How to host your own server is to install WordPress?
Http://wordpress.org/ links to download the database. Download and unzip. Then, open the file in notepad folder config sample.php. In the name of the file in the database - Database hosting server name, database user name, password and database MySQL by putting the host name of the save as wp-config.php. sample text will be removed.
Then upload the folder - inside your hosting of the domain you want to install it creates a folder called public_html or htdocs folder is created in the inside. The hosting File Manager> Domains. Less than (for example) the name of the folder> htdocs folder. After a domain attached automatically - you have to create a folder.
The domain to install the WordPress upload folder from your browser www. Those domains. Less than (for example) / wp-admin/install.php go. Then, a page will appear. The username, password, and e-mail and click Install wordpress putting.
==============
কিভাবে নিজস্ব হোস্ট সার্ভারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়?
প্রথমে ওয়ার্ডপ্রেস ডাউনলোড করুন http://wordpress.org/ লিঙ্ক থেকে। ডাউনলোড করে আনজিপ করুন। তারপর, নোটপ্যাডে ফোল্ডারের ভেতরের config sample.php ফাইলটি ওপেন করুন। ফাইল এর ভিতরে ডাটাবেস নামের স্থানে- হোস্টিং সার্ভারের ডাটাবেজ নাম, ডাটাবেজ ইউজার নাম, ডাটাবেজ পাসওয়ার্ড এবং মাইএসকিউএল হোস্ট এর নাম বসিয়ে সেভ করুন wp-config.php নামে। sample অংশটুকু বাদ যাবে।
এরপর এই ফোল্ডারটি আপলোড করুন- আপনার হোস্টিং এর ভেতরে যেই ডোমেইনে ইনস্টল করতে চান সেই নামে একটি ফোল্ডার তৈরী করে তার মধ্যে public_html অথবা htdocs ফোল্ডার তৈরী করে তার ভেতরে। অর্থাৎ হোস্টিং এর ফাইল ম্যানেজার>ডোমেইন.কম(উদাহরন) নামের ফোল্ডার>htdocs ফোল্ডারের ভেতর। অনেক সময় ডোমেইন এটাচ করার পর আপনা-আপনি এই ফোল্ডারগুলো তৈরী হয়ে থাকে।
যে ডোমেইনে ইনস্টল করার জন্য তার ফোল্ডারে ওয়ার্ডপ্রেস আপলোড করেছেন এবার আপনার ব্রাউজার থেকে www.সেই ডোমেইন.কম(উদাহরন)/wp-admin/install.php যান। এবার, একটি পেজ আসবে। এখানে ইউজারনেম, পাসওয়ার্ড আর ইমেইল বসিয়ে Install wordpress এ ক্লিক করুন।
|