Let us go easy to learn Microsoft word-8
Font: If we want to compose or to type in the letters / alphabet we are using is called the Font. Font styles are usually different. Such as: Bengali Font-inside Suttony MJ, Taposhi, Aganta, Tonushree etc.. Font and English Font is much more inside, Time the roman, Tahoma, University Roman LET, Vivaldi also has many more fonts.
Spelling and Grammar: a. In Word Spelling and Grammar in a beautiful feature. We are not the type to go to a lot of time with the wrong spelling, wrong Grammar, gramaratikyala wrong, I can type faster than an eye out parena. Word of the default program settings, and that there is more than one million words have been added with a dikasanari. If that is our mistake that the computer will not fit and he will not do yourself wrong. Will bring a lot of taipakaridera case. Spelling and Grammar kajatii is just that. Words do not match with any word dikasanarira as it is the wrong word to identify with more than words. Be changed from right to choose. One thing to remember is to use the spell check to the American dikasanari. He is the wrong word for the British as a valid account. For example - Labour of Labor as to the wrong advice. The Noun is the name for the touch, but it is wrong because it does not add dikasanarite. Add to that case. If I add the text of the Ruma, do not touch it.
Word Count ..: How many pages within a document contains. Word of the number of how many there are, how many characters there are, how many paragraphs there are so many lines to use the word count to the command. Go to Tools menu, select Word Count, or use the keyboard to press the Word Count box will dayaloga
\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\
Font: আমরা কোন কম্পোজ করতে গেলে অথবা টাইপ করতে গেলে যে অক্ষর/বর্ণমালা গুলো ব্যবহার করে থাকি সেগুলো Font বলা হয়। Font সাধারণত বিভিন্ন স্টাইলের হয়ে থাকে। যেমন: বাংলা Font-এর ভিতরে Suttony MJ, Taposhi, Aganta, Tonushree ইত্যাদি। আরো অনেক ফন্ট রয়েছে এবং English Font এর ভিতরে রয়েছে, Time the roman, Tahoma, University Roman LET, Vivaldi এছাড়াও আরো অনেক ফন্ট রয়েছে।
Spelling and Grammar: এম.এস ওয়ার্ডের ভিতর Spelling and Grammar একটি সুন্দর ফিচার। আমরা টাইপ করতে গিয়ে অনেক সময় অনেক ভুল করে থাকি বানান ভুল, গ্রামার ভুল, গ্রামারটিক্যাল ভুল, আবার দ্রুত টাইপ করতে গিয়ে অনেক ভুল চোখেও ধরা পড়েনা। এজন্য Word এ ডিফল্ট প্রোগ্রাম সেটিংস করা আছে এবং এক লক্ষেরও বেশি শব্দ সহ একটি ডিকশানারী সংযোজন করা আছে। এমন যদি হয় যে কম্পিউটার আমাদের ভুল গুলো ধরিয়ে দিবে এবং সে নিজেই ভুল গুলো ঠিক করে দিবে। সেক্ষেত্রে টাইপকারীদের অনেকটা সুবিধা এনে দিবে। Spelling and Grammar ঠিক সেই কাজটিই করছে। কোন ওয়ার্ড ডিকশানারীর শব্দের সাথে না মিললে সেটিকে ভুল হিসেবে সনাক্ত করে ভুল লেখা শব্দটির সাথে মিলিয়ে আরো অনেক শব্দ দেখাবে। সেখান থেকে সঠিক টি বেছে নিয়ে পরিবর্তন করে দিতে হবে। একটি বিষয় মনে রাখতে হবে বানান পরীক্ষা করার ক্ষেত্রে আমেরিকান ডিকশানারী ব্যাবহার হয়। সে জন্য ব্রিটিশ কোন সঠিক শব্দকেও ভুল হিসেবে ধরতে পারে। যেমন- Labour কে ভুল হিসেবে ধরে Labor তৈরী করার পরামর্শ দিতে পারে। এছাড়া Noun এর ক্ষেত্রেও যেমন নামটি সঠিক হলেও এটি ভুল ধরবে কারণ এটি ডিকশানারীতে এড করা নেই। সেক্ষেত্রে এড করার ব্যবস্থা আছে। একবার এড করে দিলে পরিবর্তে Ruma লেখা আর ভুল ধরবে না।
Word Count..: একটি ডকুমেন্ট এর ভিতরে কতগুলো পেইজ রয়েছে। কতগুলো ওয়ার্ড রয়েছে কতগুলো ওয়ার্ড রয়েছে, কতগুলো ক্যারেক্টার রয়েছে, কতগুলো প্যারাগ্রাফ রয়েছে, কতগুলো লাইন রয়েছে ইত্যাদি দেখার জন্য মূলত ওয়ার্ড কাউন্ট কমান্ডটি ব্যবহার করতে হয়। টুলস্ মেনুতে গিয়ে Word Count টি ব্যবহার করুন অথবা কীবোর্ড থেকে চাপুন তাহলে Word Count ডায়ালোগ বক্স চলে আসবে।
|