How to own domain / hosting in the world have set up?
First, http://wordpress.org/download the latest version of WordPress from the download link. Then, unzip. Now, you have all the files inside the folder to your FTP software WordPress website / public_html / upload here. Then, Mysql database and a user to be created and the user is allowed to access the database. You can login to your hosting C panel, click on the Mysql database, or enter a name. The database will be created, but we need to add new users, the choice of a new user name and password, choose Add, then the user is allowed to access the database, Add user to Database User's box, not your user name and select Add, then , Database and select the database to add and click ADD, a new window will appear, select them all here, and the database user name, user name hosting'll see. The database will be created.
Then, enter the name of the site / domain by typing in the browser, and press Enter, Configure click. A form will not create the database, enter the user name and password. Bakigulo change is required, please submit. Then, your site's title and email address and click Install wordpress. You look after your user name and password.
==================
কিভাবে নিজস্ব ডোমেইন/হোস্টিং এ ওয়ার্ডপ্রেস সেটআপ দিবেন?
প্রথমে, http://wordpress.org/download লিঙ্ক থেকে ওয়ার্ডপ্রেস এর লেটেস্ট ভার্সনটি ডাউনলোড করে নিন। তারপর, আনজিপ করুন। এবার, যেকোন এফটিপি সফটওয়্যার দিয়ে ওয়ার্ডপ্রেস ফোল্ডারের ভিতরে থাকা সবগুলো ফাইল আপনার ওয়েবসাইটের /public_html/ এখানে আপলোড করুন । তারপর, Mysql এ একটা ডাটাবেজ এবং ইউজার তৈরী করতে হবে এবং ইউজারকে ডাটাবেজ ব্যবহারের অনুমতি দিতে হবে। এ জন্য আপনার হোস্টিং এর C panel লগইন করে, এর Mysql database এ ক্লিক করুন , যেকোন একটি নাম দিন । ডাটাবেজ তৈরী হবে, এবার আমাদের নতুন ইউজার অ্যাড করতে হবে, পছন্দমত নাম ও পাসওয়ার্ড দিয়ে একটি নতুন ইউজার অ্যাড করে নিন; তারপর, এই ইউজারকে ডাটাবেজ ব্যবহারের অনুমতি দেয়া জন্য, Add user to Database এর User বক্সে আপনার অ্যাড করা ইউজারের নাম সিলেক্ট করুন; তারপর, Database এ যোগ করা ডাটাবেজ সিলেক্ট করে ADD এ ক্লিক করুন; নতুন একটি উইন্ডো আসবে, এখানে সবগুলো সিলেক্ট করে দিন, ডাটাবেজ এবং ইউজার নামের আগে, হোস্টিং এর ইউজার নাম দেখতে পাবেন। ডাটাবেস তৈরী হয়ে যাবে।
তারপর, নিজের সাইটের নামটি/ডোমেইনটি ব্রাউজারে লিখে, এন্টার চাপুন, Configure এ ক্লিক করুন। একটি ফরম আসবে, তৈরী করা ডাটাবেজ, ইউজার নেম এবং পাসওয়ার্ড দিন। বাকীগুলো পরিবর্তনের দরকার নেই, সাবমিট করুন। তারপর, আপনার সাইট এর টাইটেল ও ইমেল ঠিকানা দিয়ে Install wordpress এ ক্লিক করুন। ইন্সটল হবার পর আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দেখাবে।