How to change the template joomla?
If you want to change the template jumalaya, Extension menu drop - down list, click on the Template Manager. Click on the Template Manager, at the site of the Template I can see, there's a default. To change the template, the template you want to use on the site, click on the checkbox to the left of the template, Default clicks, you can change the template of the site. Why not use the temapletai, it used Joomla site sanskaranake support.
=========
কিভাবে জুমলায় টেমপ্লেট পরিবর্তন করতে হয়?
জুমলায় টেমপ্লেট পরিবর্তন করতে হলে, Extension মেনুর ড্রপ-ডাউন তালিকা থেকে Template Manager এ ক্লিক করুন। Template Manager এ ক্লিক করলেই, সাইটে থাকা Template গুলো দেখতে পারবেন, এর মধ্যে একটি থাকবে ডিফল্ট অবস্থায়। টেমপ্লেট পরিবর্তন করার জন্য, যেই টেমপ্লেটটি সাইটে ব্যবহার করতে চান, সেই টেমপ্লেটের বামপাশে থাকা চেকবক্স ক্লিক করে, Default ক্লিক করলেই, সাইটের টেমপ্লেট পরিবর্তন হয়ে যাবে। যেই টেমপ্লেটই ব্যবহার করুন না কেন, তা যেন সাইটের ব্যবহৃত জুমলার সংষ্করনকে সমর্থন করে।
|