ম্যাক্স এর কয়েকটি প্লাগইন
থ্রিডি ষ্টুডিও ম্যাক্স বহুবিধ কাজের সফটঅয়্যার। মিডিয়া এনিমেশন, স্পেশাল ইফেক্ট, বিজ্ঞাপন চিত্র, আর্কিটেকচারাল ভিজুয়ালাইজেশন থেকে শুরু করে থ্রিডি কার্টুন এনিমেশন সবই তৈরী করা হয় এর সাহায্যে। স্বাভাবিকভাবেই সফটঅয়্যারটি অত্যন্ত বড় এবং জটিল। প্লাগইন নামে বিশেষ সফটঅয়্যার, যা ইনষ্টল করলে মুল সফটঅয়্যারের কোন কাজ আরো ভালভাবে করা যায়, কিংবা সহজে করা যায়।
থ্রিডি ষ্টুডিও ম্যাক্সের কাজ সহজ করতে পারে, কিংবা ফলাফল উন্নত করতে পারে এমন কয়েকটি প্লাগইনের পরিচিতি তুলে ধরা হচ্ছে-
Archvision RPC
ম্যাক্সের কাজের মধ্যে আর্কিটেকচারাল ভিজুয়ালাইজেশন অত্যন্ত গুরুত্বপুর্ন। ঘরবাড়ি তৈরীর আগেই তার থ্রিডি মডেল তৈরী করে প্রচারের কাজে ব্যবহার করা হয়। কাজ করার সময় মুল বাড়ি নিশ্চয়ই তাদের নকশা অনুযায়ী করবেন। সেইসাথে রাস্তাঘাট, সেখানে মানুষ-গাড়ি, গাছপালা ইত্যাদি তৈরী করার কি সম্ভব।
একাজে সহায়তা করতে পারে আরপিসি। মুলত এটা মডেল লাইব্রেরী। তাদের তৈরী সব ধরনের অবজেক্টের মডেল রয়েছে, একে প্লাগইন এর মাধ্যমে ইমপোর্ট করে ব্যবহার করা।
কোন হাউজিং কোম্পানীর বিজ্ঞাপনে রেলিং এর সাথে গাছ থেকে শুরু করে অন্যান্য গাছপালা, পথচারি, গাড়ি ইত্যাদি দেখে থাকলে জানবেন সেটা আরপিসি ব্যবহার করে তৈরী।
v-Ray
একসময় থ্রিডি ষ্টুডিও ম্যাক্স সম্পর্কে প্রচলিত কথা ছিল, এর লাইটিং ব্যবস্থা উন্নত না। চকচকে ধাতব পদার্থ, কাচ থেকে শুরু করে সুর্য়ের আলো বা অন্য আলো ঠিকভাবে তুলে ধরতে পারে না। বর্তমানে যদিও এডভান্সড লাইটিং ফিচার যোগ করা হয়েছে। এটা করার আগেই ভি-রে নামে একটি প্লাগইন বাজারে আসে এবং সাথেসাথেই জনপ্রিয়তা লাভ করে। এর কাজ মুলত দৃশ্যকে আলোকিত করা। কোন থ্রিডি কাজে ঘরবাড়ি, গাছপালা, পুকুর-নদী ইত্যাদি আলোছাড়ায় খেলা যদি দেখে থাকেন তাহলে অবশ্যই ভি-রে এর ব্যবহার দেখেছেন। উদাহরনের ছবিটি দেখে ধারনা পেতে পারেন এর ব্যবহারে কি ফল পাওয়া যেতে পারে। অনেক ম্যাক্স ব্যবহারকারী ভি-রে বাদ দিয়ে কাজের কথা ভাবেনও না।
Di-O-Matic Character Pack
থ্রিডি এনিমেটেড মুভি সম্পর্কে যদি আগ্রহ থাকে তাহলে আপনি অবশ্যই ডাই-ও-ম্যাটিক এর ব্যবহার দেখেছেন। চলচ্চিত্র, টিভি থেকে শুরু করে সব যায়গায় এটা ব্যবহার করা হয়। ডাই-ও-ম্যাটিক বললে মুলত কয়েকটি প্লাগইন এর সমষ্টি বুঝায়। যেমন Voice-O-Matic, Facial Studio, Morph-O-Matic, Morph Toolkit, Hercules, Cluster-O-Matic ইত্যাদি।
উদাহরন হিসেবে ভয়েস-ও-ম্যাটিক এর কথা বিবেচনায় আনা যাক। আপনি হয়ত বাইপেড কিংবা বোন ব্যবহার করে কোন চরিত্রকে হাটাচলা, দৌড়ানো ইত্যাদি সব কাজ করাতে পারেন। সমস্যা হয়ে দাড়ায় তাকে দিয়ে কথা বলানো, কথার সাথে ঠোট মেলানো। থ্রিডি ষ্টুডিও ম্যাক্স এর Morph ব্যবহার করে চেষ্টা করতে পারেন, যদি করেই থাকেন তাহলে জানেন কতটা জটিল সেই কাজ।
ভয়েস-ও-ম্যাটিক এই কাজকে সহজ করে দিতে পারে। বিভিন্ন ধরনের উচ্চারনের জন্য (মুলত ইংরেজি ভাওয়েল) মুখভঙ্গি তৈরী করে দেবেন। এরপর সফটঅয়্যার নিজেই শব্দে সাথে মিল রেখে ঠোট নাড়াবে। রেকর্ড করা শব্দই হোক আর ইংরেজিতে টাইপ করা লেখাই হোক।
ভয়েস-ও-ম্যাটিক এর মায়া ভার্শনও পাওয়া যায়।
একইভাবে ফেসিয়াল ষ্টুডিও ব্যবহার করে Sphere তৈরীর মত সহজে যে কোন ধরনের মুখমন্ডল তৈরী করতে পারেন। মুখমন্ডল, চিবুক, ঠোট, নাক, কান, দাত সবকিছুই ইচ্ছেমত তৈরী করে নিতে পারেন প্যারামিটার পরিবর্তন করে। এমনকি কতটা পুরুষ, কতটা মহিলা, বয়স, কিংবা এলিয়েন যেকোন কিছুই করে নিতে পারেন মুহুর্তে।
Max's a few plug-ins
D Studio Max software multiple purposes. Media animation, special effects, advertising, architecture visualization products are all kinds of cartoon animation using. Naturally, this software is very large and complex. The name of the plug-in software, which is installed in the main software work well, or can be easily.
D max can work easier, or who can improve the results are plaguing some
Archvision RPC
Architectural visualization is very important in the work of Max. After making the house his D model is used. The time to act not in accordance with the design of the main house. As well as the roads, people-cars, trees, etc., to make it possible.
Arapisi can help you get settled. Basically, it is a model library. There are all kinds of objects in the model, it is imported through the use of plug-ins.
Housing company advertised a railing with trees and other vegetation, pedestrians, cars, etc., do you know if you saw the use of arapisi.
v-Ray
D Studio Max was talking about once prevalent, the lighting system is not developed. Shiny metal, glass or starting suryera of light can not reflect light. At present, the advanced lighting features have been added. V-Ray plug-ins on the market before it comes to a name and instantly became popular. Basically, enlightens the work. D in some homes, trees, streams, ponds, etc. If you've seen alocharaya game certainly see the use of V-Ray. Look at the picture you can get an idea of what's example can be found in use. Max, V-Ray, with the exception of the works of a lot of users do not bhabenao.
Di-O-Matic Character Pack
D animated movie about the interest and if you see the use of a die-and-myatika. Movies, TV and all other places it is used. Die-and-myatika said basically means the sum of several plug-ins. Such as Voice-O-Matic, Facial Studio, Morph-O-Matic, Morph Toolkit, Hercules, Cluster-O-Matic, etc.
For example, voice-and-myatika taken into consideration, let's talk. You may use any character baipeda or sister meant for walking, running, etc., all work can be done. Becomes a problem with him, talk with matching lip. You can try using the Morph-D Studio Max, if you know how difficult that work well.
Voice-and-myatika This could make it easy. Uccaranera for different types of (mainly English Vowel) faces will be made. With respect to the lip shake at the sound of the software itself. The other aspect is to type English words should be recorded.
Maya's voice-and-myatika versions are available.
Similarly, using facial studio Sphere like making it easier to create any kind of faces. Face, chin, lips, nose, ears, teeth, everything changed parameters can be freely made. Even how men and how women, age, or Alien can do anything at the moment.