Maulana Ibrahim balayabi (1886-1970 khr.), Sayakhula Hadith, hatahajari, Chittagong, Bangladesh
The East India iupi - was born in the town of Ballia. He was 13 and 5 after primary school. Dar sane, go to the uluma deobanda. Hind Maulana Hassan Deobandi and his ustada sayakhula was, and Maulana Maulana muphati ayiyura hakima and Africa. 13 and 7 He. The Charter was sane daora Hadith. He school at the end of 1339. Dar sane \\\'uluma deobande sikata began. Several of the Dar-uluma deobanda madarasaya and retirement to join the forty-year long Hadith, Tafseer, phikaha, manatika - including in the siadana. He was in Dar-uluma deobanda madrasa, dabila madrasa and Delhi have phatehapura madarasaya sikata. The He 136. Dar sane \\\'to retirement after the 1364 uluma He deobanda madrasa. Dar sane \\\'by uluma muinula hatahajari - The Maulana Abdul Wahab muhatamima - the invitation was there in two years siadana Bukhari Sharif. He 1366. At him Dar, where he again joined the uluma deobanda madarasaya invitation. He 1377. Syed Husain Ahmad Dar sane madanira intekalera the \\\'murdarisina and majalise surara sadarula uluma deobanda madrasa until the duties and responsibilities as members of ophata. Most notably are his students - Maulana Muhammad Yusuf (1909-1997 khr.), Maulana Abdul kaiuma (1911-1981 khr.), Maulana majaharula (1914-199 and khr.), Maulana Abdul ayiya (1918 - to 000 khr.) Maulana Abul Hasan (1918-1999 khr.), Maulana Muhammad Ali (19 khr 3-1984.), Maulana hiphaja Uddin (19 khr 8-1987.) and Maulana siddikullaha (ja 193 of khr.) of gold. He wrote the book explains Sharif tiramiyi hadiyatula ahoyayi name. He has said kasemite deobandera makabaraye.
\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\
মাওলানা ইব্রাহীম বলয়বী (১৮৮৬-১৯৭০ খৃ.), শায়খুল হাদীস, হাটহাজারী, চট্টগ্রাম, বাংলাদেশ
তিনি ভারতের পূর্ব ইউ.পি.-এর অন্তর্গত বালিয়া শহরে জন্ম লাভ করেন। প্রথমিক শিা লাভের পর তিনি ১৩২৫ হি. সনে দারুল ‘উলূম দেওবন্দ গমন করেন। তাঁর উস্তাদ ছিলেন শায়খুল হিন্দ মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দী, মাওলানা মুফতী আযীযুর রহমান ও মাওলানা হাকীম হাসান প্রমুখ। ১৩২৭ হি. সনে তিনি দাওরা হাদীসের সনদ লাভ করেন। শিা শেষে ১৩৩৯ হি. সনে দারুল ‘উলূম দেওবন্দে শিকতা শুরু করেন। একাধিকবার তিনি দারুল ‘উলূম দেওবন্দ মাদরাসায় যোগদান ও অবসরের মধ্যে দীর্ঘ চল্লিশ বছর হাদীস, তাফসীর, ফিকাহ, মানতিক-সহ বিভিন্ন বিষয়ে শিাদান করেন। তিনি ভারতের দারুল ‘উলূম দেওবন্দ মাদরাসা, ডাবিল মাদরাসা ও দিল্লীর ফতেহপুর মাদরাসায় শিকতা করেছেন। ১৩৬২ হি. সনে দারুল ‘উলূম দেওবন্দ মাদরাসা হতে অবসরের পর ১৩৬৪ হি. সনে দারুল ‘উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী-এর মুহতামিম মাওলানা আব্দুল ওয়াহাব-এর আমন্ত্রণে তিনি সেখানে দু বছর বুখারী শরীফ শিাদান করেন। ১৩৬৬ হি.-তে তাঁকে দারুল ‘উলূম দেওবন্দ মাদরাসায় আমন্ত্রণ করলে তিনি আবার সেখানে যোগদান করেন। ১৩৭৭ হি. সনে সৈয়দ হুসাইন আহমদ মাদানীর ইন্তেকালের পর তিনি দারুল ‘উলূম দেওবন্দ মাদরাসার সদরুল মুর্দারিসীন ও মজলিসে শুরার সদস্য হিসেবে ওফাত অবধি এ দায়িত্ব পালন করেন। বাংলাদেশে তাঁর ছাত্রদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- মাওলানা মুহাম্মাদ ইউসুফ (১৯০৯-১৯৯৭ খৃ.), মাওলানা আব্দুল কাইউম (১৯১১-১৯৮১ খৃ.), মাওলানা মাজহারুল (১৯১৪-১৯৯২ খৃ.), মাওলানা আব্দুল আযীয (১৯১৮-২০০০ খৃ.), মাওলানা আবুল হাসান (১৯১৮-১৯৯৯ খৃ.), মাওলানা মুহাম্মাদ আলী (১৯২৩-১৯৮৪ খৃ.), মাওলানা হিফাজ উদ্দীন (১৯২৮-১৯৮৭ খৃ.) ও মাওলানা সিদ্দীকুল্লাহ (জ. ১৯৩২ খৃ.) প্রমুখ। তিনি হাদিয়াতুল আহ্ওয়াযী নামে তিরমিযী শরীফের ব্যাখ্যা গ্রন্থ রচনা করেছেন। দেওবন্দের মাকবারায়ে কাসেমীতে তাঁকে দাফন করা হয়েছে।
|