Copy the formula
1 for the total value of the product is that the envelope containing the copy of the representations of the other cells can be found in the value of the products, you do not need to iterate formula. Please select cell F6 copy command (Ctrl + C) cell sensitive marquee around silekasana know what it is to be copied, F7 and F9 and select the Cells of the drug. Command of paste (Ctrl + V) the same formula will be used for each product and the value can be found for them. To copy the formula from row to row - on the column or columns that can be copied. Row, row, or column from the column can not be copied. Here is a simple formula, but the use of complex mathematical formula that can be used in the same manner.
========
ফর্মুলা কপি করা
১ নং পন্যের জন্য মোট মুল্য যে ফর্মুলায় পওয়া গেছে তাকে কপি করে অন্য সেলে নিয়ে বাকি পন্যগুলির মুল্য পাওয়া যেতে পারে, বারবার ফর্মুলা লেখার প্রয়োজন নেই। F6 সেল সিলেক্ট করে কপি কমান্ড দিন (Ctrl + C) সেলটির চারিদিকে মার্কি সিলেকসন থেকে জানা যাকে কাকে কপি করা হচ্ছে, F7 থেকে F9 পর্যন্ত সেলগুলি ড্রাগ করে সিলেক্ট করুন। পেষ্ট কমান্ড দিন (Ctrl + V) প্রতিটি পন্যের জন্য একই ফর্মুলা ব্যবহৃত হবে এবং তাদের জন্য মান পাওয়া যাবে। ফর্মুলা কপি করার সময় রো থেকে রো-তে কিংবা কলাম থেকে কলামে কপি করা যায়। কলাম থেকে রো কিংবা রো থেকে কলাম কপি করা যায় না। এখানে সহজ ফর্মুলা ব্যবহারের উল্লেখ করা হলেও যে কোন জটিল গানিতিক ফর্মুলা একই নিয়মে ব্যবহার করা যাবে।
|