গত ১৬/১২/২০১১ খৃ: তারিখে অনানুষ্ঠানিক যাত্রা শুরু করে হেদায়েত কম। প্রায় এক মাসের মধ্যে আমরা গুগলের এডসেন্স পাই। একটি মহল ঈর্শান্বিত হয়, যাত্রা শুরু থেকেই। পরবর্তী মাসেই তা বাতিল হয়। ইতোমধ্যে ওয়েব সাইটের জগতে গুগলের র্যাংকিং-এ দশের মধ্যে দুই র্যাংক পাই। আমাদের হ্যাক করা হয়। র্যাংক গুগল বাতিল করে। কুকুর আমাদের পায়ে কামড়ালেও, প্রতিশোধে কি আমরা কি তাই পারি? ইনশাআল্লাহ এক সপ্তাহের মধ্যে আমরা গুগলের র্যাংক পুনরায় পেতে সম হয়েছি। এজন্য মহান এলাহীর দরবারে লাখো শুকরিয়া আদায় করছি। আলহামদু লিল্লাহ।
|