প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ও এবতেদায়ী পরীক্ষা ২০১১-এর ফল প্রকাশিত হয়েছে।
পরীক্ষার ফল জানার জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট
www.dpe.gov.bd,
প্রাথমিক শিক্ষা মন্ত্রনালয়ের ওয়েবসাইট www.mopme.gov.bd এবং
http:dpe.teletalk.com.bd ওয়েবসাইটগুলোতে ভিজিট করে জানা যাবে।
এছাড়াও মোবাইল ফোনের মাধ্যমে ফলাফল জানতে চাইলে, মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে, DPE টাইপ করে স্পেস দিয়ে থানা কোড টাইপ করে আরেকটি স্পেস দিয়ে রোল টাইপ করতে হবে। এরপর 16222 নম্বরে পাঠাতে হবে। DPE<>THANA CODE<>ROLL and send 16222।
এছাড়াও মোবাইলের মাধ্যমে এবতেদাযি় পরীক্ষার ফলাফল জানার জন্য মেসেজ অপশনে গিয়ে MAT টাইপ করে স্পেস দিয়ে থানা কোড দিয়ে এরপর রোল টাইপ করতে হবে। এরপর ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। EBT<>THANA CODE<>ROLL and send 16222
প্রাথমিক সমাপনীতে কৃতকার্য হয়েছে ৯৭.২৬ শতাংশ পরীক্ষার্থী। এবং এবতেদায়ী পরীক্ষায় কৃতকার্য হয়েছে ৯১.২৮ শতাংশ শিক্ষার্থী।
|