সাহিত্য সংস্কৃতি ও চলচিত্র
১। ‘জাতির জনক’ প্রামাণ্য চিত্রের পরিচালক : আরজু খান (উল্লেখ্য, এটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনলেখ্য নিয়ে নির্মিত)।
২। মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘গেরিলা’ এর পরিচালক : নাসিরউদ্দীন ইউসুফ (সৈয়দ শামসুল হকের ‘নিষিদ্ধ লোবান’ উপন্যাস অবলম্বনে নির্মাণ করা হয়েছে)।
৩। কথাসাহিত্যিক এমদাদুল হকের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘সুতোয় বাঁধা প্রজাপতি’ অবলম্বনে নির্মিত চলচ্চিত্র
৪। ‘আত্মদান’-এর পরিচালক : শাহজাহান চৌধুরী।
৫। ‘বিল্ডিং সোশ্যাল বিজনেস’ গ্রন্থের লেখক : ড. মুহাম্মদ ইউনুস।
৬। ‘একুশের যাত্রী’ : ভাষী সৈনিকদের নিয়ে তথ্যচিত্র।
৭। ‘বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ’ চিত্রকর্মের চিত্রশিল্পী : শিল্পী হাশেম খান।
৮। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতার ইংরেজি অনুবাদক : ড. জসীম উদ্দিন আহমেদ।
৯। মুক্তিযুদ্ধভিত্তিক শিশুতোষ চলচ্চিত্র ‘আমার বন্ধু রাশেদ’ এর পরিচালক : মোর্শেদুল ইসলাম।
১০। মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘লাল সবুজ’ এর পরিচালক : শহীদুল ইসলাম।
১১। ‘মুক্তিযুদ্ধের পূর্বাপর’ কোন ধরনের গ্রন্থ : মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণকারীর কথোপকথন (প্রকাশনায় প্রথমা প্রকাশন)।
১২। কবি আল মাহমুদের কাব্যগ্রন্থ ‘সোনালী কাবিন’ এর ইংরেজি “The Golden Kabin“-এর অবুবাদক : কবি সায়ীদ আবুবকর।
১৩। ২০০৮ সালের জাতীয় চলচ্চিত্র পুরষ্কারে সেরা চলচ্চিত্র : চন্দ্রগ্রহণ।
১৪। ‘মুনীর চৌধুরী ও কবর’ প্রামাণ্যচিত্রের পরিচালক : আকতারুল ইসলাম জিন্নাহ।
১৫। মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘আমার দেশ আমার যুদ্ধ’ এর পরিচালক : গাজী মাজহারুল আনোয়ার।
১৬। ২০১০ সালের ৬৩তম কান চলচ্চিত্র উৎসবে ক্লাসিক বিভাগে প্রদর্শিত প্রথম বাংলাদেশী চলচ্চিত্রের নাম : তিতাস একটি নদীর নাম (পরিচালনায় ঋত্বিক ঘটক)।
|