Maulana Muhammad sahul usmani (1876-1948 khr.) Muhaddisa, deobanda madrasa, India
The district of Bihar province bhagalapura purniya Maulana aphajala husainera aurase subdivision was born. Father after he returns to primary education Maulana Ahmad Ali of Kanpur madarasaya hayadarabade neyamiya madarasaya ohabera Maulana Abdul was close to education. Then darula \\\'uluma deobanda madarasaya Hadith Maulana and hasanera education was close. Maulana Rashid Ahmad ganguhira tasauphera to gain the knowledge. At the end of madrasa education and bhagalapura madarasaya sahajahanapura as the main jack. Darula \\\'uluma deobanda madarasaya muhaddisa eight years since 1915 as well as obligations to be after three years in Calcutta sikata madarasaya Aliya. He turns and came to Sylhet madarasaya Aliya. Saale 1919, he joined in 1936 as Principal of Patna madarasaya Shamsul Huda, he was retired. The darula \\\'uluma deobanda madarasaya two years in the Sylhet siadana Aliya madarasaya darasadana the Hadith. Resignation of the country in 1943, but even in 1947, again returned to Sylhet madarasaya Aliya. Most of his students by Maulana tajula significant. Phatoyaye mahamudiya, rechalaye ruhut tasaupha, rechalaye it limula anachaba his most important book.
\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\
মাওলানা মুহাম্মাদ সহুল উসমানী (১৮৭৬-১৯৪৮ খৃ.), মুহাদ্দিস, দেওবন্দ মাদরাসা, ভারত
তিনি বিহার প্রদেশের ভাগলপুর জেলার পুর্ণিয়া মহকুমায় মাওলানা আফজাল হুসাইনের ঔরসে জন্ম লাভ করেন। পিতার নিকট প্রাথমিক শিা লাভের পর তিনি কানপুর মাদরাসায় মাওলানা আহমাদ আলী ও হায়দারাবাদে নেযামিয়া মাদরাসায় মাওলানা আব্দুল ওহাবের নিকট শিা লাভ করেন। অতঃপর দারুল ‘উলূম দেওবন্দ মাদরাসায় মাওলানা মাহমুদুল হাসানের নিকট হাদীসের শিা লাভ করেন। মাওলানা রশীদ আহমাদ গাঙ্গুহীর নিকট তাসাউফের জ্ঞান লাভ করেন। শিা শেষে শাহজাহানপুর মাদরাসা ও ভাগলপুর মাদরাসায় প্রধান শিক হিসেবে দায়িত্ব পালন করেন। দারুল ‘উলূম দেওবন্দ মাদরাসায় আট বছর মুহাদ্দিস হিসেবে দায়িত্ব পালনের পর ১৯১৫ সাল হতে তিন বছর কলিকাতা আলিয়া মাদরাসায় শিকতা করেন। অতঃপর সিলেট আলিয়া মাদরাসায় বদলী হয়ে আসেন। ১৯১৯ সাালে তিনি পাটনার শামসুল হুদা মাদরাসায় প্রিন্সিপাল হিসেবে যোগদান করে ১৯৩৬ সালে অবসর গ্রহণ করেন। আবার দারুল ‘উলূম দেওবন্দ মাদরাসায় দু বছর শিাদান করে সিলেট আলিয়া মাদরাসায় হাদীসের দারসদান করেন। ১৯৪৩ সালে পদত্যাগ করে দেশে চলে গেলেও ১৯৪৭ সালে আবার সিলেট আলিয়া মাদরাসায় ফিরে আসেন। বাংলাদেশে তাঁর ছাত্রদের মধ্যে মাওলানা তাজুল ইসলাম উল্লেখযোগ্য। ফতোয়ায়ে মাহমুদিয়া, রেছালায়ে রুহুত্ তাসাউফ, রেছালায়ে তা‘লীমুল আনছাব তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ।
|