বিশ্ব তথ্যাবলী -০৪
** নিরাপত্তা ও প্রতিরক্ষা বিষয়ক ২০১০
** বিশ্বের প্রথম দেশ হিসেবে কোন দেশটি সম্পূর্ণভাবে রাসায়নিক অস্ত্রের মজুদ ধ্বংস করে : আলবেনিয়া।
** রাশিয়া কর্তৃক উদ্ভাবিত বিশ্বের সবচেয়ে শক্তিশালী বোমার নাম : ড্যাড (ফাদার) অব লল বোম্বস।
** ‘ক্যাম্প নামা’ কোন দেশের কারাগার : ইরাক।
** ভারতের প্রথম পরমাণু সাবমেরিনের নাম : আইএনএস আরিহান্ট (সামরিক নাম অ্যাডভান্সড টেকনোলজি ভেসেল-ATV)
** বিশ্বের প্রথম পরমাণু সাবমেরিনের নাম : USS Nautilus(SSN-571), যুক্তরাষ্ট্র।
** বিশ্বে পরমাণু সাবমেরিনের অধিকারী দেশ কোনটি ও কি কি : ৬টি; যুক্তরাষ্ট্র, ফ্রান্স, চীন, রাশিয়া, ব্রিটেন ও ভারত।
** ‘মানাস’ বিমান ঘাঁটি কোন দেশে অবস্থিত : কিবগিজিস্তান।
** ‘প্রিয়া বিহার’(Preah Bihear) প্রাচীন মন্দির নিয়ে কোন দুটি দেশের বিরোধ রয়েছে : থাইল্যান্ড-কম্বোডিয়া।
** ‘এসি-১৩০’ কি : মার্কিন যুদ্ধ বিমান।
** এশিয়ার প্রথম হিসেবে কোন দেশ আন্তর্জাতিক উইমেন্স পুলিশ নেটওয়ার্কে যুক্ত হয় : বাংলাদেশ।
** ব্রিটেনের ‘আমট্রিম মাজিরিন সেনা ঘাঁটি’ কোথায় অবসি'ত : উত্তর আয়ারল্যান্ডে।
** দেশ, প্রশাসনিক ও সরকার ব্যবস্থা ২০১০:
** ইরানের প্রথম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র ‘বুশেহর’ চালু হয় : ২১ আগষ্ট ২০১০।
** ৯ মার্চ ২০১০ ভারতের উচ্চকক্ষ রাজ্যসভায় সংবিধানের ১০৮তম সংশোধন শতাংশ আসন নারীদের জন্য সংরক্ষিত করা হয় : ৩৩%।
** ব্রিটিশ আইনসভার নিম্নকক্ষ ‘হাউস অব কমন্স’ এর বর্তমান সদস্য সংখ্যা : ৬৫০।
** পাকিস্তনের সাবেক প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশাররফের নতুন রাজনৈতিক দলের নাম : অল পাকিস্তান মুসলিম লীগ।
** ‘অপারেশন নিউ ডন’ : দখলদার মার্কিন বাহিনী কর্তৃক ইরাকি বাহিনীকে প্রশিক্ষণ ও কারিগরি সহায়তার কৌশল।
** ইরাকে দখলদার মার্কিন বাহিনীর যুদ্ধ আনুষ্ঠানিকভাবে শেষ হয় : ৩১ আগষ্ট ২০১০।
** মিয়ানমারের বর্তমান রাষ্ট্রীয় নাম : দ্য রিপাবলিক অব দ্য ইউনিয়ন অব মিয়ানমার।
** মিয়ানমারের আইনসভার নাম : ‘পিদাংসু হুততাও’ আর ইংরেজি নাম : ইউনিয়ন এসেম্বলি।
** পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি সংবিধানের ১৮তম সংশোধনী বিলে স্বাক্ষর করেন : ২১ এপ্রিল ২০১০।
** ২২ জুন ২০১০ জাতিসংঘ মহাসচিব বান কি মুন দেশের বিরুদ্ধে যুদ্ধাপরাধ বিষয়ে প্যানেল গঠন করেন : শ্রীলংকা।
** ২০১০ সালে ইউরোপের প্রথম দেশ হিসেবে নিকাব বা রোরকা নিষিদ্ধ করে : ফ্রান্স।
** আফগানিস্তানের আইনসভার নিম্নকক্ষের নাম : ওলেসি জিরগা।
** মিয়ানমারের গণতন্ত্রীপন্থী নেত্রী অং সান সুচি দেড় দশকের গৃহবন্দী থেকে মুক্তি পান : ১৩ নভেম্বর ২০১০।
** নির্বাচনের পর সরকারবিহীন থাকার রেকর্ড কোন দেশের : ইরাক (পূর্বে ছিল নেদারল্যান্ডস, ২০৭ দিন)
|