Make sure your computer is infected with a virus? How can they understand? -1
The reason, the PC may be infected with the virus, in particular, because - it is described below:
The program is not running or is not running any background programs using 5% of the CPU's does - it will be affected by the virus.
This is for understanding, Ctrl + Alt + Del key and click the Performance tab. Check the status bar in the bottom of the window.
If the registry editor disabled - will understand, virus infection.
To understand it, it runs from the Start menu, regedit and then enter a day. The Registry Editor window does not come, then to be understood, the virus infected.
Your PC - it's not dijyabala enable Task Manager, you will understand, virus infection.
This is for understanding, Ctrl + Alt + Del, or press the right mouse button on the taskbar at the press. Task Manager or Task Manager window does not actually know the option is disabled if your computer has been infected.
Disabling the Command pramata - to be understood, the virus infected.
To understand it, and then enter cmd in the Run. If you do not have cmd window, then - then the computer virus.
Start menu search option if you do not - it will be affected by the virus.
Double-click on the computer's hard drive or penadraibhe is - to be understood, the virus infected.
Computer drive or penadraibhe right mouse click option to open a second location, the first option does or does a different language - that is, the virus infected.
If the computer is shut down automatically - to be understood, may be affected by the virus.
If you stop, stop, restart the computer automatically takes - to be understood, may be affected by the virus.
However, due to the restart of the computer. For example, when a Windows system file missing, can be restarted if the low voltage.
There are too many programs installed on the computer takes a long time to be open and shut down - that would be affected by the virus.
When you open or close the program or in any other command, it executes more than a few - to be understood, may be affected by the virus.
Folder option if you do not - to be understood, the virus infected.
This is for understanding, open My Computer, go to the Tools menu, click Folder million. If it's not - it will be affected by the virus.
================
আপনার কম্পিউটার ভাইরাস আক্রান্ত কি না? তা কিভাবে বুঝা যাবে?-1
অনেক কারনেই, পিসি ভাইরাস আক্রান্ত হতে পারে, তার মধ্যে বিশেষ কারন-গুলো নিচে আলোচনা করা হল:
কোন প্রোগ্রাম চালু নেই অথবা কোন ব্যাকগ্রাউন্ড প্রোগ্রাম চালু নেই কিন্তু সিপিইউ এর ব্যবহার ৫% এর উপর দেখালে- বুঝতে হবে, ভাইরাস আক্রান্ত।
এটি বুঝার জন্য, Ctrl+Alt+Del চেপে পারফরমেন্স ট্যাবে ক্লিক করুন। এবার উইন্ডোটির একেবারে নিচে স্ট্যাটাস বারে লক্ষ করুন।
রেজিস্ট্রি এডিটর নিষ্ক্রিয় হয়ে থাকলে- বুঝতে হবে, ভাইরাস আক্রান্ত।
এটি বুঝার জন্য, স্টার্ট মেনু থেকে রানে গিয়ে, regedit লিখে এন্টার দিন। যদি রেজিস্ট্রি এডিটর উইন্ডোটি না আসে, তাহলে বুঝতে হবে, ভাইরাস আক্রান্ত।
আপনার পিসি-এর টাস্ক ম্যানেজার এনাবল না হয়ে ডিজ্যাবল হলে, বুঝতে হবে, ভাইরাস আক্রান্ত।
এটি বুঝার জন্য, Ctrl+Alt+Del চাপ দিন কিংবা টাস্কবার এ মাউস রেখে ডান বাটন চাপ দিন। টাস্ক ম্যানেজার উইন্ডোটি না আসলে অথবা টাস্ক ম্যানেজার অপশনটি যদি নিষ্ক্রিয় থাকে তবে বুঝবেন কম্পিউটারটি ভাইরাসে আক্রান্ত হয়েছে।
কম্যান্ড প্রমট নিষ্ক্রিয় থাকলে- বুঝতে হবে, ভাইরাস আক্রান্ত।
এটি বুঝার জন্য, রান এ গিয়ে cmd লিখে এন্টার দিন। যদি cmd উইন্ডোটি না আসে, তাহলে- বুঝতে হবে কম্পিউটারটি ভাইরাসে আক্রান্ত।
স্টার্ট মেনুতে সার্চ অপশন না থাকলে- বুঝতে হবে, ভাইরাস আক্রান্ত।
কম্পিউটারের হার্ডড্রাইভ অথবা পেনড্রাইভে ডাবল ক্লিক করার পর চালু না হলে- বুঝতে হবে, ভাইরাস আক্রান্ত।
কম্পিউটারের ড্রাইভে অথবা পেনড্রাইভে ডান মাউস ক্লিক করলে ওপেন অপশনটি দ্বিতীয় অবস্থানে দেখালে কিংবা প্রথম অপশনটি ভিন্ন ভাষায় দেখালে- বুঝতে হবে, ভাইরাস আক্রান্ত।
কম্পিউটার যদি স্বয়ংক্রিয় ভাবে বন্ধ হয়ে যায়- বুঝতে হবে, ভাইরাস আক্রান্ত হতে পারে।
কম্পিউটার যদি থেমে থেমে স্বয়ংক্রিয় ভাবে রিস্টার্ট নেয়- বুঝতে হবে, ভাইরাস আক্রান্ত হতে পারে।
তবে কম্পিউটার অন্যান্য কারনে রিস্টার্ট নেয়। যেমন উইন্ডোজের সিস্টেম ফাইল মিসিং হলে, লো ভোল্টেজ থাকলে রিস্টার্ট হতে পারে।
খুব বেশি প্রোগ্রাম ইন্সটল নেই অথচ কম্পিউটার ওপেন ও শাট ডাউন হতে দীর্ঘ সময় লাগলে- বুঝতে হবে, ভাইরাস আক্রান্ত হতে পারে।
কম্পিউটারে কোন প্রোগ্রাম ওপেন করলে বা বন্ধ করলে বা অন্য কোন কম্যান্ড দিলে, তা এক্সিকিউট হতে বেশি সময় নিলে- বুঝতে হবে, ভাইরাস আক্রান্ত হতে পারে।
ফোল্ডার অপশন না থাকলে- বুঝতে হবে, ভাইরাস আক্রান্ত।
এটি বুঝার জন্য, মাই কম্পিউটার ওপেন করে, টুলস মেনুতে গিয়ে, ফোল্ডার অপশনটি লক্ষ করুন। এটি না থাকলে- বুঝতে হবে, ভাইরাস আক্রান্ত।