or the size of the path ilastretare made the choice not to import.
. Create a new composition.
. Create a new layer. Using the Pen tool to draw a straight line at the bottom of the stage.
. Apply the paint effect.
Preset the PFX-Stroke - Flowers - Sunflower select.
Suryamukhi tree with flowers can be found immediately.
. Take control by using the Customize effect.
These changes include:
Reboot and stroke and stroke: the path will start anywhere from a stroke, is to decide where it will end. You can animate it. Using a light such as light effect of the light display text can fill kramambaye path.
Scale: To change the size of the effect. Animate it, and small to large or from large to small can show.
Orientation: side effect. Neither can change the direction of the animate.
Brass Profile: The effect will be of the thickness, density, etc. pages to change the subject from here.
Tube Creation: The maximum size of the effect, amount, etc. Another difference from the minimum size for a change, just not here.
Color and texture: the effect of the color will change from here.
Turbulence: the wind in the trees, if you use the right amount of wind to do.
Also, flow, gravity, light, shadow, etc. Animation can create more attractive by changing the subject. Indeed, you can see them by yourself.
Tips: as preset effects (such as flowers) has been given to something new out of it? Apply an effect, another effect of the Undo (Ctrl + Z) command, the effect will be made solely of new effects.
|