Maulana isahak bardhamani (1865-1938 khr.), Professor, University of Dhaka, Bangladesh
Katwa subdivision of the district in the Indian Burdhaman kaithana the top lutphula Huda - The aurase was born. Primary education was sayyeda mumataja Husain - a close. Mumayyidula mangalakote Maulana Haq - the close of the education benefit. In Bihar, Kazi Muhammad hanipha - It was close to two years of education. Finally, Maulana Ashraf Ali Kanpur thanabira daoraye close to five years to gain certification in the Hadith. Education as well as at the end of Kanpur madarasatei muhaddisa muphati after. Maulana Ashraf Ali thanabira After retirement, he was responsible for the madrasa muhatamima. After fifteen years in the role of internal disorder due to madarasaya Aliya madarasaya Calcutta as Assistant to join in the jack. Calcutta High Court judge sayyida samachula Huda - a consultation in Dhaka College (now College of poet Nazrul Islam) - In 1919, he joined as a lecturer. 19 and 6 of the Hajj, he said. The British government awarded him the samachula upadhite ship. From 1938 until 1933 in Arabic and Islamic Studies Department of Dhaka University professor ophata up as his. Ila ilamila sahalula usula usula, Al - hikamatula baligaha fee makaramila ayalaki Wall obeisance, nurul - lame - including some of the work he did. Road accidents in the kalikataya intikala.
\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\
মাওলানা ইসহাক বর্ধমানী (১৮৬৫-১৯৩৮ খৃ.), অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ
তিনি ভারতের বর্ধমান জেলার কাটোয়া মহকুমার কৈথন গ্রামে কাজী লুৎফুল হুদা-এর ঔরসে জন্ম লাভ করেন। প্রাথমিক শিা লাভ করেন সায়্যেদ মুমতাজ হুসাইন-এর নিকট। মঙ্গলকোটে মাওলানা মুমায়্যিদুল হক-এর নিকট শিা লাভ করেন। এরপর বিহারের কাজী মুহাম্মাদ হানীফ-এর নিকট দু বছর শিা লাভ করেন। সবশেষে কানপুরে মাওলানা আশরাফ আলী থানবীর নিকট পাঁচ বছর থেকে দাওরায়ে হাদীস সনদ লাভ করেন। শিা শেষে কানপুর মাদরাসাতেই মুহাদ্দিস পরে মুফতী হিসেবে দায়িত্ব পালন করেন। মাওলানা আশরাফ আলী থানবীর অবসরের পর তিনিই উক্ত মাদরাসার মুহতামিম হিসেবে দায়িত্ব লাভ করেন। এ মাদরাসায় তিনি পনের বছর দায়িত্ব পালনের পর অভ্যন্তরীণ গোলযোগের কারণে কলিকাতা আলিয়া মাদরাসায় সহকারী শিক হিসেবে যোগদান করেন। কলিকাতা হাইকোর্টের বিচারপতি সায়্যিদ শামছুল হুদা-এর পরামর্শক্রমে ঢাকা ইন্টারমিডিয়েট কলেজ (বর্তমান কবি নজরুল ইসলাম কলেজ -এ ১৯১৯ সালে প্রভাষক হিসেবে যোগদান করেন। ১৯২৬ সালে তিনি হজ্জ পালন করেন। বৃটিশ সরকার তাকে শামছুল উলামা উপাধিতে ভূষিত করে। ১৯৩৩ সাল থেকে ১৯৩৮ সাল পর্যন্ত ওফাত অবধি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী ও ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন। সাহলুল উসূল ইলা ইলমিল উসূল, আল্-হিকমাতুল বালিগাহ ফী মাকারামিল আযলাকি ওয়াল আদাব, নূরুল্-লামে‘-সহ তিনি বেশ কিছু গ্রন্থ রচনা করেছেন। কলিকাতায় সড়ক দুর্ঘটনায় তিনি ইন্তিকাল করেন।
|