How to create shortcut command in Photoshop?
Feels like Photoshop keyboard shortcuts can be created. To do this, start Photoshop, go to Edit menyubarera Keyboard shortcuts-in. From keyboard 'Alt + Shift + Ctrl + k to go down here. The File, Edit, Image, Layer, Select, Filter, View, Window, and Help-under for the shortcut, you can perform various tasks. Cihnate the left of each category, Creek, it will apasanagulo. The right to associate for the purpose (if any) will be replaced by keyboard shortcuts. Is there a keyboard shortcut of your choice by clicking on the keyboard will also hit. It is expected that the work would have been having more and the shortcut will be removed. Then click the Ok button in the Accept-be.
========
কিভাবে ফটোশপের শর্টকাট কমান্ড তৈরী করা যায়?
ফটোশপে পছন্দ মতো কিবোর্ড শর্টকাট তৈরি করা যায়। এর জন্য, ফটোশপ চালু করে, মেন্যুবারের Edit থেকে যেতে হবে Keyboard shortcuts-এ। কিবোর্ড থেকে 'Alt+Shift+Ctrl+k চেপেও যেতে পারেন এখানে। এখানে File, Edit, Image, Layer, Select, Filter, View, Window এবং Help-এর অধীনে বিভিন্ন কাজের জন্য শর্টকাট নির্বাচন করতে পারবেন। প্রতিটি ক্যাটাগরির বামের চিহ্নতে, ক্রিক করলেই অপশনগুলো আসবে। তাতে ডানপাশে ওই কাজের জন্য সংযুক্ত (যদি থাকে) কিবোর্ড শর্টকাট দেখাবে। সেখানে ক্লিক করে আপনার পছন্দের নতুন কিবোর্ড শর্টকাট কিবোর্ড থেকে চাপতে হবে। এটি অন্য কাজে ব্যবহূত হয়ে থাকলে তা জানানো হবে এবং আগের শর্টকাটটি দূর হয়ে যাবে। এরপর ডানপাশে Accept-এ ক্লিক করে Ok করতে হবে।
|