ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের এডমিন প্যানেল পরিচিতি
প্রথমে,ওয়ার্ডপ্রেস সাইটে লগিন করুন। ওয়ার্ডপ্রেস সাইটের লগিন পেজ ঠিকানা হবেঃ yoursitename.extesion/wp-login.php
লগইন করার পরে যে পেজটি পাবেন, তাই হলো, বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেস সাইট বা ব্লগের ড্যাশবোর্ড প্যানেল। ড্যাশবোর্ড এর পরিচিতি
১) Home: ড্যাশবোর্ড এর মূল পাতা হলো, হোম।
২) Updates: এখানে ওয়ার্ডপ্রেস সাইটে ইন্সটল করা যেকোনো প্লাগিং, থীম এবং ওয়ার্ডপ্রেস সিএমএস-টির নতুন কোন ভার্সন বের হলে তা জানতে পারবনে। এই পেজ থেকে সরাসরি আপডেট করে নিতে পারবেন।
৩. Posts: ওয়ার্ডপ্রেস সাইটে নতুন কোন লিখাকে পোস্ট বলে। এখানে আরো যা থাকে:
ক) All Posts: ওয়ার্ডপ্রেস-এ যত লিখেছেন, তা দেখতে পাবেন।
খ) Add New: নতুন করে পোস্ট লিখতে Add New এ ক্লিক করুন।
গ) Categories: সাইটে লিখার জন্য আলাদা আলাদা বিভাগ করতে চাইলে Categories পেজ এর ব্যবহার হয়।
ঘ) Tags: একই ঘরনার লিখা, যেগুলো মূলত পোস্টে লিখার শেষে প্রদর্শন করাতে চাইলে Tag এর ব্যবহার করতে হয়। চাইলে,আগে থেকে Tag তৈরী করে রাখতে পারেন। বা লিখার সময়ও উল্লেখ করতে পারবেন।
৪. ব্লগ পোস্টে কোন ছবি, ভিডিও বা অডিও যুক্ত করতে চাইলে Media সেকশনের ব্যবহার হয়। এখানে যা যা থাকে:
ক) Library: আগে থেকে আপলোড করে রাখা কোন ছবি, ভিডিও বা অডিও Library থেকে পোস্টে যুক্ত করতে পারবেন।
খ) Add New: নতুন করে কোন ছবি, ভিডিও বা অডিও যুক্ত করতে চাইলে Add New থেকে যুক্ত করতে পারবেন।
৫. Links: নিজের সাইট থেকে বহির্গামী লিঙ্ক সমূহ এখানে থেকে যুক্ত করতে এবং মুছে দিতে পারবেন। এখানে যা যা থাকে:
ক) All Links: সাইটের সকল বহির্গামী লিঙ্ক এখানে পাবেন।
খ) Add New: নতুন করে বহির্গামী লিঙ্ক তৈরী করতে পাবেন। যেমনঃ গুগল, ফেসবুক, ইয়াহু ইত্যাদি।
গ) Link Categories: লিঙ্ক গুলোর প্রকার তৈরী করতে পারবেন।
৬. Pages:এখানে যা যা থাকে:
ক) All Pages: আপনার সাইটের সকল পাতা এখানে পাবেন। যেমনঃ নীড়, সম্পর্কে, যোগাযোগ ইত্যাদি।
খ) Add New: নতুন করে কোন পাতা (Page) এখানে যুক্ত করতে পারবেন।
৭. Comments: এই সেকশন থেকে আপনি আপনার সাইটের সকল মন্তব্য যাচাই-বাছাই, পাবলিশ এবং মুছে দিতে পারবেন।
৮. Appearance: এখানে যা যা পাবেন:
ক) Theme: এখানে থেকে নতুন থীম যুক্ত এবং মুছে দিতে পারবেন।
খ) Widgets: এখানে থেকে ওয়ার্ডপ্রেস সাইটের সাইডবারে উইজেট লাগাতে এবং মুছে দিতে পারবেন।
গ) Menus: এখানে থেকে নতুন মেন্যু তৈ করতে পাবেন। যেমনঃ নীড়, নীড়, সম্পর্কে, যোগাযোগ ইত্যাদি। উল্লেখ্যঃ পেজ এবং মেন্যু একই কাজ করে।
ঘ) Theme Options: কিছু টাকা দিয়ে কেনা প্রিমিয়াম এবং কিছু ক্ষেত্রে ফ্রী প্রিমিয়াম থীম সহজে কাস্টমাইজেশনের জন্য থীম নির্মাতারা এই অপশনটি সংযুক্ত করে দেন। তবে ৯০ শতাংশ ফ্রী থীমে এই অপশনটি থাকে না।)
ঙ) Background: সাইটের পটভূমির রং পরিবর্তনের জন্য এই সেকশনটি ব্যবহার করা হয়।
চ) Header: কোন থীমে যদি হেডারে ব্যানার ব্যবহারের ব্যবস্থা থাকে, তবে আপনি এখানে থেকে নতুন করে ব্যানার যুক্ত এবং মুছে ফেলতে পারবেন।
ছ) Editor: সাইটের সকল ফাইলকে, এখানে থেকে সম্পাদন করতে পারবেন।
৯. প্লাগিংস এমন একটি টুলস, যা দিয়ে,অতি সহজেই সাইটকে কাঙ্ক্ষিত অবস্থায় নিয়ে যেতে পারবেন। এখানে যা যা পাবেন:
ক) Installed Plugging: এখানে আপনি আপনার সাইটে ইন্সটল কৃত সব প্লাগিংসগুলো দেখতে পারবেন।
খ) Add New: এখানে থেকে নতুন প্লাগিং যুক্ত করতে পারবেন।
গ) Editor: এখানে থেকে যেকোনো প্লাগিংস সম্পাদন করতে পারবেন।
১০. Users: এখান থেকে,সাইটের ব্যবহারকারীদের নিয়ন্ত্রন করতে পারবেন। যেমন:
ক) All Users: এখানে থেকে, সাইটের সব ব্যবহারকারীদের নিয়ন্ত্রন এবং দেখতে পারবেন।
খ) Add New: এখানে থেকে, নতুন ব্যবহারকারী তৈরী করতে পারবেন।
গ) Your Profile: এখানে থেকে, সাইটে নিজের প্রোফাইল সম্পাদন করতে পারবেন।
১১. Tools: এই সেকশন থেকে সাইটের লিখা, ইমেজ, ছবি অন্য ব্লগে নিয়ে যেতে, অন্য সাইট থেকে আপনার সাইটে নিয়ে আসতে এবং বুকমার্ক করতে পারবেন।
১২. Settings: এই সেকশন থেকে,সাইটের বিভিন্ন অংশের জন্য সেটিংস্ করে নিতে পারবেন।
|