ডিজিটাল ক্যামেরা: Intensity(তীব্রতা), Exposure control
যে ফটো সাইটগুলো ডিজিটাল ক্যামেরার সেন্সরে ব্যবহার করা হয় সেগুলো আলোর একটি নির্দিষ্ট মাত্রার Intensity(তীব্রতা) পযন্ত সঠিকভাবে মাপতে পারে। এই মাত্রার চেয়ে বেশি Intensity-র আলো পড়লে ফটোসাইটগুলো Saturated হয়ে যায়। Highest intensity-র আলো ফটোসাইটের ওপর পড়লে এটি যে পরিমাণ ইলেক্ট্রনিক চার্জ তৈরি করবে এর চেয়ে বেশি Intensity-র আলো পড়লেও এটি একই পরিমাণ চার্জ তৈরি করবে এবং এ দুটির মধ্যে কোনো পার্থক্য করতে পারবে না। তাই ফটোসাইট যান Saturated না হয়ে যায় সেজন্য ক্যামেরায় Aperture এবং Shutter ব্যবহার করা হয়। Aperture অবস্থান করে Lens এর ঠিক পিছনে। Aperture এর মাধ্যমে নির্ধারিত হয় আলো কতটুকু জায়গার মধ্য দিয়ে সেন্সরে পৌছাবে। রৌদ্রউজ্জ্বল দিনে প্রচুর আলো থাকে বলে এরকম অবস্থায় ছবি তোলার সময় Aperture কম রাখা হয়। অন্যদিকে মেঘলা দিনে আলো কম থাকে বলে Aperture বেশি রাখা হয়। ফলে বেশি আলো সেন্সরে পৌছতে পারে। অনেকটা মানুষের চোখের পিউপিলের মতই Aperture কাজ করে। প্রচন্ড রোদে আমাদের চোখ কুঁচকে আসে আসলে পিউপিলকে সংকুচিত করার জন্য।
অন্যদিকে Shutter speed নির্ধারণ করে আলো কত সময় ধরে ক্যামেরায় প্রবেশ করবে। ফিল্ম বেস্ড ক্যামেরায় Mechanical Shutter ব্যবহার করা হয়। ডিজিটাল ক্যামেরায় Electronic shutter ব্যবহার করা হয়। কোনো কোনো ডিজিটাল ক্যামেরায় Mechanical ও Electronic shutter একত্রে যৌথভাবে shutter এর কাজ করে। ফটোগ্রাফির ভাষায় Aperture ও Shutter speed নির্ধারণ করাকে একত্রে Exposure control বলা হয়। ডিজিটাল ক্যামেরা অটোম্যাটিক Exposure control করতে পারে। এক্ষেত্রে ডিজিটাল ক্যামেরা একটি Sample ছবি তুলে (কিন্তু রেকর্ড করে না), তা থেকে intensity, focus প্রভৃতি ইনফরমেশন সংগ্রহ করে এবং সেই অনুযায়ী Exposure সেট করে। Exposure control করার ক্ষেত্রে প্রসেসর সাহায্য করে। এছাড়া কোনো কোনো হাই এন্ড ডিজিটাল ক্যামেরায় Manually Aperture ও shutter speed কন্ট্রোল করা যায় যা প্রফেশনাল ফটোগ্রাফারদের জন্য খুব দরকারি।
Collected by net.
Digital Camera: Intensity (intensity), Exposure control
These sensors are used in digital cameras, photo sites that have a certain level of light Intensity (intensity) that can measure until properly. Saturated phatosaitagulo when the light of this magnitude is more than Intensity-. Highest intensity- phatosaitera the light fall on the amount of electronic charge that it would create more than Intensity- though it's the same amount of light and the charge will not be able to distinguish between the two. So why is not phatosaita Saturated cameras to Aperture and Shutter is used. Lens Aperture right back position. Aperture is determined by how much light reach the sensor. As such, there is plenty of light and sunny days when taking photos in Aperture is less. Aperture is less than that in the light of the day is cloudy. As a result, more light can reach the sensor. Aperture works a lot like the pupil of the human eye. In fact, the sun is strong piupilake raised our eyes to shrink.
Shutter speed determines how long the light will enter the camera. Based Mechanical Shutter film cameras are used. Electronic shutter is used in digital cameras. Some digital cameras Mechanical and Electronic shutter shutter to jointly work together. Aperture and Shutter speed photography in conjunction Exposure control is being determined. Exposure control automatic digital camera can. Sample pictures of the digital camera (but not recorded), from the intensity, focus, etc., to collect information and accordingly set Exposure. Exposure control processor to help. In addition, some high-end digital cameras Manually Aperture and shutter speed controls, which can be very useful for professional photographers.
Collected by net.
|