ম্যাক্সে কাজ করার পর আপনি তাকে প্রয়োজনীয় কোন ফরম্যাটে পেতে চান। সেটা হতে পারে এনিমেশন, ভিডিও, বিটম্যাপ ইমেজ কিংবা ভেক্টর গ্রাফিক্স। কোনটি কিভাবে পাবেন জেনে নিন।
আপনি যদি ভেক্টর ফরম্যাটে (ইলাষ্ট্রেটর, অটোক্যাড বা অন্য থ্রিডি ফরম্যাটে) পেতে চান তাহলে এক্সপোর্ট কমান্ড ব্যবহার করবেন। যেহেতু এধরনের ফরম্যাট ব্যবহারের ক্ষেত্রে আপনি সেই বিষয়ে জানেন সেহেতু এবিষয়ে বিস্তারিত উল্লেখ করা হচ্ছে না। মেনু থেকে এক্সপোর্ট কমান্ড সিলেক্ট করে নির্দিষ্ট ফরম্যাট সিলেক্ট করে কাজটি করে নিতে পারেন।
আপনি যদি ভিডিও বা ইমেজ ফাইল হিসেবে রেন্ডার করতে চান তাহলে কিভাবে করবেন সেটা উল্লেখ করা হচ্ছে এখানে।
ম্যাক্সে কাজ করার পর আপনি আপনি একটিমাত্র ফ্রেম (ইমেজ) রেন্ডার করতে পারেন। ইন্টেরিয়র বা এক্সটেরিয়র ডিজাইনের ক্ষেত্রে সেটা প্রয়োজন হয়। যদি তাকে প্রিন্ট করতে হয় তাহলে ব্যবহার করতে পারেন টিফ (TIF), স্ক্রিনে ব্যবহারের জন্য ব্যবহার করতে পারেন জেপেগ (JPEG, JPG)। এছাড়া ভিডিওর জন্য (অনেকগুলি ফ্রেম) সরাসরি এভিআই কিংবা কুইকটাইম হিসেবে রেন্ডার করতে পারেন। যদিও সেটা করা হয় না। বাস্তবে এনিমেটররা রেন্ডার করেন ইমেজ সিকোয়েন্স। প্রতিটি ফ্রেমের জন্য একটি করে ইমেজ। যেমন ২৫ ফ্রেম/মে এনিমেশনের ১ সেকেন্ডের জন্য পাওয়া যাবে ২৫টি ফ্রেম। এদেরকে আফটার ইফেক্টস বা ভিডিও এডিটিং সফটঅয়্যার ব্যবহার করে এরসাথে অন্য ভিডিও বা টেক্সট যোগ করা হয়।
এজন্য সবচেয়ে পরিচিত ফরম্যাট হচ্ছে টারগা (TGA)। একে ট্রান্সপারেন্সির জন্য আলফা চ্যানেল ব্যবহার করা যায়। ফলে খুব সহজে ব্যাকগ্রাউন্ড বাদ দিয়ে সেখানে অন্যকিছু ব্যবহার করা যায়।
আপনি রেন্ডার করতে পারেন দুভাবে। সরাসরি রেন্ডার ডায়ালগ বক্স ব্যবহার করে, অথবা ভিডিও পোষ্ট ব্যবহার করে। সরল এনিমেশনের জন্য সরাসরি রেন্ডার করতে পারেন। ভিডিও পোষ্ট ব্যবহারের সময় একাধিক সিকোয়েন্স ব্যবহার করা যায় এবং ভিডিও পোষ্ট ইফেক্ট (যেমন লেন্স ফ্লেয়ার বা অন্যান্য স্পেশাল ইফেক্ট) ব্যবহার করা যায়। ভিডিও পোষ্ট এর ব্যবহার নিয়ে একটি পুরো টিউটোরিয়াল থাকবে আগামীতে।
আপাতত সাধারন রেন্ডারিং এর জন্য গুরুত্বপুর্ন বিষয়গুলি জেনে নেয়া যাক।
ধরে নেয়া হচ্ছে আপনি মডেল তৈরী, ম্যাটেরিয়াল, লাইট, ক্যামেরা সবকিছু কাজ শেষ করে রেন্ডারি পর্যায়ে গেছেন। এখন রেন্ডার করবেন।
. রেন্ডার সেটআপ টুলে ক্লিক করুন। রেন্ডার সেটআপ ডায়ালগ বক্স পাওয়া যাবে।
. শুরুতেই আপনি Common Parameter ঠিক করে নেবেন। আপনি একটি ফ্রেম রেন্ডার করতে পারেন, পুরো এনিমেশন রেন্ডার করতে পারেন অথবা নির্দিষ্ট ফ্রেম থেকে নির্দিষ্ট ফ্রেম পর্যন্ত রেন্ডার করতে পারেন। যা করতে চান সেটা ঠিক করে দিন।
. আউটপুট সাইজ অংশে প্রিসেট থেকে সরাসরি পল-এনটিএসসি টিভি, এইচডিটিভি, ডিভিডি ইত্যাদি সিলেক্ট করে নিতে পারেন। অথবা নির্দিষ্ট পিক্সেল টাইপ করে মাপ ঠিক করে নিতে পারেন। প্রিন্টে ব্যবহারের জন্য বেশি রেজ্যুলুশন ব্যবহার করুন। আপনি যত বড়ই করুন না কেন, ম্যাক্স তাকে নিখুতভাবে রেন্ডার করবে।
. ম্যাক্স সিনে এটমোষ্ফিয়ার, ইফেক্ট ব্যবহার করলে রেন্ডারিং এর সেগুলি রাখতে বা বাদ দিতে পারেন। এগুলি ব্যবহার করলে রেন্ডারিং বেশি সময় প্রয়োজন হয় বলে অনেক সময় পরীক্ষামুলক রেন্ডারের জন্য এগুলি বাদ দিতে পারেন।
. রেন্ডার করা ফাইল কোথায় রাখবেন বলে দেয়ার জন্য Render Output অংশে Files লেখা বাটনে ক্লিক করুন। নির্দিষ্ট ফোল্ডার সিলেক্ট করুন। কোন ফরম্যাটে সেভ করতে চান সিলেক্ট করুন, নাম টাইপ করুন।
টারগা ইমেজ সিলেক্ট করলে সেখানে আরো কিছু তথ্য বলে দিতে পারেন। যদি কম্পোজিট ইমেজ হিসেবে ব্যবহার করেন তাহলে আলফা চ্যানেল (ট্রান্সপারেন্সি) পাওয়ার জন্য ৩২ বিট সিলেক্ট করুন। অন্যান্য ফরম্যাটের জন্যও ভিন্ন ভিন্ন সেটিং ঠিক করে নিতে পারেন।
. নিচের দিকে Assign Renderer নামে একটি অংশ পাবেন। সাধারন কাজের জন্য আপনি ব্যবহার করবেন Default Scanline Renderer, তবে অনেক সময় বিশেষ রেন্ডারার প্রয়োজন হতে পারে (যেমন V-Ray কিংবা Mental Ray এর মত এডভান্সড লাইটিং ব্যবহার করলে)।
. আপাতত অন্যকিছু পরিবর্তন না করে Render বাটনে ক্লিক করুন।
রেন্ডারিং একটি সময়সাপেক্ষ কাজ। আপনার সিন যত জটিল, লাইট-ইফেক্ট যত বেশি সময় তত বেশি প্রয়োজন হবে। দ্রুতগতির কম্পিউটার, বেশি মেমোরী, ভাল গ্রাফিক্সকার্ড ইত্যাদি ব্যবহার করে ভাল ফল পেতে পারেন।
কেন ইমেজ সিকোয়েন্স ফরম্যাটে রেন্ডার করবেন
. আপনি ভিডিও হিসেবে ব্যবহারের জন্য ভিডিও হিসেবে রেন্ডার করা পছন্দ করতে পারেন। বাস্তবতা হচ্ছে, কখনো কখনো রেন্ডার করতে কয়েক ঘন্টা এমনকি কয়েকদিন সময প্রয়োজন হতে পারে। কোন কারনে সমস্যা হলে, কম্পিউটার বন্ধ করা প্রয়োজন হলে আপনাকে আবারও প্রথম থেকে রেন্ডারিং শুরু করতে হবে। অন্যদিকে ইমেজ সিকোয়েন্স হিসেবে ব্যবহার করলে যতটুকু রেন্ডার হয়েছে তার পর থেকে রেন্ডার করাই যথেষ্ট। কিংবা আপনি আগেই পরিকল্পনা করে নিতে পারেন কখন কোন ফ্রেমগুলি রেন্ডার করবেন।
. অনেক সময় ম্যাক্সে রেন্ডার করার পর পটোশপের মত সফটঅয়্যারে স্পেশাল ইফেক্ট যোগ করা হয়। যদিও বর্তমান ফটোশপে ভিডিও ফাইল ওপেন করা যায় তাহলেও ষ্টিল ইমেজ ব্যবহার সহজ।
. নিখুত ট্রান্সপারেন্সি পাওয়া যায়। সব ভিডিও ফরম্যাট ট্রান্সপারেন্সি সাপোর্ট করে না।
. ভিডিও কোডেক নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন নেই।
Max was required to work in any format, you want to get. It can be animations, video, bitmap images or vector graphics. Find out how to get one.
If you have vector format (ILLUSTRATOR, D AutoCAD or other format) If you want to use the Export command. Since the use of such a format, so you know the details about it not being mentioned. Export command from the Format menu, select the specific task you can select.
If you want to render the video or image files as well as how it is being referred to here.
Max After you single frames (images) can render. It is important in the design of interior or eksateriyara. If you can use it to print TIFF (TIF), you can use the screen to use jepega (JPEG, JPG). The video (several frames) as well as directly to AVI or QuickTime can render. Though it is not. In fact, the enimetarara rendered image sequences. One for each image frame. For example 5 frames / second for May 1 will be available in 5 frame animation. After Effects video editing software, using these kidnappings or other video or text are added.
It is the most common formats taraga (TGA). Transparency can be used for the alpha channel. As a result, very easily, with the exception of the background can be used for something else.
You can also render in two ways. Using the render dialog box, or by using video post. You can render directly to a simple animation. When using multiple sequences can be used to post videos and video post effects (such as lens flare or other special effects) can be used. There will be a full tutorial video about the future use of the post.
For now, let's get to know the factors important for normal rendering.
Having taken over the model, materials, lights, cameras, everything was done rendari stage. Now to render.
. Click the tools to render setup. Render Setup dialog box can be found.
. You should be just the beginning of the Common Parameter. You can render a frame, you can render the whole animation, or you can render to a specific time frame to frame. If you want to do the right day.
. Output size presets directly from the Paul-NTSC TV, HDTV, DVD, etc. You can select. Or you can decide the size of the pixel type. Use higher resolution for use in print. No matter how great you are, Max would render him nikhutabhabe.
. Cine Max etamosphiyara, the effect of rendering them can keep or remove. Using these rendering more time is needed to be able to eliminate them for a long time experimented renderer.
. Where the file should be rendered to the Render Output Files section, click the button. Select specific folders. Select the format you want to save, the name of the type.
Taraga select the image there can be some more information. If you use the composite image as an alpha channel (transparency) for a 3-bit select. You can set different settings for other formats.
. Assign Renderer will receive a portion of the bottom side. Normal tasks, you will use Default Scanline Renderer, but sometimes you may need special renderer (such as V-Ray or Mental Ray using advanced lighting).
. Render button does not change anything for the time being.
Rendering a time-consuming job. The more complex your scene, the more light-effects would need more time. High-speed computers, more memory, better graphics, etc. can get good results together.
Why do not render the image sequence format
. If you like the video can be rendered as well as for use as a video. In fact, sometimes a few hours or even a few days may be required to render. If for any reason a problem, you need to turn off the computer, you will have to start again from the first rendering. On the other hand, if you use it as much as to render the image sequences have been enough to render her since. Or you may want to plan ahead when it would render a frame.
. Max patosapera a lot of time to render the special effects are added to the software. However, video files can be opened if the current steel image in Photoshop is easy to use.
. Transparency is perfect. Transparency does not support all video formats.
. There is no need to worry about video codec.