Maulana Ashraf Ali thanabi (1862 -1943 khr. / 1280-1362 He.) Sayakhula Hadith, madrasa Kanpur, India
He added the province of the district mujaphpharanagara thanabane munsi United Kingdom - The aurase was born. Balyakale kura \\\'unsubscribe section of Sharif Husain Ali Hafez akhunaji and close. Maulana Ali oyajida mirathe I was close to pharsi language education. At the end of primary education in 1878 darula uluma deobande full five years (twenty years of age) received his certification daoraye Hadith. The Maulana Abdul Ali, Maulana iyakuba nanutabi, Maulana Living - education with a close win. Education at the end of the year from 1897 until 1883 Kanpur madarasaya kura-unsubscribe - siadana the Hadith. Father, go with Maulana hajje imadadullaha - saat is with him. That he was by \\\'dont\\\' gain in knowledge and tasauphera. Since 1897 until thanabanera khanakaye imadadiyate ophata in tasauphera khedamata. Taphasire bayanula kura \\\'unsubscribed, hiphajula faith, kasadus - sabila, it limuddina, one-commodity - E-kura, uninstalling, tajabidula kura\\\' unsubscribed, phuru-ul-Allah, Al - kaolila phasila bayanala hakki Wall canceled, behesti jeora, s phataoya , isalahuna nisa, adabula mubassara, jamalula kura \\\'unsubscribed, adabula Islam, kisaoyatuna nisaoya, yikra - e-book, hayatula musalimina, at - takachira phit - kaphasira, kalimatul - hakka - including many of the people he works. Between the Maulana and his disciples isahaka bardhamani (1865-1938 khr.), Maulana Ahmad yaphara usamani, Maulana Muhammad Rashid kanapuri (mr khr 1916.) And Maulana Ahmad Ali phatehapuri significant gold.
\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\
মাওলানা আশরাফ আলী থানবী (১৮৬২-১৯৪৩ খৃ./১২৮০-১৩৬২ হি.), শায়খুল হাদীস, কানপুর মাদরাসা, ভারত
তিনি ভারতের যুক্ত প্রদেশের মুজাফ্ফরনগর জেলার থানাবনে মুন্সি আব্দুল হক-এর ঔরসে জন্ম লাভ করেন। বাল্যকালে কুর’আন শরীফ অধ্যায়ন করেন আখুনজী ও হাফেজ হুসাইন আলীর নিকট। মীরাঠে মামা মাওলানা ওয়াজিদ আলীর নিকট ফার্সী ভাষা শিা লাভ করেন। প্রাথমিক শিা শেষে ১৮৭৮ সালে দারুল উলূম দেওবন্দে ভর্তি হয়ে পাঁচ বছরে (বিশ বছর বয়সে
দাওরায়ে হাদীস সনদ লাভ করেন। সেখানে মাওলানা আব্দুল আলী, মাওলানা ইয়াকুব নানুতবী, মাওলানা মাহমুদুল হাসান-এর নিকট শিা লাভ করেন। শিা শেষে কানপুর মাদরাসায় ১৮৮৩ সাল থেকে ১৮৯৭ সাল পর্যন্ত কুর’আন-হাদীস শিাদান করেন। পিতার সঙ্গে হজ্জে গিয়ে মাওলানা ইমদাদুল্লাহ-এর সাথে তাঁর সাাৎ হয়। তাঁর কাছে তিনি বাই‘আত হয়ে তাসাউফের জ্ঞান লাভ করেন। ১৮৯৭ সাল থেকে থানাবনের খানকায়ে ইমদাদিয়াতে ওফাত অবধি তাসাউফের খেদমাত করেন। তাফসীরে বায়ানুল কুর’আন, হিফজুল ঈমান, কাসদুস্-সাবীল, তা‘লীমুদ্দীন, আ‘মাল-ই কুর’আন, তাজবীদুল কুর’আন, ফুরূ‘উল ঈমান, আল্-কাওলিল ফাসিল বায়নাল হাক্কি ওয়াল বাতিল, বেহেস্তী জেওর, ইমদাদুল ফাতওয়া, ইসলাহুন নিসা, আদাবুল মুবাশ্শারা, জামালুল কুর’আন, আদাবুল ইসলাম, কিসওয়াতুন নিসওয়া, যিক্র-ই মাহমুদ, হায়াতুল মুসলিমীন, আত্-তাকছীর ফিত্-কাফসীর, কালিমাতুল্-হাক্ক-সহ অনেক গ্রন্থ তিনি রচনা করেছেন। তাঁর শিষ্যদের মধ্যে মাওলানা ইসহাক বর্ধমানী (১৮৬৫-১৯৩৮ খৃ.), মাওলানা যাফর আহমাদ উসমানী, মাওলানা মুহাম্মাদ রশীদ কানপুরী (মৃ. ১৯১৬ খৃ.) ও মাওলানা আহমাদ আলী ফতেহপুরী প্রমুখ উল্লেখযোগ্য।