ড. হেদায়েত পুলিশের হাতে গ্রেফতার~~Hedaet Forum~~


Email: Password: Forgot Password?   Sign up
Are you Ads here? conduct: +8801913 364186

Forum Home >>> News Room >>> ড. হেদায়েত পুলিশের হাতে গ্রেফতার

Tamanna
Modarator Team
Total Post: 7639

From:
Registered: 2011-12-11
 

ড. হেদায়েত পুলিশের হাতে গ্রেফতার
গত ২১.০৬.১৩ খৃ. রোজ শুক্রবার (বিকেল ৬.১৫ ) রাজশাহী বিশ্ববিদ্যালয় অডিটোরিয়াম এর বারান্দা থেকে গ্রেফতার। অডিটোরিয়ামে বিকেল ৩.০০ থেকে অন লাইন আর্ন বিষয়ক সেমিনার হচ্চিল, ৬.০০ সময় শেষ হবার কথা, ফ্রিলান্সার দের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে যা যা প্রয়োজন, তার অনেক কিছুই এই ওয়েব সাইটে পাওয়া যায়। তাই ড. হেদায়েত এর উপর একটি লিফলেট তৈরী করে, তাদের হাতে, অডিটোরিয়াম এর বারান্দায় (৬.১০) বিতরন করছিলেন, ইতো মধ্যে, সহকারী প্রক্টর পরিচয় দিয়ে আমার কাগজ পত্র জব্দ করা হলো, পুলিশ ডাকা হলো, ৫-৭ গাড়ী পুলিশ এলো, আমি তাকে জিজ্ঞেস করলাম (সম্ভবত ড. হেদায়েত এর জুনিয়র) ভাই, আমার দোষটা কি? উত্তর দিলেন, কেন? এই যে hedaet.com লেখা, হেদায়েত লেখাটাইতো উদ্দেশ্য প্রণোদিত। উত্তরে, ড. হেদায়েত হেসে বললেন, ভাই আমার নামই তো হেদায়েত। বিপদে ড. হেদায়েত বিন্দু মাত্র বিচলিত হন নি। তিনি জানাতে চেষ্টা করলেন, আপনি হয়ত, জামাত শিবির ভয়ে এই ঘটনা ঘটাচ্ছেন, মূলত জামাত শিবিরের আমি কেহ নই। তাদের সাথে কোন যোগাযোগও নেই। তিনি আরো জানাতে চেষ্টা করলেন, আমি বর্তমান আওয়ামীলীগ সরকার সমর্থিত একজন ব্যক্তি। তিনি মোটেও বিশ্বাস করতে পারলেন না। কারণ দাড়ী, সাদা পাঞ্জাবী-পাজাম দেখে, তিনি হয়ত নিশ্চিত ছিলেন, অবশ্যই জামাত শিবির। তিনি তরুন, তাই জানেন না, বঙ্গবন্ধুর বাবাও দাড়ী-টুপি, সাদা পাঞ্জাবী, পাজামা পড়তেন। আরো পুলিশ ডাকা হলো, আরো পুলিশ আসলো, আমাকে হ্যান্ড পরানোর হুকুম দেয়া হলো, কাগজ পত্র সিজ করা হলো, পকেট ডায়রী, ফাইল ব্যাগ, মটর সাইকেল এর চাবী সবই সিজ করা হলো, শেষ পর্যায়ে পুলিশের গাড়ীতে আমাকে উঠানো হলো, অজানা উদ্দেশ্যে। আমি তখন আমার অসুস্থ মেয়ের কথা ভেবে ব্যথিত হয়ে উঠলাম। মাজলুম ব্যক্তি খোদার কাছে কিভাবে আর্তনাদ করে হারে হারে টের পেলাম। পারিবারিক পরিচয় দেয়া হলো, সাবেক আওয়ামীলীগ এর মন্ত্রী ডা: আলাউদ্দীন ড. হেদায়েত এর চাচা শ্বশুর। কাজ হলো না, এক পর্যায়ে বর্তমান সরকারের উচ্চ পর্যায়ের লোক এর মাধ্যমে যখন সহকারী প্রক্টর জানলেন তিনি (ড. হেদায়েত আওয়ামীলীগরই) তখন এক পর্যায়ে ড.হেদায়েত মুক্ত হলেন। শুকরিয়া আদায় করলেন, মহান ইলাহী কাছে। জানা গেল, সহকারী প্রক্টর আতিক তিনি রাষ্ট্র বিজ্ঞানের শিক্ষক। পুলিশ একটা আসামী পেলেই তো মনে করে, রুজির কিছু ব্যবস্থা হলো, যেমন ড. হেদায়েত বেলায় দেখা গেল।মুক্ত হাবার পর ড. হেদায়েত এর টেনশন হলো, রাতরে ঘুম হারাম হয়ে গেল, যদি ভিন্ন মামলায় ফাসানো হতো? যদি ক্রসফায়ার দেয়া হত? যারা বিনা কারণে গ্রেফতার করতে পারে, তারা তো সবই পারে।তাদের দ্বারা অসমম্ভ কিছু আছে কি? আমার প্রশ্ন আমরা যারা বিগত বি.এন.পি. জামাত এর দু: শাসন থেকে মুক্তি পেতে আওয়ামীলগ কে ভোট দিয়ে বিপুল ভোটে আওয়ামীলীগকে জয় লাভ করিয়েছিলাম, তাদের প্রত্যাশা কি পুরণ হয়েছে, না কি, বিনা অপরাধে নির্যাতন বাড়ছে।হয়ত সরকার এ রকম অবৈধ নির্যাতন চায় না, কিন্তু যারা অবৈধ নির্যাতন করে বেড়ায়, তাদের বিচারের কোন ব্যবস্থা আছে কি? অতি উৎসাহী আওয়ামীলীগ এর কারণে, রাজশাহী সিটির করুন দশা সম্ভবত এর একটি কারণ।এই দেশে যে রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রতিহিংসা শুরু হয়েছে, তা নেভানো না গেলে, দেশের পরিণতি কখনো শূভ হতে পারে না। আজ হেদায়েত নাম রাখলেই যদি দোষ হয়, কাল তো সরকার পরিবর্তন হলে, রামকৃষ্ণ নামেও গ্রেফতার হতে পারে।এটা মোটেও ঠিক না। পরমত সহিষ্ণু আচরন না করলে, এই দেশে আমাদের ভবিষ্যত বংশধর শান্তিতে বসবাস করতে পারবে না।
He said. Guidance arrested
210613 Gregorian year. Last Friday (6.15 pm), Rajshahi University, was arrested from the balcony of the auditorium. Auditorium from 3.00 pm Seminar haccila catch-line, expected to be finished at 6.00, which is needed to enhance the efficiency of freelancer, many of the things found on this web site. So, he said. A leaflet on the guidance of their hands, on the balcony of the auditorium (6.10) was distributed, in Eto'o, assistant proctor confiscated the identity of my Paper, called the police, the police car came 5-7, I asked him I (probably more. guidance junior), brother, what is my fault? Answered, why? Hedaet.com this writing, guided lekhataito motivated. In response, he said. Guidance smiled and said, My name is Brother guidance. Dr. danger. The point was not just upset guidance. He tried to tell you, maybe, church camp for fear of bringing this event, the Jamaat-Shibir I am not anybody. Have no connection with them. He tried to tell, I'm a person who supported the Awami League government. He could not believe it at all. Because dari, white Punjabi-pajama look, maybe he was sure, of course, the church camp. He is young, so do not know, father Bangabandhu dari-cap, white Punjabi, used pajamas. More police were called, more police arrived, I was commanded to put the hand, was Seize Paper, Pocket Diary, File bag, motorcycle keys, all of Siege is, at the end of the police car I was raised, to the unknown. I was shocked at the thought of my daughter became ill. Majaluma man cry out to God how I felt at a loss. The identity of the family is, the Awami League of former minister Dr Alauddin said. Uncle-in-law's guidance. Did not work, the current government of the people you know, she's the assistant Proctor (m. Guidance aoyamiligarai) At one point, he was released dahedayeta. Thanks to him, to the great Elahi. It became known, the political science teacher assistant proctor Atiq. When the police entered the defendant thinks, butter, some systems, such as Dr. After seeing the grove was gelamukta guidance. The guidance of the tension, ratare was forbidden to sleep, if you were involved in arresting a different case? If it had been Crossfire? Those who can arrest without any reason, they all have something asamambha by paretadera? My question is, who we last bienapi Jamaat's sad to get rid of the regime who voted aoyamilagera aoyamiligake won a landslide caused their expectations have been fulfilled, or, undeservedly so illegal torture barachehayata government does not torture, but also those who have been illegally tortured, their is there no justice? AL overboard due, the city's political and cultural state in the country that's obviously a karanaei vengeance has started, it can not be extinguished, the consequences can not be subha ever. Today's guidance is the name of the drop in crime, tomorrow to change the government, not just at the Ramakrishna pareeta also be arrested. Paramata tolerant behavior if you do not, the future of this country, our descendants will not be able to live in peace.