ডিজিটাল এসএলআর ক্যামেরা এবং পয়েন্ট এন্ড শ্যুট ক্যামেরার পার্থক্য~~Hedaet Forum~~


Email: Password: Forgot Password?   Sign up
Are you Ads here? conduct: +8801913 364186

Forum Home >>> Multimedia >>> ডিজিটাল এসএলআর ক্যামেরা এবং পয়েন্ট এন্ড শ্যুট ক্যামেরার পার্থক্য

Tamanna
Modarator Team
Total Post: 7639

From:
Registered: 2011-12-11
 

ডিজিটাল এসএলআর ক্যামেরা এবং পয়েন্ট এন্ড শ্যুট ক্যামেরার পার্থক্য
ডিজিটাল এসএলআর ক্যামেরার প্রধান বৈশিষ্ট এতে এলসিডি ডিসপ্লে ছাড়াও রয়েছে অপটিকাল ভিউফাইন্ডার। এর মাধ্যমে আপনি যা দেখতে পান সেটা দেখা যায় লেন্সের ভেতর দিয়ে। একটি আয়নার মাধ্যমে প্রতিফলিত হয়ে ভিউফাইন্ডারের মাধ্যমে দেখা যায়। সেকারনেই নাম এসএলআর (সিংগেল লেন্স রিফ্লেক্ট)। অন্যদিকে পয়েন্ট এন্ড শ্যুট ক্যামেরায় যে ইলেকট্রনিক ভিউফাইন্ডার থাকে সেটা লেন্সের ভেতর দিয়ে আসে না, সেটা পৃথকভাবে দেখার ব্যবস্থা। দুইয়ের মধ্যে পার্থক্য থাকার সম্ভাবনা থেকে যায়।
লেন্সের ভেতর দিয়ে দেখার সুবিধে হচ্ছে একেবারে নিখুত দৃশ্য দেখার সুযোগ। ক্যামেরার নির্মাতা বলেন এলসিডি ডিসপ্লে ব্যবহার যদিও কখনো কখনো সুবিধেজনক (বিশেষ করে ভিডিও করার সময়) তাহলেও সেটা শতভাগ নিখুত না, ভিউফাইন্ডার নিখুত। কাজেই এসএলআর ক্যামেরা ব্যবহারের সময় অধিকাংশ ক্ষেত্রে আপনি ভিউফাইন্ডার ব্যবহার করবেন এটাই স্বাভাবিক।
দ্বিতীয় পার্থক্য হচ্ছে মেইন কন্ট্রোল ডায়াল এবং কন্ট্রোল সাব-ডায়াল। সাটার রিলিজ বাটনের সামনে এবং ক্যামেরার পেছনে যে দুটি হুইল রয়েছে এই দুটি। এপারচার, সাটারস্পিড সহ যে কোন পরিবর্তনের জন্য এদুটি ঘুরাতে হয়। এদের অবস্থান এমনই যে সাটার রিলিজ বাটনের ওপর একটি আঙুল রেখে সহজে ঘুরানো যায়।
তৃতীয় বড় পার্থক্য হচ্ছে জুম রিং। লেন্সের বিশেষ অংশ ঘুরালে জুম কমবেশি হয়। ফলে খুব দ্রুত জুম পরিবর্তন করা যায়। এছাড়া একই পদ্ধতিতে ঘুরিয়ে ফোকাস করার জন্য রয়েছে ফোকাস রিং। ম্যানুয়েল ফোকাস করার সময় এটা ব্যবহার করা হয়।
Collected net
Point and shoot cameras and digital SLR cameras, the difference
The main characteristics of digital SLR cameras in addition to the optical viewfinder LCD display. Seen through the lens of what you can see through it. A mirror which reflects the image you capture can be seen through. Precisely why the SLR (single-lens reflected). The point and shoot camera that comes through the lens electronic viewfinder is not it, to see whether the system individually. The difference between the two there is a chance to stay.
That is the advantage of seeing through the lens to optimize the view. The LCD display of the camera, though sometimes convenient (especially at the time of the video), even if it is not absolutely perfect, perfect viewfinder. Therefore, when using SLR camera's normal that in most cases you will use the viewfinder.
The second difference is that the main control dial and sub-dial control. Front and behind the camera shutter release button has a two-wheel two. Aperture, including sataraspida rotate these two are any changes. Their position is such that the shutter release button can be rotated easily by keeping a finger.
The third big difference is the zoom ring. When rotated more or less part of the lens is zoomed in. As a result, the zoom can be changed very quickly. In addition, in the same manner to turn the focus ring to focus. It is used during manual focus.
Collected net