বাংলাদেশ পরিচিতি
১। সাংবিধানিক নাম?
উত্তরঃগণপ্রজাতন্ত্রী বাংলাদেশ।
২। জাতীয় প্রতীক?
উত্তরঃউভয় পাশে ধানের শীষবেষ্টিত পানিতে ভাসমান জাতীয় ফুল শাপলা। তার মাথায় পাট গাছের পরস্পর সংযুক্ত তিনটি পাতা এবং উভয় পাশে দুটি করে তারকা
৩। সীমান্তবর্তী দেশ কয়টি?
উত্তরঃ ২টি
৪। স্থল সীমা কত?
উত্তরঃ5138 কিমি
৫। আঞ্চলিক সমুদ্রসীমা কত?
উত্তরঃ১২ নটিক্যাল মাইল
৬। অর্থনৈতিক সমুদ্রসীমা কত?
উত্তরঃ২০০ নটিক্যাল মাইল বা ৩৭০.৪ কিমি
৭। বর্তমান জনসংখ্যা কত?
উত্তরঃ১৬ কোনটি ২২ লাখ ২১ হাজার
৮। নারী ও পুরুষের অনুপাত কত?
উত্তরঃ১০০:১০৪
৯। গড় আয়ু কত?
উত্তরঃ৬৬.৮ বছর
১০। জনসংখ্যার ঘনত্ব কত?
উত্তরঃ৯৯০ জন
১১। ইসলামের হার কত?
উত্তরঃ৮৯.৭%
১২। বাংলাদেশে অভিন্ন নদী কতটি?
উত্তরঃ৫৭টি
১৩। মাথাপিছু আয় কত?
উত্তরঃ৭৫০ মার্কিন ডলার
১৪। আন্তর্জাতিক বিমান বন্দর কয়টি?
উত্তরঃ৩টি
১৫। আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় কয়টি?
উত্তরঃ২টি
১৬। বাংলাদেশে মোট চা বাগান কতটি?
উত্তরঃ১৬৩টি
১৭। স্বাক্ষরতার হার?
উত্তরঃ৫৪.৮%
১৮। বনাঞ্চলের আয়তন মোট ভূভাগের কত ভাগ?
উত্তরঃ১৭ ভাগ
বাংলাদেশের ভূ-প্রকৃতি
১। সোয়াচ অব নো গ্রাউন্ড খাতটি কোথায় অবস্থিত?
উত্তরঃবঙ্গোপসাগরে
২। বাংলাদেশের কোন জেলা সব চেয়ে উচু?
উত্তরঃদিনাজপুর
৩। কাপ্তাই থেকে প্লাবিত পার্বত্য চট্টগ্রামের উপত্যকা এলাকা কি নামে পরিচিত?
উত্তরঃভেঙ্গী ভেলী
৪। গারো পাহাড় কোন জেলায় অবস্থিত?
উত্তরঃময়মনসিংহ জেলায়
৫। কক্সবাজার সমুদ্র সৈকত এর দৈর্ঘ্য কত?
উত্তরঃ১২০ কিমি
৬। সর্ব প্রথম বাংলাদেশের কোন অঞ্চল গঠিত হয়?
উত্তরঃটারশিয়ারী যুগের পাহাড়
বাংলাদেশের ভৌগোলিক অবস্থান
১। বাংলাদেশের সব পূর্বের স্থান কোনটি?
উত্তরঃ আখাইনঠং
২। বাংলাদেশের সর্ব পশ্চিমের স্থান কোনটি?
উত্তরঃ মনাকশা
৩। বাংলাদেশের পূর্ব নাম কি?
উত্তরঃ বং, বঙ্গ, বাঙলা, সুবে বাঙালা
৪। শরীয়তপুর এর পূর্ব নাম কি?
উত্তরঃ ইদ্রাকপুর পরগনা
৫। জামালপুরের পূর্ব নাম কি?
উত্তরঃ সিংহজানী
৬। ময়নামতির পূর্ব নাম কি?
উত্তরঃ রোহিতগিরি
৭। প্রাচ্যের ডান্ডি কোন জেলাকে বলে?
উত্তরঃ নারায়ণগঞ্জ
৮। উত্তরবঙ্গের প্রবেশদ্বার কাকে বলা হয়?
উত্তরঃ বগুড়াকে
|