কিভাবে সফটা ক্লাউস এর মাধ্যমে বা ইন্টারনেট সংযুক্ত রিমোর্ট/ওয়েব সার্ভারে স্বয়ংক্রিয় সিএমএস সফটওয়্যার প্যানেল থেকে ওয়ার্ডপ্রেস সেটআপ করা যায়? ~~Hedaet Forum~~


Email: Password: Forgot Password?   Sign up
Are you Ads here? conduct: +8801913 364186

Forum Home >>> Wordpress >>> কিভাবে সফটা ক্লাউস এর মাধ্যমে বা ইন্টারনেট সংযুক্ত রিমোর্ট/ওয়েব সার্ভারে স্বয়ংক্রিয় সিএমএস সফটওয়্যার প্যানেল থেকে ওয়ার্ডপ্রেস সেটআপ করা যায়?

Tamanna
Modarator Team
Total Post: 7639

From:
Registered: 2011-12-11
 

কিভাবে সফটা ক্লাউস এর মাধ্যমে বা ইন্টারনেট সংযুক্ত রিমোর্ট/ওয়েব সার্ভারে স্বয়ংক্রিয় সিএমএস সফটওয়্যার প্যানেল থেকে ওয়ার্ডপ্রেস সেটআপ করা যায়?

এ জন্য, হোস্টিং এর সি-প্যানেল লগ ইন করুন। সি-প্যানেল এর ঠিকানা হবে, cpanel.yourdomain.com।
এবার কন্ট্রোল প্যানেলে প্রবেশ করুন। তারপর, Software/Services নামের সেকশন থেকে Softaculous লিঙ্কে ক্লিক করুন, এখান থেকে সকল প্রকার পিএইচপি স্ক্রিপ্ট পাওয়া যায়। যেমনঃ ওয়ার্ডপ্রেস, জুমলা, পিএইচপিবিবি ইত্যাদি।
ওয়ার্ডপ্রেস আইকনের উপরে মাউস হোভার করে Install বাটনে ক্লিক করুন।
এবার ওয়ার্ডপ্রেস ইন্সটলেশন এর পেজ পাবেন সেখানে আপনাকে কিছু ইনফর্মেশন দিতে হবে।
Choose Protocol: এখানে আপনি যদি সিকিউর প্রটোকল কিনে থাকেন আপনার সাইটের জন্য তাহলে https:// অথবা
https://www আর যদি সাধারন প্রটোকল এর সাইট হয়ে থাকে তাহলে http:// অথবা http://www. ।
Choose Domain: এখানে থেকে আপনি আপনার ডোমেইন নির্বাচন করুন।
In Directory: যদি মূল ডোমেইন বাদে,মূল ডোমেইনের অন্যকোন ডিরেক্টোরীতে/ফোল্ডার এ ওয়ার্ডপ্রেস ইন্সটল করতে ইচ্ছুক হন, তবে In Directory সেটি লিখে দিন। তখন ওয়ার্ডপ্রেস ইন্সটল হয়ে সাইটের ঠিকানা হবেঃ yourdomain.com/test ।
Database Name: এখানে আপনার ওয়ার্ডপ্রেসে জন্য কাঙ্ক্ষিত ডাটাবেসের নাম দিন। এই ডাটাবেসেই আপনার ইউজাররা রেজিস্ট্রেশন করলে, তাদের তথ্য গিয়ে জমা হয়ে।
Table Prefix: এখানে আপাতত, পরিবর্তনের প্রয়োজন নাই।
Site Name: এখানে আপনার সাইটের নাম দিন। যেমনঃ hedaet.Com (পরবর্তিতে পরিবর্তন করতে পারবেন)
Site Description: এখানে আপনার সাইটের বর্ণনা দিন।
Admin Username: আপনার ইচ্ছামত ইউজার নেম দিন। যেমনঃ admin
Admin Password: আপনার ইচ্ছামত পাসওয়ার্ড দিন। যেমনঃ 123456 (পরবর্তিতে পরিবর্তন করতে পারবেন)
Admin Email: আপনার ইচ্ছামত ইমেইল ঠিকানা দিন। তবে অবশ্যই ভ্যালিড হতে হবে। কারন পরবর্তিতে আপনি অনেক কিছু পরিবর্তন করতে এই ইমেইল্টি প্রয়োজন হতে পারে। (পরবর্তিতে পরিবর্তন করতে পারবেন)
Language: English.
এবার Install বাটনে ক্লিক করুন। ওয়ার্ডপ্রেস সফল ইন্সটলেশন বার্তা পাবেন।
ইউজার নাম, লগিন পাসওয়ার্ড,এডমিন প্যানেল ঠিকানাসহ একটি মেইল পাবেন।
এবার আপনার সাইটটির ইউআরএল ব্রাউজ করুন।