আস্সালামু ‘আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। সকলের মঙ্গল কামনা করে শুরু করছি। বাংলাদেশের প্রায় দুকোটি বেকার যুবক রয়েছে। অথচ অনেকেই ভাল-সৎ কাজের লোক খুজে পাচ্ছে না। তাই নিজেকে আগে সৎ হতে হবে। তার পরে যারা কাজ খুজে পাচ্ছেন না, তারা এই ফোরামে নিজের যোগ্যতা, অভিজ্ঞতা লিখে কাজ চাই বলে বিজ্ঞপ্তি দিতে পারেন। তা দেখে যার লোকের প্রয়োজন, সে যোগাযোগ করবে। লিখার সময় মোবাইল ও ইমেইল ঠিকানা দিলে যোগাযোগ সুবিধা হয়।
|