ছড়া/কবিতার প্রয়োজনীয় বিষয়সমূহ-৭
(সংগৃহীত পোস্ট)
ছন্দ: কাব্যের রসঘন ও শ্রুতিমধুর বাক্যে সুশৃঙ্খল
ধ্বনিবিন্যাসের ফলে যে সৌন্দর্য সৃষ্টি হয় তাকে ছন্দ বলে।
(জীবেন্দ্র সিংহ রায়)
)
বাংলা কবিতার ছন্দ প্রধানত ২ প্রকার।
১.স্বরবৃত্ত ছন্দ
২.অক্ষরবৃত্ত ছন্দ
## মাত্রাবৃত্ত আসলে প্রথমে ছন্দের আলাদা কোনো প্রকার ছিলো না। এই মাত্রাবৃত্ত হলো অক্ষরবৃত্ত ছন্দেরই একটা প্রকার্। পরবর্তীতে এটা আলাদা ভাবে নিজেই একটা ছন্দের প্রকারের রূপ নিয়েছে। সেই হিসেবে এখন ছন্দ তিন প্রকার।
১.স্বরবৃত্ত ছন্দ
২.মাত্রাবৃত্ত ছন্দ
ও ৩.অক্ষরবৃত্ত ছন্দ
### অপ্রচলিত আরও একটি ছন্দ আছে, ছন্দটি হলো অমিত্রাক্ষর ছন্দ।
এই অমিত্রাক্ষর ছন্দকে বুঝতে হলে অক্ষর সম্পর্কে ভাল ধারণা থাকা দরকার।
অক্ষরে অক্ষরে মিত্র হয়ে ছন্দ তৈরি হলে তা মিত্রাক্ষর ছন্দ।
আর অক্ষরে অক্ষরে মিত্র না হয়েও যদি ছন্দ তৈরি হয় তবে তা অমিত্রাক্ষর ছন্দ।
|