মাওলানা যাফর আহমাদ উসমানী (১৮৯০-১৯৭৪ খৃ.), অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ~~Hedaet Forum~~


Email: Password: Forgot Password?   Sign up
Are you Ads here? conduct: +8801913 364186

Forum Home >>> Biography >>> মাওলানা যাফর আহমাদ উসমানী (১৮৯০-১৯৭৪ খৃ.), অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ

Tamanna
Modarator Team
Total Post: 7639

From:
Registered: 2011-12-11
 

মাওলানা যাফর আহমাদ উসমানী (১৮৯০-১৯৭৪ খৃ.), অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ
তিনি ভারতের দেওবন্দ শহরের উসমানী পরিবারে মাওলানা আব্দুল লতীফ উসমানীর ঔরসে জন্ম লাভ করেন। হাকীমুল উম্মাত মাওলানা আশরাফ আলী থানবী ছিলেন তাঁর মামা। তিন বছর বয়সে মাতা বিয়োগের পর দাদী তাঁর দায়িত্ব গ্রহন করেন। সাত বছর বয়সে দেওবন্দ সংলগ্ন মক্তবে ভর্তি হয়ে মাওলানা মুফতী মুহাম্মাদ শফীর পিতা মাওলানা ইয়াছিনের নিকট প্রাথমিক কিতাবাদী শিা লাভ করেন। এরপরে থানাবনের খানাকায় এমদাদুল �উলূম মাদরাসায় মাধ্যমিক পর্যায়ের কিতাবাদি শিা লাভের পর কানপুরে জামে�উল �উলূম মাদরাসায় মাওলানা ইসহাক বর্ধমানী (১৮৬৫-১৯৩৮ খৃ.) ও মাওলানা মুহাম্মাদ রশীদের নিকট হাদীস শিা লাভ করেন। ষোল বছর বয়সে দাওরায়ে হাদীসে সমাপ্ত করে সাহারানপুর মুজাহিরুল উলূমে মাওলানা আব্দুল লতিফ ও মাওলানা খলীল আহমাদ সাহারানপুরীর নিকট আরো দু বছর হাদীসতত্ত্ব ও তাসাউফ শিা লাভ করেন। মাত্র আঠার বছর বয়সে সাহারানপুরের মাদরাসায় মুহাদ্দিস হিসেবে যোগদান করে সাত বছর দায়িত্ব পালন করেন। এখানে তাঁর ছাত্রদের মধ্যে মাওলানা বদরে আলম মিরাঠী, মাওলানা শায়খুল হাদীস যাকারিয়া ও মাওলানা ইদ্রিস কান্ধলবী উল্লেখযোগ্য। এরপর থানাবনে ফিরে এসে আশরাফ আলী থানবীর ওয়াজ-নসীহত ও ফতওয়া লেখার দায়িত্ব পালনের পাশাপাশি থানবনের নিকটবর্তী এরাশাদুল �উলূম মাদরাসায় দুবছর হাদীসের দারসদান করন। ১৩৩৯ হিজরী-তে হজ্জ থেকে ফিরে এসে থানাবন খানকার মাদরাসায় হাদীস ও তাফসীরের দারসদান করেন। থানাবন খানকাতে থেকে আশরাফ আলী থানবীর তত্ত্বাবধানে তিনি ছয় খণ্ডের ফতোয়ায়ে এমদাদিয়া লিখেন এবং ই�লা�উ�স সুনান নামে বিশ খণ্ডের হাদীস সংকলন রচনা করে খ্যাতি অর্জন করেন। মাওলানা ইসহাক (১৮৬৫-১৯৩৮ খৃ.) ১৯৩৮ সালে ইন্তেকাল করলে মাওলানা যাফর আহমদ উসমানী ১৯৩৮-১৯৪৮ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজ বিভাগে অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৪৭ সালে দেশ বিভাগের পর কলিকাতা আলিয়া মাদরাসা ঢাকায় স্থানান্তরিত হলে তিনি ঢাকা আলিয়া মাদরাসায় ১৯৪৮ হতে ১৯৫২ সাল পর্যন্ত হেড মাওলানা পদে দায়িত্ব পালন করেন। ১৯৫০ সালে মাওলানা শামসুল হক ফরিপুরী (১৮৯৫-১৯৬৯ খৃ.), মাওলানা মুহাম্মাদুলাহ হাফেজ্জী হুজুর (১৮৯৫-১৯৮৭ খৃ.) ও মুফতী দ্বীন মোহাম্মাদের (১৯০০-১৯৭৪ খৃ.) সাথে মাওলানা যাফর আহমদ উসমানীও লালবাগ মাদরাসা প্রতিষ্ঠায় অংশ গ্রহণ করেন। তখন তিনি এ মাদরাসায় তাফসীরের পাশাপাশি হাদীসেরও দারসদান করতেন। তাছাড়াও তিনি ঢাকা আশরাফুল �উলূম মাদরাসায় হাদীসের দারসদান করেছেন। মাওলানা শাব্বির আহমদ উসমানী (১৮৮৭-১৯৪৯ খৃ.), মুফতী মুহাম্মাদ শফী (১৮৯৬-১৯৭৬ খৃ.), মাওলানা আতাহার আলী (১৮৯৪-১৯৭৬ খৃ.) ও মাওলানা ইউসুফ বিন্নুরীর সাথে তাঁর সখ্যতা ছিল। সবশেষে তিনি পাকিস্তান টেণ্ডুলায়ার দারুল �উলূম মাদরাসায় মুহাদ্দিস হিসেবে যোগদান করেন। তিনি পূর্ব পাকিস্তান জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি ছিলেন। ১৯৪৭ সালে পাকিস্তান স্বাধীনতা দিবসে রাষ্ট্রীয়ভাবে তিনিই সর্বপ্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন। বাংলাদেশে তাঁর ছাত্রদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- মাওলানা আব্দুল ওয়াহাব পীরজী হুজুর (১৮৯০-১৯৭৬ খৃ.) ও মাওলানা গোলাম মোস্তফা (১৯২৮-১৯৯৪ খৃ.) প্রমুখ।
Yaphara Maulana Ahmad Usmani (1890-1974 Gregorian.), Professor, University of Dhaka, Bangladesh
The Indian city of Deoband Maulana Abdul Latif Ottoman through the Ottoman family was born. Maulana Ashraf Ali was his uncle thanabi hakimula community. After deduction of three-year-old grandmother, his mother took the responsibility. At the age of seven at Deoband, Maulana Mufti Muhammad Shafi's father, Maulana Yasin escape was admitted to primary education was kitabadi. Then thanabanera khanakaya Uloom Madrasa Emdadul secondary education books after Uloom Madrassa Maulana Ishaq bardhamani jameula Kanpur (1865-1938 Gregorian.) And Maulana Muhammad Rashid was the tradition in education. Sixteen-year-old tradition ended daoraye Maulana Abdul Latif and Maulana Khalil Ahmad Saharanpur mujahirula ulume saharanapurira Tasauf education to more than two years and was hadisatattba. Saharanapurera just eighteen years old when he joined seven years served as the Madrasa traditionalists. Mr. Badr Alam mirathi her students, Mawlana Shaykh al-Hadith Maulana Idris Zakaria and kandhalabi significant. After preaching and counseling thanabira thanabane Ashraf Ali came back and revise the text, besides being close to thanabanera erasadula Uloom Madrassa two darasadana Karan Hadith. After returning from the pilgrimage on Khanka thanabana 1339 AH-Madrassa was darasadana Hadith and commentary. Ashraf Ali, under the supervision of khanakate thanabana thanabira he wrote a six-volume emadadiya Fatwa and ilausa twenty volumes of Hadith compiled by writing in the name of Sunan fame. Maulana Ishaq (1865-1938 Gregorian.) Yaphara Maulana Ahmad Usmani died in 1938 till 1938-1948 served as professor in the department of Islamic Studies at the University of Dhaka. Calcutta Alia Madrasah since 1947, when the capital was shifted to Dhaka Alia Madrasa 195 until 1948, served as the head Maulana. In 1950, Maulana Shamsul Haq pharipuri (1895-1969 Gregorian.), Maulana muhammadulaha haphejji Teacher (1895-1987 Gregorian.) And Mufti Muhammad Din (1900-1974 Gregorian.) With Ahmad Maulana yaphara took part in the establishment of the Ottoman Lalbagh Madrasa. He was darasadana traditions, as well as commentary on the madrasa. Ashraful Uloom Madrasa in Dhaka She has darasadana Hadith. Maulana Shabbir Ahmed Usmani (1887-1949 Gregorian.), Mufti Muhammad Shafi (1896-1976 Gregorian.), Maulana Athar Ali (1894-1976 Gregorian.) And his relationship with Maulana Yusuf was binnurira. Finally, he joined the Pakistan tendulayara Hadith of Darul Uloom Madrassa. Jamiat Ulema-e-Islam was the president of the East Pakistan. In 1947, the state of Pakistan's Independence Day is the national flag was hoisted for the first time. Some of his students were identified as Abdul Wahab piraji the Lord (1890-1976 Gregorian.) And Maulana Ghulam Mustafa (19281994 Gregorian.), Among others.