Category joomla create and manage content for attaching it is
Create and manage jumalaya category from the Category Manager. Category Manager is to manage the admin panel. But in the Admin Panel and click on the Category Manager. Building on the Category is displayed here. If you did not install the sample data, however, the default is the only one from the Uncategorized category will be created. If you have installed the sample data, the number of the category can be created from. Conversions from any category you want to change, or would be able to create or delete. If you want to delete a category, then - a category in the left-click to check the checkbox and click Trash. And if - any category you want to change, then - click on the category you can change it to any category. It can be changed by clicking on the Save & Close.
Create a category -
To create a category in the Category Manager, click New. Title to offset part of the category name. Parent Category of the categories you want to keep, then select it from the Parent. Access to the nirbarcana please - for whom the category is open, Permission section, click, you can specify it in detail. Description and Alias own day. Some of the more left you can specify, for example, you can add a meta tag for SEO's in the Metadata Option. If the required information, Save & Close click. Category will be created under the Category Manager.
=======
কন্টেন্ট সংযোজনের জন্য কিভাবে জুমলায় ক্যাটাগরী তৈরী ও পরিচালনা করতে হয়?
জুমলায় ক্যাটাগরি তৈরী এবং পরিচালনা করা হয় Category Manager অংশ থেকে। এডমিন প্যানেল থেকে Category Manager পরিচালনা করা হয়। তাই প্রথমেই এডমিন প্যানেলে লগইন করে Category Manager এ ক্লিক করুন। সাইটে তৈরী করা সকল ক্যাটাগরী এখানে প্রদর্শিত হয়। যদি স্যাম্পল ডাটা ইনস্টল না করে থাকেন, তবে, ডিফল্ট ভাবে শুধুমাত্র Uncategorized নামক একটি পূর্বের থেকে তৈরী ক্যাটাগরি দেখতে পাবেন। আর যদি স্যাম্পল ডাটা ইনস্টল করে থাকেন, তবে পূর্বে থেকে তৈরী অনেকগুলো ক্যাটাগরি দেখতে পারবেন।এখান থেকে, যেকোন ক্যাটাগরি প্রয়োজনমত পরিবর্তন করতে পারবেন, অথবা তৈরী বা মুছে ফেলত পারবেন। যদি কোন ক্যাটাগরি মুছে ফেলতে চান, তাহলে- ক্যাটাগরিটির বামপাশে থাকা চেকবক্সটি ক্লিক করে চেক করে Trash এ ক্লিক করুন। আর যদি- কোন ক্যাটাগরি পরিবর্তন করতে চান, তাহলে- সেই ক্যাটাগরিতে ক্লিক করলেই ক্যাটাগরির যেকোন পরিবর্তন করতে পারবেন। তবে পরিবর্তন করা শেষে Save & Close এ ক্লিক করতে হবে।
ক্যাটাগরি তৈরী করা-
ক্যাটাগরি তৈরী করার জন্য প্রথমেই Category Manager এর মধ্যে New এ ক্লিক করুন। এখানে ডানপাশের অংশে Title এ ক্যাটাগরির নাম দিন। যদি ক্যাটাগরির কোন Parent Category রাখতে চান, তাহলে তা Parent থেকে নির্বাচন করুন। Access অংশ থেকে নির্বার্চন করুন- কাদের জন্য ক্যাটাগরিটি উন্মুক্ত থাকবে, Permission অংশে ক্লিক করে, তা বিস্তারিতভাবে নির্দিষ্ট করে দিতে পারেন। Alias এবং Description নিজের সুবিধামত দিন। বামপাশের অংশে আরো কিছু বিষয় নির্দিষ্ট করে দিতে পারেন, যেমন: এসইও এর জন্য আলাদা মেটা ট্যাগ যোগ করতে পারেন Metadata Option এ। প্রয়োজনীয় তথ্য প্রদান শেষ হলে,Save & Close এ ক্লিক করুন। তৈরীকৃত ক্যাটাগরিটি Category Manager এর অধীনে দেখতে পাবেন।
|