রেলে নতুন সূচি~~Hedaet Forum~~


Email: Password: Forgot Password?   Sign up
Are you Ads here? conduct: +8801913 364186

Forum Home >>> Rail way >>> রেলে নতুন সূচি

Tamanna
Modarator Team
Total Post: 7639

From:
Registered: 2011-12-11
 

রেলে নতুন সূচিতে ঘোষণা করা হয়েছে । নতুন সূচীতে পূর্ব রেলের ৬৩টি ট্রেন, যার মধ্যে ৩৩টি আন্তঃনগর ট্রেন রয়েছে।
বুধবার সকাল থেকে রেলওয়ে পূর্বাঞ্চলের ঢাকা, চট্টগ্রাম, সিলেট, নোয়াখালীর ৬৩টি আন্তঃনগর, মেইল ও লোকাল ট্রেন চলা শুরু করেছে।
পূর্ব রেলের জিএম তাফাজ্জল হোসেন বলেন, “ঢাকার টঙ্গী-ভৈরব এবং লাকসাম-চিনকি আস্তানাসহ বিভিন্ন এলাকার রেল লাইন ডাবল লাইনে রূপান্তরের কাজ চলছে। ওইসব স্থানে ট্রেন ধীরগতিতে চালানোর ফলে পূর্ব রেলের অধীন ৬৩টি মেইল, আন্তঃনগর ও লোকাল ট্রেনের শিডিউল ২০-৪০ মিনিট পর্যন্ত আগে-পরে করা হয়েছে।” ডাবল লাইনের রূপান্তরের কাজ শেষ না হওয়া পর্যন্ত এ শিডিউলে ট্রেন চলাচল করবে বলে জানান তিনি। এই প্রক্রিয়ায় ৩৩টি আন্তঃনগর ও ৩০টি মেইল ও লোকাল ট্রেনের সময় পরিবর্তন হলো (আসা-যাওয়া মিলিয়ে)। চট্টগ্রাম স্টেশন ম্যানেজার শামসুল আলম জানান, বুধবার সকাল থেকেই চট্টগ্রাম থেকে বিভিন্ন জেলামুখী ট্রেনগুলো নতুন সময়সূচিতে যাত্রা শুরু করেছে।
তিনি জানান, সকালে চট্টগ্রাম থেকে ঢাকামুখী সুবর্ণ এক্সপ্রেস ৭টার পরিবর্তে ৬টা ৪০ মিনিটে, মহানগর প্রভাতী সকাল সাতটা ২০ মিনিটের পরিবর্তে ৭টায়, সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস সকাল আটটার পরিবর্তে সোয়া ৮টা, চাঁদপুরগামী সাগরিকা এক্সপ্রেস কাল সোয়া ৮টার পরিবর্তে সাড়ে ৭টায় ছেড়ে গেছে।
সিলেটগামী উদয়ন এক্সপ্রেস রাত ৯টার পরিবর্তে সাড়ে ৯টার ছাড়বে।
তবে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহানগর গোধূলী, তুর্ণা নিশীথা, ঢাকা মেইলের সূচি অপরিবর্তিত রয়েছে বলে জানান শামসুল আলম। একইভাবে ঢাকা ও সিলেট থেকে চট্টগ্রামমুখী ট্রেনের সময়ও পাল্টে গেছে।
এর বাইরে নোয়াখালী, তারাকান্দি, কিশোরগঞ্জ, আখাউড়া, লাকসাম, ময়মনসিংহ, জয়দেবপুরসহ বিভিন্ন জেলা থেকে ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন স্টেশনের সঙ্গে আসা ও পৌঁছার সময়ও পরিবর্তন হয়েছে।
বুধবার থেকে ট্রেনের সময়সূচি পাল্টালেও রেলওয়ের নিজস্ব ওয়েবসাইটে এখনো পুরনো সময়সূচিই দেখাচ্ছে, যদিও তিনদিন আগেই পূর্ব রেলের পক্ষ থেকে সংবাদ মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে শিডিউল পরিবর্তনের কথা জানানো হয়েছে।
information:
Dhaka Time