ডিজিটাল এসএলআর ক্যামেরা:
এপারচার, সাটারস্পিড মোড এবং ম্যানুয়েল মোড
দক্ষ ফটোগ্রাফাররা এই দুটি মোড ব্যবহার করেন সবচেয়ে বেশি। এপারচার প্রায়োরিটি মোডে তিনি এপারচার কত হবে ঠিক করে দেন (এপারচার পরিবর্তন করলে কিকি পরিবর্তন হয় সেকথা জানানো হয়েছে অন্য টিউটোরিয়ালে)। তারসাথে মিল রেখে সঠিক সাটারস্পিড ঠিক করে নেয় ক্যামেরা।
বিপরীতভাবে সাটার স্পিড মোডে আপনি সাটার স্পিড ঠিক করে দেবেন, ক্যামেরা নিজেই তারসাথে মানানসই এপারচার ঠিক করে নেবে।
আপনার দায়িত্ব আপনি কোন মোড ব্যবহার করবেন সেটা ঠিক করা। আকাশে উড়তে থাকা পাখির স্পষ্ট ছবি কিংবা দ্রুত গতিশীল কিছুকে স্থির দেখানোর জন্য আপনার বেশি সাটার স্পিড প্রয়োজন, কাজেই আপনি সাটারস্পিড নিজে ঠিক করে দেবেন।
আবারও, কখন কোন মোডে ছবি উঠাবেন সে সম্পর্কে অন্য টিউটোরিয়ালে লেখা হয়েছে।
এপারচার প্রায়োরিটি মোডে ছবি উঠানোর জন্য মোড ডায়াল ঘুরিয়ে এপারচার মোড (A) সিলেক্ট করুন। ফোকাস করুন। ভিউফাইন্ডার (অথবা ডিসপ্লে) বর্তমানের এপারচার সেটিং দেখাবে। সেটা পরিবর্তনের জন্য সামনের দিকের কমান্ড ডায়াল ঘুরান। একদিকে ঘুরালে এপারচার বাড়বে, বিপরীত দিকে ঘুরালে এপারচার কমবে। পছন্দমত এপারচার সেট করার পর ছবি উঠান।
সাটারস্পিড মোডে ছবি উঠানোর জন্য সাটার স্পিড মোড (S) সিলেক্ট করুন, ফোকাস করুন, পেছনের দিকের কমান্ড ডায়াল ঘুরিয়ে সাটার স্পিড পরিবর্তন করুন এবং ছবি উঠান।
ম্যানুয়েল মোড
ম্যানুয়েল মোড হচ্ছে যেখানে আপনি এপারচার এবং সাটার স্পিড দুটিই নিজে ঠিক করে দেবেন। অর্থাত আপনি জানেন এপারচার এবং সাটারস্পিড কত রাখলে ভাল ছবি পাওয়া যাবে। ম্যানুয়েল মোড (M) সিলেক্ট করুন, আগের পদ্ধতিতে সামনের এবং পেছনের ডায়াল ব্যবহার করে এপারচার এবং সাটার স্পিড পরিবর্তন করুন। ছবি উঠান।
Collected by net
Digital SLR Cameras:
Aperture, sataraspida mode and manual mode
Photographers most efficient use of these two modes. How aperture priority mode will set the aperture (aperture What is changing is the same change has been another tutorial). Sataraspida harmony as well as the right to fix the camera.
In contrast shutter speed in shutter speed mode is to decide, as well as adjust the aperture of the camera itself will decide.
You can not use any mode, it is your responsibility to fix it. The birds fly in the sky clear picture or faster shutter speed than you need to show static and dynamic things, so you just let yourself sataraspida.
Again, when the picture mode to raise any other tutorials have been written about it.
Turn the mode dial for the aperture priority mode to remove the picture aperture mode (A) to select. Focus. Viewfinder (or display) shows the current aperture setting. Rotate the command dial on the front of it for a change. On the one hand increase the aperture when rotated, when rotated in the opposite direction to reduce the aperture. The choice of the aperture setting after the photo yard.
Picture mode, shutter speed mode to raise sataraspida (S), select the focus, shutter speed, turn the dial back to the command change and remove pictures.
Manual mode
Both aperture and shutter speed manual mode is where you will fix itself. Ie, if you know how aperture and sataraspida good pictures can be found. Manual mode (M) to select the previous method of using the aperture and shutter speed dial on the front and back change. Photo yard.
Collected by net
|