ডিজিটাল ক্যামেরা :
ইমেজ সেন্সর অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র আলোক-সংবেদনশীল ডায়োড (ফটোসাইট) দিয়ে তৈরি। আলোক-সংবেদনশীল ডায়োডগুলো এর ওপর পতিত আলোর তীব্রতার সমানুপাতিক ইলেক্ট্রনিক চার্জ উৎপন্ন করে। আলো যত তীব্র হবে তত বেশি চার্জ তৈরি হবে এবং তীব্রতা কম হলে কম চার্জ তৈরি হবে। এর পরের ধাপ হচ্ছে যেটুকু চার্জ তৈরি হয়েছে তা read করে তার সমানুপাতিক বাইনারি ডাটা তৈরি করা। এই কাজটি করা হয় একটি Analog-to-Digital onverter (ADC) এর মাধ্যমে। CCD সেন্সরযুক্ত ডিজিটাল ক্যামেরায় সেন্সরের ইলেক্ট্রনিক চার্জ সরাসরি ADC-তে চলে যায়। অন্যদিকে CMOS সেন্সরযুক্ত ক্যামেরায় প্রতিটি ফটোসাইটে একটি করে Transistor থাকে যা ইলেক্ট্রনিক চার্জকে Amplify করে ADC-তে প্রেরণ করে। CCD তৈরি করা হয় বিশেষ ধরণের ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে এবং CCD সেন্সর খুবই উঁচুমানের ছবি তৈরি করতে সক্ষম। অন্যদিকে CMOS সেন্সর যে কোনো সাধারণ সিলিকন চিপ উৎপাদনকারী প্ল্যান্টে তৈরি করা সম্ভব। CMOS সেন্সর খুবই Noise sensitive এবং এর আলোকসংবেদনশীলতা কম। অনেক ফোটন (আলো) ফটোসাইটের ওপর না পড়ে Transistor এর ওপর পড়ে, ফলে আলোর তীব্রতা সঠিকভাবে নির্ণয় করা যায় না। তবে CMOS সেন্সর খুবই কম দামি এবং অনেক কম পাওয়ার Consume করে। একটি CCD সেন্সর CMOS সেন্সরের চেয়ে প্রায় ১০০ গুন বেশি ব্যাটারি শোষণ করে। এছাড়া যেহেতু CMOS সেন্সর সাধারণ সিলিকন চিপ প্ল্যান্টে তৈরি করা সম্ভব তাই বিভিন্ন রেজুলেশনের CMOS সেন্সরযুক্ত ডিজিটাল ক্যামেরা বাজারে পাওয়া যায়। অন্যদিকে CCD সেন্সর বাণিজ্যিক কারণে 1.3 মেগাপিক্সেলের নিচে উৎপাদন করা হয় না। তবে CMOS সেন্সর ধীরে ধীরে কোয়ালিটির দিক দিয়ে CCD সেন্সরের সমতুল্য হচ্ছে এবং হাই কোয়ালিটির ডিজিটাল ক্যামেরা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে চলে আসছে।
ইমেজ সেন্সরে যে ফটোসাইটগুলো ব্যবহার করা হয় সেগুলো সবই কালার ব্লাইন্ড। অর্থাৎ এগুলো কেবল আলোর তীব্রতা (ফোটনের সংখ্যা) বুঝতে পারে কিন্তু আলোটি কী রঙের তা আলাদা করতে পারে না। অথচ একটি true কালার ইমেজে লক্ষ লক্ষ কালার থাকে। তবে যে কোনো কালারকেই তিনটি কালারের (Red, Green, Blue) সমন্বয়ে প্রকাশ করা যায় এবং ডিজিটাল ক্যামেরায় এই মূলনীতিটিই ব্যবহার করা হয়। সাবজেক্ট থেকে আসা আলো সেন্সরে পৌছানোর আগে একটি ফিল্টারের মধ্য দিয়ে অতিক্রম করে। ফিল্টারের মধ্য দিয়ে তিনটি কম্পোনেন্ট (Red, Green, Blue) কালারের মধ্যে কেবল একটি কম্পোনেন্ট কালার যেতে পারে।
Collected by net.
Digital Cameras:
Many small light-sensitive image sensor diodes (phatosaita) made. Is proportional to the intensity of the light falling on the light-sensitive dayodagulo produce electronic charge. The charge will be created and the more intense the light intensity is less than the charge will be made. The next step is to create whatever charges were read to make it proportional to the binary data. This work is an Analog-to-Digital onverter (ADC) through. CCD sensor digital camera sensor on the electronic charge goes directly to the ADC-. The CMOS sensor cameras, each of which phatosaite an electronic charge Amplify Transistor sent to the ADC-. CCD CCD sensor is made of a special kind of manufacturing plant and is able to create high-quality images. On the other hand CMOS sensor that can be used to create a common silicon chip manufacturing plant. Noise sensitive and alokasambedanasilata CMOS sensor is very low. Many photons (light) on phatosaitera Transistor does not fall over, and the light intensity can not be determined accurately. The CMOS sensor is less expensive and much less power to Consume. The sensor is a CCD sensor CMOS battery to absorb more than 100 times. In addition, the CMOS sensor chip plants to create a common silicon CMOS sensor resolution digital cameras available in the market are so different. The 1.3-megapixel CCD sensor for commercial purposes is produced below. However, the CCD sensor CMOS sensor slowly Quality and high-quality digital camera is the equivalent of the purchasing power of the people coming in.
Phatosaitagulo image sensor that is used to color all the Blind. That is, the intensity of the light (photon number), but understand what the color of the light can not separate it. The color is a true color image of millions. However, any kalarakei three colors (Red, Green, Blue) and digital cameras can be a combination of these is used mulanititii. Before the light reaches the sensor from the subject passes through a filter. Filter through a three-component (Red, Green, Blue) color can be only one component of the color.
Collected by net.
|