2 আন্তর্জাতিক~~Hedaet Forum~~


Email: Password: Forgot Password?   Sign up
Are you Ads here? conduct: +8801913 364186

Forum Home >>> Education >>> 2 আন্তর্জাতিক

Tamanna
Modarator Team
Total Post: 7639

From:
Registered: 2011-12-11
 

বিশ্ব তথ্যাবলী -০২


** ২০১০ সালের ২৭ আগষ্ট উষ্ণায়নের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে দেশ গোবি মরুভূমি এলাকায় মন্ত্রিসভার বৈঠক করে : মঙ্গোলিয়া।
** জাতিসংঘের সাধারণ পরিষদ কবে বিশুদ্ধ পানি ও স্বাস্থ্যসম্মত পয়:নিষ্কাশন ব্যবহার (স্যানিটেশন) সুবিধাকে
** মৌলিক মানবাধিকার ঘোষণা করে : ২৮ জুলাই ২০১০।
** বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেস কোন জাতিগোষ্ঠী (আদিবাসী)-এর লোক : আইমারা।
** বলিভিয়ার আইমারা ইন্ডিয়ান সমপ্রদায়ের প্রথম প্রেসিডেন্ট : ইভো মোরালেস।
** আইনু কোন দেশের আদিবাসী : জাপান।
** ক্যারিবীয় অঞ্চলের দেশ হাইতিতে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে : ১৩ জানুয়ারি ২০১০।
** লাতিন আমেরিকান দেশ চিলিতে রিখটার স্কেলে ৮.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে : ২৭ ফেব্রুয়ারি ২০১০।
** আইজাফজাল্লাজোয়েকুল আগ্নেয়গিরি(Eyjafjallajokull Glaciers) দেশে অবস্থিত : আইসল্যান্ড (১৪ এপ্রিল ২০১০ থেকে এ আগ্নেয়গিরিতে অগ্নুৎপাত শুরু হয়)।
** কে, কবে, কোন পত্রিকায় প্রথম ‘গ্লোবাল ওয়ার্মিং’ শব্দটি ব্যবহার করেন : ওয়েলে ব্রোয়েকার; ৮ আগষ্ট ১৯৭৫ সায়েন্সে জার্নালে।বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থা-সংগঠনের প্রধান ২০১০
** জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক বিভাগ(UNFCCC) এর বর্তমান নির্বাহী সচিব বা প্রধান : ক্রিষ্টিয়ানা ফিগুয়েরেন (কোষ্টারিকা)।
** জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৫তম অধিবেশনের সভাপতি : জোসেফ ডেসিস (সুইজারল্যান্ড)।
** ১ জানুয়ারি ২০১১ কোন দেশ ওপেক(OPEC) এর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয় : ইরান।
** এমনেষ্টি ইন্টারন্যাশনালের অষ্টম ও বর্তমান মহাসচিব : সলিল শেঠি (ভারত)।
** আফ্রিকান ইউনিয়ন(AU) এর বর্তমান প্রেসিডেন্ট : বিঙ্গু ওয়া মুথারিকা (মালাবি)।
** ৪ জুলাই ২০১০ কোন ব্যক্তি আফগানিস্থানে মোতায়েন আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনীর(ISAF) দায়িত্ব নেন : জেনারেল ডেভিড পেট্রাউস।
** ১ মার্চ ২০১০ ACP(African, Caribbean & Pacific group of states) এর মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন : মোহাম্মদ ইবনে সাম্বাস (ঘানা)।
** ইউনিসেফের ষষ্ঠ ও নতুন নির্বাহী পরিচালক : ড. এন্থনি লেক (যুক্তরাষ্ট্র)।
** ৮ জুলাই ২০১০ ডি-৮ এর প্রেসিডেন্ট বা সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন : গুডলাক জোনাথন (নাইজেরিয়া)।
** ৮ মার্চ ২০১০ জাতিসংঘের নারী পুলিশ প্রধান হিসেবে নিয়োগ পান : অ্যান মেরি ওরলার (সুইডেন)।
** ওয়ার্ল্ড কাষ্টমস অর্গানাইজেশন (WCO) এর মহাসচিব : কুনিও মিকুরিয়া (জাপান)।
** ২০১০ সালের ১ জুলাই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল(ICC) এর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন : শারদ পাওয়ার (ভারত)।
** বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ২০১০
** ডায়াসপোরা (DIASPORA ) : সোশ্যাল নেটওয়ার্কিং সাইট (১৫ সেপ্টেম্বর ২০১০ চালু হয়)।
** বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটার : তিহানে-১।
** লার্জ হ্যাড্রেন কলাইডারে ছোট পরিসরে বিগ ব্যাং ঘটানো হয় : ৭ নভেম্বর ২০১০।
** গুজি (Goojje) কোন দেশভিত্তিক সার্চ ইঞ্জিন : চীন।
** রাশিয়ার পঞ্চম প্রজন্মের জঙ্গি জেট বিমানের নাম : টি-৫০।
** ২০১০ সালের জুলাইয়ে ভারত প্রথমবারের মতো এপিক(Epic) নামে নিজস্ব ওয়েব ব্রাউজার চালু করে।
** টুইটার (Twitter) : সামাজিক নেটওয়ার্কিং (যোগাযোগ) সাইট।
** ২২ এপ্রিল ২০১০ মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম কোন সামরিক বিমান মহাশূন্যে পাঠায় : এক্স-৩৭ বি।
** ৪ জুন ২০১০ কোন বেসরকারি কোম্পানি প্রথম মহাকাশে রকেট উৎক্ষেপণ করে : স্পেস এক্স।
** ৪ জুন ২০১০ প্রথমবারের মতো কোন বেসরকারি রকেট মহাকাশে উৎক্ষেপণ করা হয় : ফ্যালকন-৯।
** সূর্য গড়ে ১১ বছর পর পর সোলার সুনামি (Solar Tsunami) সৃষ্টি করে।
** ‘সোলার ঈগল’ : সৌরশক্তিচালিত চালকবিহীন গোয়েন্দা বিমান (নির্মাতা প্রতিষ্ঠান-বোয়িং)।
** বিশ্বের উল্লেখযোগ্য ট্যাবলেট কম্পিউটার : ব্ল্যাকপ্যাড, আইপ্যাড, স্ট্রিক, গ্যালাক্সি, ইপ্যাড, লেপ্যাড, সিয়াস প্রভৃতি।
** ইসরাইলের চালকবিহীন জঙ্গি বিমানের নাম : ‘ইটান’ যার অর্থ ‘শক্তিশালী’।
** ফেব্রুয়ারি ২০১০ দেশ প্রথম জেলার রশ্মির সাহায্যে ক্ষেপণাস্ত্র ধ্বংস করে : যুক্তরাষ্ট্র। উল্লেখ্য, বর্তমান ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী মিসাইলগুলো জ্বালানি নিয়ন্ত্রিত।
** ১১ ফেব্রুয়ারি ২০১০ যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা সূর্য অভিযানে কোন কত্রিম উপগ্রহটি পাঠায় : সোলার ডায়নামিক অবজারভেটরি (SDO)।
** শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, স্বাস্থ্য ও চলচ্চিত্র ২০১০
** ২০১০ সালের ৮২তম অস্কারে সেরা চলচ্চিত্র : দ্য হার্ট লকার।
** ১৫ মে ২০১০ জাতিসংঘের সদর দপ্তরে কোন চলচ্চিত্রটি প্রদর্শিত হয় : রাজকুমার হিরানীর ‘থ্রি ইডিয়টস’।
** রাসেল ক্রো অভিনীত কোন চলচ্চিত্রটি অষ্ট্রেলিয়ার ডাকটিকেটে স্থান পায় : রবিন হুড।
** ২০১০ সালের গোল্ডেন গ্লোব পুরষ্কারে সেরা চলচ্চিত্র : অ্যাভাটার।
** ‘এভাটার’ চলচ্চিত্রের পরিচালক : জেমস ক্যামেরন।
** ‘জয় হো হিন্দি’(Jai Ho Hindi) গানটির রচয়িতা : গুলজার, ভারত (সুরকার এ আর রহমান, ভারত)।
** ভারত সব শিশুর শিক্ষা বাধ্যতামূলক ঘোষণা করে : ১ এপ্রিল ২০১০।
** জাতিসংঘের সাধারণ পরিষদ বিশুদ্ধ পানি ও স্বাস্থ্য সম্মত পয়ঃনিষ্কাশন ব্যবহার (স্যানিটেশন) সুবিধাকে মৌলিক মানবাধিকার ঘোষণা করে : ২৮ জুলাই।
** ইউনেস্কো প্রকাশিত সবার জন্য শিক্ষা গ্লোবাল মনিটরিং রিপোর্ট ২০১০ অনুসারে কোন কোন দেশে সাক্ষরতার হার ১০% (১৫+বছর বয়সীদের) : বেলারুশ, এস্তনিয়া, লাটভিয়া, লিথুনিয়া,
** রাশিয়া, স্লোভেনিয়া, ইউক্রেন, আজারবাইজান, কাজাখসস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও কিউবা।
** বিশ্বের বৃহত্তম নারী বিশ্ববিদ্যালয়ের নাম : রিয়াদ উইমেনস বিশ্ববিদ্যালয়।
** সার্ক বিশ্ববিদ্যালয় : নয়াদিল্লি, ভারতে।
** বিশ্বের দেশ সবচেয়ে বেশি যক্ষ্মার ঝুঁকির মধ্যে রয়েছে : ২২টি। এর মধ্যে শীর্ষ তিনটি দেশ হলো ভারত, চীন ও ইন্দোনেশিয়া, বাংলাদেশ পঞ্চম।
** The Unheart Truth : Proverty & Human Rights (যে সত্য শুনিনি : দারিদ্র্য এবং মানবাধিকার) গ্রন্থের লেখক : আইরিন খান)।
** ‘প্রণব মুখার্জি : দ্য অল সিজন ম্যান’ গ্রন্থের লেখক : ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং।
** ‘দ্য ষ্ট্যাটেজিক ভিক্টরি’ স্মৃতিচারণমূলক গ্রন্থের লেখক : ফিদেল ক্যাষ্ট্রো।
** ‘এ জার্নি আত্মজীবনী ও স্মৃতিকথামূলক গ্রন্থের রচয়িতা : টনি ব্লেয়ার (যুক্তরাজ্য)।
** অর্থনীতিবিদ অমর্ত্য সেনের ‘আইডেন্টিটি এন্ড ভায়োলেন্স; দ্য ইলিউশন অব ডেষ্টিনি’ বইটির বাংলা সংস্করণ : পরিচিতি ও হিংসা।
** ‘ফিল্ড নোটস অন ডেমোক্রাসি’ গ্রন্থের লেখক : অরুন্ধতী রায় (ভারত)।
** শিশুতোষ বই ‘অব দী আই সিং : আ লেটার টু মাই ডটার্স’ এর লেখক : মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
** ‘পঞ্চইন্দ্রিয়’ তৈলচিত্রের চিত্রশিল্পী : মকবুল ফিদা হুসেন।
** ‘ডিসিশান পয়েন্টস’ স্মৃতিকথার রচয়িতা : জর্জ ডব্লিউ বুশ।
** Songs of Blood and Swod (রক্ত ও তরবারির গান) গ্রন্থের লেখক : ফাতিমা ভুট্টো।
** ‘স্পোকেন ফ্রম দ্য হার্ট’ গ্রন্থের লেখক : যুক্তরাষ্ট্রের ৪৩তম প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের স্ত্রী লরা বুশ।
** Discovery of India গ্রন্থের লেখক : জওহরলাল নেহেরু।
** EL Sueno del Celta উপন্যাসের লেখক : মারিও বার্গাস য়োসা।
** টেট ডি ফেমি (জ্যাকুলিন) কার চিত্রকর্ম : পাবলো পিকাসো।
** ২৬ জানুয়ারি ২০১০ পৃথিবী থেকে কোন ভাষাটি হারিয়ে যায় : ‘বো’ ভাষা।
** প্রথম অস্কার বিজয়ী নারী পরিচালক : ক্যাথরিন বিগেলো।
** ইউনেস্কো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালন করবে : ১৫০তম (২০১১ সালে)।