গ্রিড সেটিং
অবজেক্ট তৈরীর জন্য ইউনিট ঠিক করার মত ম্যাক্সের গ্রিড কি মাপের দেখা যাবে সেটাও ঠিক করে দেয়া যায়। ফলে কোন অবজেক্টকে গ্রিডের দেখেই সেটার আকার জানা সহজ হয়।
1. টুলবারে যে কোন স্ন্যাপ বাটনে রাইট-ক্লিক করুন।
2. Home Grid ট্যাব সিলেক্ট করুন।
3. আপনার প্রয়োজন অনুযায়ী Grid spacing পরিবর্তন করে নিন। যেমন একটি কম্পিউটার মডেল করার জন্য ইঞ্চি ব্যবহার করতে পারেন, বাড়ি তৈরীর সময় ফুট ব্যবহার করতে পারেন। এখানে ছোট গ্রিড এবং বড় গ্রিড এর জন্য দুটি পৃথক সেটিং ব্যবস্থা রয়েছে।
4. পারস্পেকটিভ ভিউতে কতগুলি গ্রিড দেখা যাবে টাইপ করে দিন Perspective View Grid Extent অংশে।
Grid Settings
For making objects appear larger units to the grid, just like Max can also be right. As a result, it is easy to know the size of an object to see the grid.
1. Right-click on the toolbar button a snap.
2. Home Grid, select the tab.
3. To change the Grid spacing to suit your needs. In order to use such a computer model that can, at the foot of the house can use. Small and large grid of the grid, there are two separate settings.
4. Perspective view of the grid can be viewed by typing the number of days in the Perspective View Grid Extent.
|