সার্চ ইঞ্জিন কি? S.E.O. কি? কেন?
যে সফটওয়ার/ প্রোগ্রাম বা টুলস এর সাহায্যে কোন কিছু সার্চ বা খুজে পাওয়া যায়, তাই সার্চ ইঞ্জিন। আমরা কোন কিছু সার্চ করলে, সে বিষয়ে লক্ষ্-লক্ষ্ বিষয় সার্চ রেজাল্ট আসে, সেই রেজাল্ট এর ভিতরে প্রথম পৃষ্ঠায় আসে মাত্র দশটি, পরবর্তী পৃষ্ঠায় আসে দশটি এভাবে রেজাল্ট আসে।সার্চ বিষয়ে কিছু কৌশল আছে, যা ব্যবহার করলে, লক্ষ সাইট এর ভিরে আপনার সাইট প্রথম পেজ এ আসতে পারে, যদিও সেই সাইট নতুন হয়। এই কৌশলের নামই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা S.E.O.
|