বিশ্ব তথ্যাবলী -০১
** অর্থ-বাণিজ্য কৃষিজ ও খনিজ সম্পদ ২০১০
** চাল রপ্তানিতে বিশ্বে শীর্ষে দেশ : থাইল্যান্ড।
** চা উৎপাদনে শীর্ষ দেশ : চীন।
** বিশ্ব বাণিজ্য রিপোর্ট(world Trade Report) প্রকাশ করে সংস্থা : বিশ্ব বাণিজ্য সংস্থা।(WTO)
** বিশ্বের শীর্ষ রপ্তানিকারক দেশ : চীন (দ্বিতীয় জার্মানি)।
** বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ : যুক্তরাষ্ট্র।
** বিশ্বের সবচেয়ে বেশি বিদেশী মুদ্রা রিজার্ভকারী দেশের নাম : চীন।
** বিশ্বের সবচেয়ে বেশি মুদ্রাস্ফীতির দেশ : জিম্বাবুয়ে।
** এশিয়ান পভার্টি লাইন : দৈনিক ১ ডলার ৩৫ সেন্ট আয়কে সর্বনিম্ন ধরে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দারিদ্র্য পরিমাপের মাপকাঠি।
** ‘অঘনিবোরা’ : ভারতের উড়িষ্যা রাজ্যের কটবোর কেন্দ্রীয় চাল গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীদের কর্তৃক উদ্ভাবিত নতূন জাতের ধান।
** বিশ্বে দেশ বায়েটেক (জিএম) শষ্য চাষ হয় : ২৫টি।
** ইউরেনিয়াম উৎপাদনে শীর্ষ দেশ : কানাডা।
** হীরা উৎপাদনে বিশ্বে শীর্ষ দেশ : বতসোয়ানা।
** বিশ্বের কোন দেশে সবচেয়ে বেশি লিথিয়াম মজুদ রয়েছে : বলিভিয়া।
** রৌপ্য (Silver) উৎপাদনে শীর্ষ দেশ : পেরু।
** GNH সূচক উদ্ভাবন করেন : ভুটানের সাবেক রাজা জিগমে সিংগে ওয়াংচুক, ১৯৭২।
** GNH-এর পূর্ণরূপ : Gross National Happiness
** MICR-এর পূর্ণরূপ : Megnatic Ink character Recognition
** Megnatic Ink character Recognition (MICR) চেক প্রথম প্রচলন করেন : ১৯৫৬ সালে, আমেরিকান ব্যাংকার্স এসোসিয়েশন।
** চুক্তি-সনদ-বৈঠক সংক্রান্ত ২০১০
** নতুন কৌশলগত অস্ত্র হ্রাসকরণ চুক্তি (স্টার্ট) দুটি দেশের মধ্যে স্বাক্ষরিত হয় : রাশিয়া ও যুক্তরাষ্ট্র।
** নতুন কৌশলগত অস্ত্র হ্রাসকরণ চুক্তি (স্টার্ট) চুক্তির স'লাভিষিক্ত : কৌশলগত অস্ত্র হ্রাসকরণ চুক্তি-১ (স্টার্ট-১)।
** ২০১০ সালের ১৫-১৭ মার্চ ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন মাইক্রোফিন্যান্স’ অনুষ্ঠিত হয় : ঢাকা, বাংলাদেশ।
** নতুন কৌশলগত অস্ত্র হ্রাসকরণ চুক্তি (স্টার্ট) স্বাক্ষরিত হয় : ৮ এপ্রিল ২০১০।
** এন্টার্কটিক চুক্তির সর্বশেষ (৪৮তম) সদস্য দেশের নাম : পর্তুগাল (২৯ জানুয়ারি ২০১০)।
** চতুর্থ LDC সম্মেলন অনুষ্ঠিত হবে : ২০১১ সালে, তুরস্কে (উল্লেখ্য, প্রথম সম্মেলন ১৯৮১ সালে ফ্রান্সের প্যারিসে এবং তৃতীয় সম্মেলন ২০১১ সালের ১৪-২০ মে ব্রাসেলসে অনুষ্ঠিত হয়)।
** ২৮-২৯ এপ্রিল ২০১০ সার্কের ১৬তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় : থিম্পু, ভুটান।
** ৮ এপ্রিল ২০১০ পরমাণু অস্ত্র কমাতে যুক্তরাষ্ট্র ও রাশিয়া নতুন কৌশলগত অস্ত্র হ্রাসকরণ চুক্তি(START) স্বাক্ষর করেন : প্রাগ (চেক প্রজাতন্ত্র)।
** ২০১০ সালের ২৫-২৭ জুন জি-৮ এর ৩৬তম সম্মেলন অনুষ্ঠিত হয় : মুসকোকা, কানাডা।
** ৩১ মে-১১ জুন ২০১০ রোম সংবিধির রিভিউ কনফারেন্স অনুষ্ঠিত হয় : কাম্পালা (উগান্ডা)।
** জাতিসংঘ মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস(MDG) সম্মেলন অনুষ্ঠিত হয় : ২০-২২ সেপ্টেম্বর ২০১০।
** ২০১০ সালে ৮-৯ এপ্রিল ১৬তম আসিয়ান শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় : হ্যানয়, ভিয়েতনাম। ** ২০১১ সালে ১৭তম সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে : মালে, মালদ্বীপ।
** ১৮-২০ মে ২০১০ ওআইসি(OIC) এর ৩৭তম পররাষ্ট্রমন্ত্রী সম্মেলন অনুষ্ঠিত হয় : দুশানবে, তাজিকিস্থান।
** ৪ মে ২০১০ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কোন স্থায়ী সদস্য প্রথম দেশ হিসেবে গুচ্ছ বোমা নিষিদ্ধকরণ চুক্তি অনুমোদন করেন : ব্রিটেন।
** রিপোর্ট-জরিপ সংক্রান্ত ২০১০
** ২০১০ সালের ‘সেভ দ্য চিলড্রেন’ এর ১১তম বার্ষিক মাদার ইনডেক্স-এ শীর্ষ অবস্থানে দেশ : নরওয়ে।
** বিশ্ব ব্যাংকে সবচেয়ে বেশি অংশীদারি বা ভোটধারী : মার্কিন যুক্তরাষ্ট্র (১৫.৮৫%), দ্বিতীয় জাপান (৬.৮৪%)।
** IDA এর শীর্ষ অংশীদারি দেশ : যুক্তরাজ্য-১৪.০৫% (দ্বিতীয় যুক্তরাষ্ট্র-১২.১৯%, তৃতীয় জাপান-১০.০০%)।
** বিশ্বের বৃহত্তম শিল্প পণ্য উৎপাদনকারী দেশ : যুক্তরাষ্ট্র (১৯%), দ্বিতীয় চীন (১৫.৬%), তৃতীয় জাপান (১৫.৪%)।
** বিশ্বে বায়োটেক শস্য উৎপাদনে শীর্ষ দেশ : যুক্তরাষ্ট্র (দ্বিতীয় ব্রাজিল)।
** ২০১০ সালের গ্লোবাল পিস ইনডেক্সে শীর্ষ দেশ (অর্থাৎ ভালো দেশ) : নিউজিল্যান্ড (সবচেয়ে খারাপ অর্থাৎ সর্বনিম্নে ইরাক, ১৪৯তম)।
** ২০১০ সালের EFA গ্লোবাল মনিটরিং রিপোর্ট অনুযায়ী সার্কভূক্ত দেশের মধ্যে সাক্ষরতার হারে শীর্ষ দেশ : মালদ্বীপ; ৯৭%।
** যুক্তরাষ্ট্রভিত্তিক ‘ফ্রিডম হাউস’ এর তথ্য মতে, ২০০৯ সালে বিশ্বে নির্বাচিত গণতান্ত্রিক দেশের সংখ্যা : ১১৬।
** ২০১০ সালের ‘কোয়ালিটি অব লাইফ ইনডেক্সে’ শীর্ষ দেশ : ফ্রান্স।
** বিশ্বে অস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ : যুক্তরাষ্ট্র।
** ২০১০ সালে খাদ্য নিরাপত্তাহীনতার সূচকে শীর্ষ : আফগানিস্থান।
** বিশ্ব প্রতিযোগিতা-সক্ষমতা প্রতিবেদন ২০১০-২০১১ এ শীর্ষ দেশ : সুইজারল্যান্ড।
** বিশ্বের মোট জনসংখ্যার শতাংশ লোক বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত : ২০%, অর্থাৎ ১৪০ কোটি মানুষ (উল্লেখ্য, ৪০% বা ২৮০ কোটি লোক রান্নার জন্য কাঠ বা গোবর ব্যবহার করে)।
** বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO )-এর তথ্যমতে ২০০৯ সালে বিশ্বে আত্মহত্যায় শীর্ষ দেশ : বেলারুশ (প্রতি লাখে ৩৬,৮০ জন), দ্বিতীয় লিথুয়ানিয়া (প্রতি লাখে ৩১,৮৫ জন)।
** ২০১০ সালের দুর্নীতির ধারণাসূচকে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্থ দেশ : নিউজিল্যান্ড, ডেনমার্ক ও সিঙ্গাপুর।
** ২০১০ সালের মানব উন্নয়ন রিপোর্ট অনুসারে গড় আয়ুতে শীর্ষ দেশ : জাপান (৮৩.২ বছর)।
** সার্কভূক্ত কোন দেশের গড় আয়ু সবচেয়ে বেশি : শ্রীলংকা।
** ২০১০ সালের দূর্নীতির ধারণা সূচক শীর্ষ দুর্নীতিগ্রস' দেশ : সোমালিয়া।
** ‘মানব উন্নয়ন সূচক ২০১০’-এ শীর্ষ দেশ : নরওয়ে।
** বর্তমানে বিশ্বে সবচেয়ে বেশি কার্বন নির্গমনকারী দেশ : (দ্বিতীয়ী যুক্তরাষ্ট্র)।
** পৃথিবীর শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব ২০১০
** অটোমেটেড টেলার মেশিনের উদ্ভাবক : জন শেফার্ড-ব্যারন।
** সবুজ বিপ্লবের(Green Revolution) জনক : নরম্যান বোরলোগ (যুক্তরাষ্ট্র)।
** মাইকেল জ্যাকসনের প্রথম একক এলবামের নাম : গট টু বি দেয়ার।
** বিশ্বের শীর্ষ ধনী সরকার বা রাষ্ট্রপ্রধান : রাজা ভূমিবল (থাইল্যান্ড)।
** টাইম ম্যাগাজিনে জরিপে ২০১০ সালে বিশ্বের প্রভাবশালী নেতার তালিকায় শীর্ষে : লুইস ইনাসিও লুলা ডি সিলভা (ব্রাজিল)।
** টেষ্ট টিউব বেবির জনক : রবার্ট জি. এডওয়ার্ডস।
** সভ্যতার সংঘাত তত্ত্বের উদ্ভাবক : রাষ্ট্রবিজ্ঞানী স্যামুয়েল ফিলিপ হান্টিংটন।
** হান্টিংটন তত্ত্বের মূলকথা ছিল : পশ্চিম এবং মুসলিম বিশ্বের মধ্যে সংঘাত।
** ‘দ্য ক্লাশ অব সিভিলাইজেশন’ গ্রন্থের লেখক : স্যামুয়েল হান্টিংটন।
** ফ্রাক্টাল জ্যামিতির জনক : বেনোই ম্যান্ডেল ব্রট।
** ভারতের চিত্রশিল্পী মকবুল ফিদা হুসেন কোন দেশের নাগরিকত্ব গ্রহণ করেছেন : কাতার।
** ফরবেসের তথ্য মতে, বর্তমানে বিশ্বের শীর্ষ ধনী : কার্লোস স্লিম হেলু (মেক্সিকো)।
** বৃহত্তম, ক্ষুদ্রতম,দীর্ঘতম, দ্রুততম, ও প্রথম ২০১০
** বিশ্বের সর্ববৃহৎ সৌরশক্তিচালিত নৌকার নাম : প্লানেট সোলার (উদ্বোধন করা হয় ২৫ ফেব্রুয়ারি ২০১০)।
** বিশ্বের বৃহত্তম ঘড়ির নাম : মক্কা ক্লক (সৌদি আরব)।
** গ্রাহক ও নেটওয়ার্কের দিক দিয়ে বিশ্বের বৃহত্তম মোবাইল কোম্পানি : চায়না মোবাইল।
** বর্তমানে বিশ্বের সর্বোচ্চ আবাসিক ভবনের নাম : কুইন্সল্যান্ড নাম্বার ওয়ান (QI ), অষ্ট্রেলিয়া।
** ১৬ অক্টোবর ২০১০ কোন দেশে বিশ্বের সবচেয়ে দীর্ঘতম কারলাইন চালু হয় : আর্মেনিয়া (দৈর্ঘ্য ৫.৭ কিমি)।
** বিশ্বের উচ্চতম হোটেলের নাম : রোজ রোটানা।
** বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ট্রেনের নাম : হারমনি এক্সপ্রেস (চীন)।
** এপ্রিল ২০১০ বিশ্বের দীর্ঘতম সমুদ্রপ্রাচীরের উদ্বোধন করা হয় দেশে : দঃ কোরিয়া (দৈর্ঘ্য ৩৩ কিমি)।
** বিশ্বের সবচেয়ে বড় গ্যাসক্ষেত্রের নাম : দক্ষিণ পারস্য গ্যাসক্ষেত্র।
** ২২ অক্টোবর ২০১০ বিশ্বের প্রথম মহাকাশ বন্দরের রানওয়ে উদ্বোধন করা হয় : নিউ মেক্সিকো, যুক্তরাষ্ট্র।
** বিশ্বের দীর্ঘতম রেলওয়ে ট্যানেলের নাম : গোথার্য বেস টানেল।
** সৌর শক্তিচালিত প্রথম নৌযানের নাম : তুরানোর প্লানেট সোলার (জার্মানির তৈরি এ জাহাজ ২০১১ সালে ভ্রমণে বের হবে)।
** সমুদ্র উপকূলবর্তী (Off-Shore)-এর দিক দিয়ে বিশ্বের বৃহত্তম বায়ু বিদ্যুৎ প্লান্ট : থানেট বায়ু বিদ্যুৎ প্লান্টি (যুক্তরাজ্য)।
** বিশ্বের সবচেয়ে ছোট রেলপথ : এঞ্জেলস ফ্লাইট রেলওয়ে (যুক্তরাষ্ট্র)।
** নারী বিশ্ব সংক্রান্ত ২০১০
** ব্রাজিলের প্রথম নারী প্রেসিডেন্ট : দিলমা রউসেফ।
** বিশ্বের বৃহত্তম নারী বিশ্ববিদ্যালয়ের নাম : রিয়াদ উইমেনস বিশ্ববিদ্যালয়।
** পাকিস্তানের সুপ্রিম কোর্ট বার সমিতির প্রথম নারী ও বর্তমান সভাপতি : আসমা জাহাঙ্গীর।
** ব্রিটেনের ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টি’র প্রথম নারী মুসিলম চেয়ারম্যান (প্রধান) : সৈয়দা ওয়ারসি (১২ মে ২০১০ বর্তমান)।
** ৮ মার্চ ২০১০ জাতিসংঘের নারী পুলিশ প্রধান হিসেবে নিয়োগ পান : এন মেরি ওরলার (সুইডেন)।
** ১ মার্চ ২০১১ সার্কের প্রথম নারী মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন : ফাতিমা দিয়ানা সাঈদ (মালদ্বীপ)।
** প্রথম অঙ্কার বিজয়ী নারী পরিচালক : ক্যাথরিন বিগেলো।
** স্লোভাকিয়ার প্রথম নারী প্রধানমন্ত্রী : ইভেটা রাদিকোভা।
** কিরগিজিস্তানের প্রথম নারী প্রেসিডেন্ট : রোজা ওতুনবায়েভা।
** ত্রিনিদাদ এন্ড টোবাগোর প্রথম নারী প্রধানমন্ত্রীর নাম : কমলা প্রসাদ বিশ্বেশ্বর।
** ‘সোর্ড অব অনার’ পাওয়া প্রথম ভারতীয় নারী : দিব্যা অজিত কুমার।
** পরিবেশ ও দুর্যোগ ও জনসংখ্যা সংক্রান্ত ২০১০
** ‘গ্লোবাল জিরো’ : আগামী ২৫ বছরের মধ্যে বিশ্বকে পরমাণু অস্ত্রমুক্ত করে গড়ে তোলার প্রকল্প।
** বলিভিয়ার আদিবাসী সমপ্রদায় : ৩৬টি।
** বর্তমানে বিশ্বে যে কয় প্রজাতির বাঘ রয়েছে : ৬টি। রয়েল বেঙ্গর টাইগার, সাইবেরিয়ান টাইগার, সুমাত্রান টাইগার, ইন্দো-চায়না টাইগার, সাউথ চায়না টাইগার ও মালায়ান টাইগার। বিলুপ্ত
** প্রজাতির মধ্যে রয়েছে কাস্পিয়ান টাইগার, সাভানীজ টাইগার ও বালিনীজ টাইগার।
** ২০১০ সালের অক্টোবর দেশটিতে কলেরা মহামারী দেখা দেয় : হাইতি।
|