Maulana Muhammad kasema nanutabi (183 to -1880 khr. / 1248-1297.), Fabricate darula uluma deobanda, India
He was involved in India\\\\\\\'s Uttar Pradesh (iupi) - This includes the procurement of sayakha siddiki saharanapura District nanuta city - its aurase was born. Maulana Mamluk Ali was his uncle. His father kept his name khorasida. He is known in history as hujjatula nanutabi kasema Islam. Ali returns to education after maktabe maulabi mahataba saharanapure naoyaba maulabi Sahib near nahu - saraphasaha of the education benefit. He was close to his uncle and Maulana Abdul gani mujaddedira education emerged. Maulana Rashid Ahmad ganguhi was his classmate. Shah Abdul ayiyera ayiyiya Delhi madrasa education to be gained. He received his education tasaupha Hajee imadadullaha muhajire makkira close. At the end of 1851 in Delhi, ahamadi mudranalaye yogadana education. Soldier during the 1857 revolution that thanabane temporary government was formed, that government was the main commander Maulana kasema nanutabi. New Delhi, Delhi, and British forces will win mujahida sameli move toward the recovery of the thanabanera. Mujahida forces are defeated. Arrest warrants are issued on Maulana kasema nanutabira and she announced to the puruskara. They burrow in the two years from the passage of the 1960 heyaya. In 1961, the Maulana Ahmad Ali saharanapurira mirathera chapakhanaya high \\\\\\\"q worked as Reader. British help - without besarakaribhabe think of a madrasa. Madrasah education center that will not only, but also a center for Jihad against the British. The plan also established a madrasa deobande kaomi deobanda 1966. To resolve criminal and civil law suit in the Justice Department madarasaya khulechilena. Although the British government to stop. Among his students to ask Maulana sayakhula national, Hassan Ahmad maolana amaruhi, manasura Ali and Maulana Maulana Hasan phakharula ganguhi significant gold. His book is written in the ab - e-Hayat, masabihut - tarabiha, hadiyatus - si-one, ad - dalilula - muhakama, ajabiba the arabaina, tasaphiyatula akaida, tahayiruna snuff, raddu - kaolila phasiha, hujjatula Islam, guphtgu - E-mayahabi, mubahacha the sahajahanapura, inatisarula Islam, taochikula Kalam, Jamal - E-kasimi, makatubata - E-kasimiyya, lataipha - E-kasimiyya, Al - ajabibatula kamila, etc..
\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\
মাওলানা মুহাম্মাদ কাসেম নানুতবী (১৮৩২-১৮৮০ খৃ./১২৪৮-১২৯৭ হি.), বানিয়ে দারুল উলূম দেওবন্দ, ভারত
তিনি ভারতের যুক্ত প্রদেশ (ইউ.পি.)-এর অন্তর্গত সাহারানপুর জেলার নানুতা শহরে শায়খ আসাদ আলী সিদ্দীকী-এর ঔরসে জন্ম লাভ করেন। তাঁর পিতৃব্য ছিলেন মাওলানা মামলুক আলী। তাঁর পিতা তাঁর নাম রেখেছিলেন খোরশিদ। ইতিহাসে তিনি হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতবী হিসেবেই পরিচিত। মৌলবী মাহতাব আলীর নিকট মক্তবে শিা লাভের পর সাহারানপুরে মৌলবী নওয়াব সাহেবের নিকট নাহু-সরফসহ বিভিন্ন বিষয়ে শিা লাভ করেন। অতঃপর তিনি তাঁর পিতৃব্য ও মাওলানা আব্দুল গণী মুজাদ্দেদীর নিকট শিা লাভ করেন। মাওলানা রশীদ আহমাদ গাঙ্গুহী ছিলেন তাঁর সহপাঠী। শাহ আব্দুল আযীযের দিল্লী আযীযিয়া মাদরাসা হতে শিা লাভ করেন। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মাক্কীর নিকট তিনি তাসাউফ শিা লাভ করেন। শিা শেষে ১৮৫১ সালে দিল্লীর আহমদী মুদ্রণালয়ে যোগাদান করেন। ১৮৫৭ সালে সিপাহী বিপ্লবের সময় থানাবনে যে অস্থায়ী সরকার গঠিত হয়েছিল, সেই সরকারের প্রধান সেনাপতি ছিলেন মাওলানা কাসেম নানুতবী। মুজাহিদ বাহিনী দিল্লী ও শামেলী জয় করলে ইংরেজরা দিল্লী পুনরুদ্ধার করে থানাবনের দিকে অগ্রসর হয়। মুজাহিদ বাহিনী পরাজিত হয়। মাওলানা কাসেম নানুতবীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী করা হয় এবং তাকে ধরে দেয়ার জন্য পুরুষ্কার ঘোষণা করা হয়। তখন দু বছর আত্মগোপন করে থেকে ১৯৬০ সালে হেযায গমন করেন। ১৯৬১ সালে তিনি মীরাঠের মাওলানা আহমদ আলী সাহারানপুরীর ছাপাখানায় প্র“ফ রীডার হিসেবে কাজ করতেন। ইংরেজদের সাহায্য-সহযোগিতা ছাড়া বেসরকারীভাবে একটি মাদরাসা প্রতিষ্ঠার চিন্তা করেন। যে মাদরাসাটি হবে শুধু শিা কেন্দ্র নয়, বরং ইংরেজদের বিরুদ্ধে জিহাদের একটি কেন্দ্র । সে পরিকল্পনায় তিনি দেওবন্দে ১৯৬৬ সালে দেওবন্দ কওমী মাদরাসার স্থাপন করেন। তিনি সে মাদরাসায় ফৌজদারী ও দেওয়ানী মামলা মোকদ্দমা মিমাংসার জন্য বিচার বিভাগও খুলেছিলেন। যদিও বৃটিশ সরকার তা বন্ধ করে দেয়। তাঁর ছাত্রদের মধ্যে শায়খুল হিন্দ মাওলানা মাহমুদুল হাসান, মাওলনা আহমাদ হাসান আমরুহী, মাওলানা মানসুর আলী ও মাওলানা ফখরুল হাসান গাঙ্গুহী প্রমুখ উল্লেখযোগ্য। তাঁর লেখা গ্রন্থের মধ্যে আব্-ই হায়াত, মাসাবীহুত্-তারাবীহ, হাদিয়াতুশ্-শী‘আ, আদ্-দলীলুল-মুহকাম, আজবিবা ঃ আরবাঈন, তাসফিয়াতুল আকাঈদ, তাহযীরুন নাস, রাদ্দু-কাওলিল ফাসীহ, হুজ্জাতুল ইসলাম, গুফ্ত্গু-ই মাযহাবী, মুবাহাছা ঃ শাহজাহানপুর, ইনতিসারুল ইসলাম, তাওছীকুল কালাম, জামাল-ই কাসিমী, মাকতুবাত-ই কাসিমিয়্যা, লাতাইফ-ই কাসিমিয়্যা, আল্-আজবিবাতুল কামিলা ইত্যাদি।