ওয়ার্ডপ্রেসে পেজ কি? কিভাবে পেজ তৈরী এবং আপডেট করা যায়?
ওয়ার্ডপ্রেসে পেজ এবং পোষ্ট লিখার নিয়ম হুবহু একই। কিন্তু, প্রকাশ হবার ধরনটা আলাদা। পোষ্ট প্রকাশ করলে, তা সরাসরি চলে যায়, হোমে পেজের সর্বশেষ লিখা হিসেবে, আর পেজ লিখে প্রকাশ করলে, তা-সাইটের থীম সেটিংস অনুযায়ী মেন্যু বা পেজের স্থানে প্রদর্শন করে বাই ডিফল্ট।
পেজ তৈরী করতে চাইলে,
ড্যাশবোর্ডের Pages সেকশন থেকে Add New –তে ক্লিক করুন। ওয়ার্ডপ্রেস পেজ প্যানেল পাবেন। পেজের জন্য যে তথ্য দিতে চান, সে গুলো লিখবেন। সেটা হতে পারে, সরাসরি এই উইন্ডোতেই টাইপ করে, অথবা যে কোনো ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রামে লিখে- এখানে কপি-পেস্ট করবেন। কপি-পেস্ট এর সময়, অবশ্যই পোষ্ট ভিউ HTML -তে পেস্ট করবেন। ডান পাশে Publish বাটনে ক্লিক করুন। চাইলে, সেটি Update করতে পারবেন। যদি আপনার সাইটের সব পেজ দেখতে চান তবে Pages সেকশন থেকে All Pages এ ক্লিক করুন।
|