Maulana Husain Ahmad madani (1879-1957 khr. / 1296-1377.) Sayakhula Hadith, darula uluma deobanda madrasa, India
He added the provinces of India (iupi) anau districts in bangara mau sayyida habibullaha - The aurase was born. His father, there was a high school head jack. From 1891 until 1883 one of his father\\\\\\\'s school and education benefits. From 1898 until 1891 he darula \\\\\\\'uluma deobanda madarasaya education certification was received by the daoraye Hadith. He was ustada, Yes Maulana Husain (1834-191 and khr.), Maulana Rashid Ahmad ganguhi (18 of khr 8-1905.) And the national Maulana sayakhula Living ( khr 1851-1905.) Gold. Maulana Rashid Ahmad was a revolutionary soldier mursida ganguhira of the Hajee imadadullaaha muhajire makkira sanyidhye madinaya go. Jack in the year 1899 will be a long eighteen-year-masajide nababite Hadith, the taphasira and phikhera darasadana. British opposition leader in 1915 sayakha silken handkerchief to his exile with Us maltaya madanio Husain Ahmad said. He returned to India in 1919, the expulsion of the Islamia and darula jamiya \\\\\\\'uluma madarasaya muhaddisa was some day. In July, coming in at 19 and 0. He was 19 and 0 to 19 and 6 until the six-year-Sylhet (half a mile from the Shah Jalal daragaha dani - before), lime, one of the isalamiyaya darasadana Hadith. Consequently, until he was 19 and 6-1957 madarasaya deobanda sayakhula Hadith was batrisa year. He or she may be close to 4483 students received certificates daoraye Hadith. Sayakhula national Maulana and hasanera intekalera ulamaye the national president of Jamiat. Retired from politics in 1947 after the country section. He was the subcontinent of India have murida and 167 people khalipha. Most notable among his students were, Maulana Abdul sandbipi oyaduda (1887-1968 khr.), Maulana musahida (1907-1970 khr.), Maulana hidayatullaha (1908-1996 khr.), Maulana Rahman muhibbura sileti (1911-1980 khr.) , Maulana Haq ahamadul (ja khr 1918.) and Moulana Kazi mutasima Wireless (ja khr 1933.) gold. Nakasa - e-Hayat, as - sihabucha - Cape Town, muttahida, kaomiyyata aora Islam, Faith Waugh season, Jamal - E-mumina, asira - the e-Malta, makatubata - an important building in the national sayakhula. Darula \\\\\\\'madrasa along deobanda uluma makabara - The man said he had been e-kasimite.
\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\
মাওলানা হুসাইন আহমাদ মাদানী (১৮৭৯-১৯৫৭ খৃ./১২৯৬-১৩৭৭ হি.), শায়খুল হাদীস, দারুল উলূম দেওবন্দ মাদরাসা, ভারত
তিনি ভারতের যুক্ত প্রদেশের (ইউ.পি.) আনাউ জেলায় বাঙ্গার মাউ গ্রামে সায়্যিদ হাবীবুল্লাহ-এর ঔরসে জন্ম লাভ করেন। তাঁর পিতা ছিলেন সেখানকার একটি হাই স্কুলের প্রধান শিক। ১৮৮৩ হতে ১৮৯১ সাল পর্যন্ত স্বীয় পিতার স্কুলে শিা লাভ করেন। ১৮৯১ হতে ১৮৯৮ সাল পর্যন্ত তিনি দারুল ‘উলূম দেওবন্দ মাদরাসায় শিা লাভ করে দাওরায়ে হাদীস সনদ লাভ করেন। তাঁর উস্তাদ ছিলেন, মাওলানা আবিদ হুসাইন (১৮৩৪-১৯১২ খৃ.), মাওলানা রশীদ আহমাদ গাঙ্গুহী (১৮২৮-১৯০৫ খৃ.) ও শায়খুল হিন্দ মাওলানা মাহমুদুল হাসান (১৮৫১-১৯২০ খৃ.) প্রমুখ। সিপাহী বিপ্লবের পর তাঁর মুর্শিদ মাওলানা রশীদ আহমাদ গাঙ্গুহীর নির্দেশে হাজী ইমদাদুল্লাাহ মুহাজিরে মাক্কীর সান্যিধ্যে মদীনায় গমন করেন। শিক হিসেবে ১৮৯৯ সাল হতে দীর্ঘ আঠার বছর মাসজিদে নববীতে হাদীস, তাফসীর ও ফিক্হের দারসদান করেন। ১৯১৫ সালে বৃটিশ বিরোধী রেশমী রুমাল আন্দোলনের নেতা শায়খ মাহমুদুল হাসান মাল্টায় নির্বাসিত হলে তাঁর সাথে হুসাইন আহমাদ মাদানীও ছিলেন। তিনি ১৯১৯ সালে নির্বাসন মুক্ত হয়ে ভারতে ফিরে এসে জামিয়া ইসলামিয়া ও দারুল ‘উলূম মাদরাসায় কিছু দিন মুহাদ্দিস ছিলেন। তিনি ১৯২০ সালে সিলেটে আগমন করেন। তিনি ১৯২০ হতে ১৯২৬ সাল পর্যন্ত ছয় বছর সিলেট (শাহ জালালের দারগাহ থেকে অর্ধ মাইল দণি-পূর্বে
জামি‘আ ইসলামিয়ায় হাদীসের দারসদান করেন। অতঃপর তিনি ১৯২৬-১৯৫৭ সাল পর্যন্ত বত্রিশ বছর দেওবন্দ মাদরাসায় শায়খুল হাদীস ছিলেন। তাঁর নিকট হতে ৪৪৮৩জন ছাত্র দাওরায়ে হাদীস সনদ লাভ করেছেন। শায়খুল হিন্দ মাওলানা মাহমুদুল হাসানের ইন্তেকালের পর তিনি জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি ছিলেন। ১৯৪৭ সালে দেশ বিভাগের পর রাজনীতি থেকে অবসর নেন। ভারত উপমহাদেশে তাঁর অসংখ্য মুরীদ ও ১৬৭জন খলীফা ছিলেন। বাংলাদেশে তাঁর ছাত্রদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, মাওলানা আব্দুল ওয়াদুদ সন্দ্বীপী (১৮৮৭-১৯৬৮ খৃ.), মাওলানা মুশাহিদ (১৯০৭-১৯৭০ খৃ.), মাওলানা হিদায়াতুল্লাহ (১৯০৮-১৯৯৬ খৃ.), মাওলানা মুহিব্বুর রহমান সিলেটী (১৯১১-১৯৮০ খৃ.), মাওলানা আহমাদুল হক (জ. ১৯১৮ খৃ.) ও মাওলানা কাজী মুতাসিম বিল্লাহ (জ. ১৯৩৩ খৃ.) প্রমুখ। নাকশ-ই হায়াত, আশ্-শিহাবুছ-ছাকিব, মুত্তাহিদ, কাওমিয়্যাত আওর ইসলাম, ঈমান ওয়া আমল, জামাল-ই মুমিন, আসীর-ই মাল্টা, মাকতুবাত-ই শায়খুল হিন্দ তাঁর উল্লেখযোগ্য রচনা। দারুল ‘উলূম দেওবন্দ মাদরাসার পার্শ্বে মাকবারা-ই কাসিমীতে তাঁকে দাফন করা হয়েছে।