পোষ্ট কি? কিভাবে ওয়ার্ডপ্রেস সাইটে লিখা /Posts(পোস্ট) পাবলিশ/প্রকাশ করবেন? পোষ্টে ক্যাটাগরি এবং ট্যাগ সেট করা~~Hedaet Forum~~


Email: Password: Forgot Password?   Sign up
Are you Ads here? conduct: +8801913 364186

Forum Home >>> Wordpress >>> পোষ্ট কি? কিভাবে ওয়ার্ডপ্রেস সাইটে লিখা /Posts(পোস্ট) পাবলিশ/প্রকাশ করবেন? পোষ্টে ক্যাটাগরি এবং ট্যাগ সেট করা

Tamanna
Modarator Team
Total Post: 7639

From:
Registered: 2011-12-11
 

পোষ্ট কি? কিভাবে ওয়ার্ডপ্রেস সাইটে লিখা /Posts(পোস্ট) পাবলিশ/প্রকাশ করবেন?

পোষ্ট হচ্ছে যে কোন লিখা, যা আপনি কোন নির্দিষ্ঠ বিষয়ের সম্পর্কে লিখে ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করেন। শুধু মাত্র টেক্সট ভিত্তিক হবে এমনটা না, পোষ্ট হতে পারে লিখা এবং ছবির সমন্বয়ে, হতে পারে লিখা এবং ভিডিও এর সমন্বয়ে। এবার আলাদা ভাবে লিখা, ছবি, ভিডিও দিয়েও হতে পারে। আপনি যা প্রকাশ করবেন, তাই আপনার পোষ্ট।

পোষ্ট লিখতে হলে, ড্যাশবোর্ডের Posts সেকশন থেকে Add New –তে ক্লিক করুন। পোষ্ট প্যানেল পাবেন।

TITLE GOES HERE- এখানে পোস্টের টাইটেল/শিরোনাম অবশ্যই দিতে হবে। KITCHEN SINK- এটি পোস্টের ফরম্যাটিং টুলস। এখানে থেকে পোস্টের যাবতীয় সাজসজ্জার কাজ করতে পারবেন।
POST BODY- এটি পোস্টের মূল সেকশন। এখানে পোষ্ট লিখবেন। সেটা হতে পারে, সরাসরি এই উইন্ডোতেই টাইপ করে অথবা যেকোনো ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রামে লিখে এখানে কপি-পেস্ট করবেন। টেক্সট গুলো অবশ্যই HTML মুডে পোষ্ট করবেন।

KITCHEN SINK বাই ডিফল্ট থাকে। এর টুলসগুলো একটি লাইনে দেখা যায়। টুলসগুলো দুই লাইনের সাজানো। বাই ডিফল্ট KICTCHEN SINK এর দ্বিতীয়/p লাইনটি হাইড করা থাকার কারনে, নতুনদের মধ্যে, অনেকেই বিপাকে পরে,মনে করে, ওয়ার্ডপ্রেস ইন্সটল করতে কোন ভুল হয়েছে কিনা?
যদি কোন লিঙ্ক প্রকাশ করতে চান, তবে তা সিলেক্ট করে, Insert/edit link(Alt+Shift+A) বাটনে ক্লিক করুন। URL এর পাশের বক্সে রিলাভেন্ট লিঙ্ক দিন। লিঙ্কটিকে যদি আলাদা পেজে ওপেন করতে চান, তবে Open in a new window tab এর বাম পাশের বক্সে চেক মার্ক করুন। এবার ডান দিক থেকে নিচের Add Link বাটনে ক্লিক করুন।
এবার, KITCHEN SINK টুলস গুলোর উপরে থেকে Add Media আইকনে ক্লিক করুন। ইমেজ যুক্ত করার জন্য একটি পপ-আপ বক্স আসবে,
হার্ডডিস্ক থেকে যুক্ত করতে চাইলে,পপ-আপ বক্সের Select Files এ ক্লিক করুন। File Upload উইন্ডো আসবে। ইমেজ ফাইলটি নির্বাচন করে Open এ ক্লিক করুন।
এখানে থেকে ইমেজটির জন্য সব রকম সেটিংস্‌ করে নিতে পারেন। শেষে Insert Into Post ক্লিক করুন।

পোষ্টে ক্যাটাগরি এবং ট্যাগ সেট করা:

ওয়ার্ডপ্রেস পোষ্ট বডির ডান পাশেই Category প্যানেল আছে। লিখাটি যে ক্যাট্যাগরির আওতায় দেখতে চান, সেই ক্যাটাগরিতে চেক করুন। তবে হ্যাঁ, ক্যাটাগরি অবশ্যই লিখার সাথে সুসঙ্গত হতে হবে। এবার ট্যাগ লিখুন। ক্যাটাগরির ঠিক নিচেই ট্যাগ এর অবস্থান। আপনার লিখাটি যে বিষয়ের উপরে লিখা, সেই ধরনের সর্বনিম্ন ৩টি ট্যাগ/শব্দ লিখুন, তারপর Add এ ক্লিক করুন। পোষ্ট বডি’র ঠিক ডান দিকে দেখুন Publish সেকশন আছে, পোস্টই সরাসরি পাবলিশ করতে চাইলে Publish এ ক্লিক করুন। পাবলিশ এর আগে পূর্ব রূপ দেখতে চাইলে Preview ক্লিক করুন। আর পোস্টে সংরক্ষন করে রাখতে চাইলে Save Draft এ ক্লিক করুন। পোষ্ট প্রকাশ(Published) হবার পরে,পোস্টের টাইটেলের উপরে,বার্তা দেখাবে,পোস্টটির বর্তমান স্ট্যাটাস ও প্রকাশের সময় দেখাবে। যদি মনে করেন, নিজের সব লিখাগুলো দেখবেন। তাহলে,ড্যাশবোর্ডের Posts সেকশন থেকে All Posts এ ক্লিক করুন।