আবহাওয়া ও জলবায়ু
১। জলবায়ু কি?
উত্তরঃ কোন নির্দিষ্ট অঞ্চলের ৩০-৩৫ বছরের গড় আবহাওয়াকে জলবায়ু বলে।
২। আবহাওয়া অধিদপ্তর কার অধীন?
উত্তরঃ প্রতিরক্ষা মন্ত্রনালয়
৩। বাংলাদেশের আবহাওয়া ষ্টেশন কয়টি?
উত্তরঃ ৩৫টি
৪। কৃষি আবহাওয়া পূর্বাবাস কেন্দ্র কতটি?
উত্তরঃ ১২টি
৫। SPARRSO কি?
উত্তরঃ মহাকাশ গবেষণা এবং দুর অনুধাবন সংস্থা
৬। ট্রপিক অব ক্যান্সার কি?
উত্তরঃ কর্কটক্রান্তিরেখা
৭। আবহাওয়া সকর্ত সংকেত কতটি?
উত্তরঃ ৮টি
৮। নদীবন্দরের জন্য ৬টি এবং সমুদ্রের জন্য ৮টি
৯। মহাবিপদ সংকেত, ১৭১ কিমি বেগে বাতাশের গতি?
উত্তরঃ ৮
১০। বাংলাদেশের জনসংখ্যা কত?
উত্তরঃ ১৪ কোটি ২৩ লাখ ১৯ হাজার (পঞ্চম আদশ শুমারি 2011)
১১। জনসংখ্যায় বাংলাদেশের অবস্থান?
উত্তরঃ সপ্তম
১২। বর্তমানে বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব?
উত্তরঃ ৯৯০ জন (সমীক্ষা ২০১০)
১৩। জনসংখ্যায় বাংলাদেশের সবচেয়ে বড় উপজেলা?
উত্তরঃ সাভার, ঢাকা
১৪। ঢাকায় প্রতিবর্গ কিমি জনসংখ্যা?
উত্তরঃ ৪৪৪৮ জন
১৫। বান্দরবানে প্রতিবর্গ কিমিটারে?
উত্তরঃ উত্তরঃ ৫১ জন
১৬। বাংলাদেশে নারী ও পুরুষের অনুপাত?
উত্তরঃ ১০০:১০৪ (২০১০ মতে)
১৭। পুরুষের চেয়ে নারীরা বেশি বাঁচে?
উত্তরঃ প্রায় 5 বছর
১৮। আজিমপুরের NIPORT প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ১৯৭৭ সালে
১৯। বাংলাদেশে কিশোর কিশোরী উন্নয়ন কেন্দ্র কতটি?
উত্তরঃ ৩টি টঙ্গী
২০। মেগাসিটি হিসাবে বাংলাদেশের অবস্থান কত?
উত্তরঃ ২০ তম
২১। বাংলাদেশে মুসলমানদের হার কত?
উত্তরঃ ৮৯.৭%
বাংলাদেশের উপজাতি
১। বাংলাদেশে মোট উপজাতির জনসংখ্যা ১২ লক্ষ ৫হাজার ৯৭৮ জন
২। উপজাতির সংখ্যা কতটি?
উত্তরঃ ৪৫টি
৩। বৃহত্তম উপজাতি?
উত্তরঃ চাকমা
৪। মারমাদের লিপিতে বর্ণ সংখ্যা কত?
উত্তরঃ ৪৫টি
৫। মারমাদের পেশা কি?
উত্তরঃ জুম চাষ
৬। রাখাইন কোন জনগোষ্ঠির লোক?
উত্তরঃ মঙ্গোলিয়
৭। মরিপুরি কোন বিভাগের বাসিন্দা?
উত্তরঃ সিলেট
৮। পাঙনদের ধর্ম কি?
উত্তরঃ ইসলাম
৯। সাওতালদের প্রধান খাদ্য কি?
উত্তরঃ ভাত
১০। উপজাতিরা বেশির ভাগই কোন ধর্মের ?
উত্তরঃ সনাতন
১১। ওরেং কোন উপজাতির দেবতা?
উত্তরঃ মুরং
বাংলাদেশের ইতিহাস
১। বাঙ্গালী জাতির প্রধান অংশ গড়ে উঠে?
উত্তরঃ অস্ট্রিক গোষ্ঠী থেকে
২। বৈদিক যুগ কাকে বলে?
উত্তরঃ আর্য যুগকে
৩। আর্যদের ধর্ম গ্রন্থের নাম কি?
উত্তরঃ বেদ
৪। আর্যদের আদি নিবাস কোথায়?
উত্তরঃ ইউরাল পর্বতের দক্ষিনে কিরঘিজ তৃণভূমি অঞ্চলে
|