Let us go easy to learn Microsoft word-7 (Picture, wrapping, Picture move ~~Hedaet Forum~~


Email: Password: Forgot Password?   Sign up
Are you Ads here? conduct: +8801913 364186

Forum Home >>> Computer,Soft >>> Let us go easy to learn Microsoft word-7 (Picture, wrapping, Picture move

murad
VIP Member
Total Post: 155

From:
Registered: 2012-04-14
 

Let us go easy to learn Microsoft word-7

Picture: The document is a document for the beauty, the picture is set to increase.
Image Setting: Clip Art of the MA. UPS. Image Picture is in the set. From the menu (Insert] [Picture] [From file) command. Dayaloga the Insert Picture box. Look in the computer where the images are drapatauna box, select from the images. If you selected Thumbnails Thumbnails will show the film. Jim brown picture that you want to click it and select the Insert option.
Picture Watermark is created, added to the document, a color image to black and white or Grascale and Washout command it is possible to create a watermark. Click on the picture with the mouse pointer to the center. Select a Picture toolbar that appears in the picture sathesathe If you do not come from the view menu (View] [Toolbar] [Picture), then click on the toolbar.

Wrapping up a free Picture: image after image of the insert to move, the film will take away from the Wrapping. Wrapping Wrapping option to go to the toolbar, click Picture. Wrapping dayaloga box that appears. Dayaloga baksatite Behind Text command has been selected. Below is a picture of the location of the Behind Text in the Text. In front of text around an image in Tight Text option Text option in the image below. Text below the image position on the Top & Bottom option to parse the location of the two-Through option.
Picture Move: Picture this I like to move the mouse pointer in the middle of the picture and click. The size of the event when the mouse pointer arrow caturbhujamukhi picture of the drug to the desired location of the mouse does not leave.
Insert Word Art: lekhake to the 3-D Style, or to a different design. S. Ward, a camakara option within the Insert Word Art.

\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\
Picture: ডকুমেন্টের সৌন্দর্য্য বৃদ্ধির জন্য মূলত ডকুমেন্ট পিকচার সেট করা হয়।
Image Setting: Clip Art এর মতো এম. এস. ওয়ার্ডে Image Picture সেট করা হয়। মেনু থেকে (Insert> Picture>From file) কমান্ড দিন। Insert Picture ডায়ালোগ বক্স আসবে। Look in ড্রাপটাউন বক্সে ক্লিক করে কম্পিউটারের যেখানে ছবি রাখা আছে সেখান থেকে ছবি সিলেক্ট করুন। Thumbnails সিলেক্ট করা থাকলে Thumbnails অবস্থায় ছবিটি শো করবে। যে ছবিটি ব্রাউ জিং করতে চান সেটি সিলেক্ট করে Insert অপশনে ক্লিক করুন।
Picture কে জলছাপ তৈরী করা: ডকুমেন্টের একটি কালার ছবি সংযোজন করে Grascale এবং Washout কমান্ডের মাধ্যমে এটি কে সাদা কালো অথবা জলছাপ তৈরী করা সম্ভব। মাউস পয়েন্টার দিয়ে পিকচারের মাঝখানে ক্লিক করুন। পিকচার টি সিলেক্ট হওয়ার সাথেসাথে একটি পিকচার টুলবার চলে আসবে আর যদি না আসে তবে ভিউ মেনু থেকে (View>Toolbar> Picture) এ ক্লিক করুন তাহলে টুলবার চলে আসবে।

Picture কে Wrapping মুক্ত করা : ছবি ইনসার্ট করার পর ছবিটিকে বিভিন্ন দিকে মুভ করার জন্য, ছবিটি থেকে Wrapping দূর করে নিতে হবে। Wrapping দূর করার জন্য পিকচার টুলবারে গিয়ে Wrapping অপশনে ক্লিক করুন। Wrapping ডায়ালোগ বক্সটি চলে আসবে। ডায়ালোগ বক্সটিতে Behind Text কমান্ড সিলেক্ট করা হয়েছে। Behind Text কমান্ডটি মূলত পিকচার টি Text এর নিচে অবস্থান করে। Tight অপশনটি Text ছবির চারিদিকে বসে In front of text অপশনটি Text ছবির নিচে অবস্থান করে। Top & Bottom অপশনটি Text ছবির উপরে নিচে অবস্থান করে Through অপশনটি দুই পার্শে অবস্থান করে।
Picture Move: Picture টি ইচ্ছে মত মুভ করতে চাইলে মাউস পয়েন্টার টি পিকচারের মাঝখানে রেখে ক্লিক করুন। মাউস পয়েন্টার টি চতুর্ভূজমুখী তীর চিহ্ন আকার ধারন করলে মাউস না ছেড়ে পিকচারটি ড্রাগ করে কাঙ্খিত জায়গায় ছেড়ে দিন।
Insert Word Art: লেখাকে 3-D Style করে তৈরী করার জন্য অথবা বিভিন্ন ডিজাইন করতে চাইলে এম.এস ওয়ার্ডের ভিতর Insert Word Art একটি চমকার অপশন।