সাধারন জ্ঞান ও "ভূগোল ও পরিবেশ " পরীক্ষার এমসিকিউ এর প্রস্তুতির জন্য " প্রাকৃতিক ভূগোল" বিষয়ের উপর ১২০ টি খুব গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর....
1) কোন দেশের নাবিকরাই প্রথম ধারণা করে যে পৃথিবীর আকৃতি হল জল ভর্তি থালায় বসানো অর্ধেক আপেলের মত – ফিনল্যান্ডের অধিবাসী ফিনিশীয় নাবিকরা ৷
2) পৃথিবীর আকৃতি গোলকের মতো গোল (spherical) কে প্রথম বলেন – যীশুখ্রিষ্টের জন্মের ৬০০ বছর আগে গ্রিক পন্ডিত পিথাগোরাস একথা বলেন৷
3) ‘পৃথিবী আসলে গোলাকার’ একথা কে বলেন – যিশুখ্রিষ্টের জন্মের ২০০ বছর আগে গ্রীক দার্শনিক এরাটোসথেনিস একথা বলেন৷
4) পূর্ণ চন্দ্রগ্রহনের সময় চাঁদের উপর পড়া পৃথিবীর ছায়ার প্রান্তভাগ দেখে কে সিদ্ধান্ত গ্রহন করেন যে,প্রকৃত গোলকের মতোই পৃথিবীর আকৃতি – গ্রীক সম্রাট আলেকজান্ডারের গুরু অ্যারিস্টটল ৷
5) দিগন্ত রেখা কি – সমুদ্র কিংবা বিশাল প্রান্তরের ধারে দাঁড়িয়ে দূরে তাকালে মনে হয় যে , জলরাশি বা ভূমি এবং আকাশ যেন একটি বৃত্তরেখায় মিশে গিয়েছে৷ এই কাল্পনিক রেখা কে দিগন্ত রেখা বা Horizon বলে ৷
6) কয়কজন ভূ পর্যটকগণের নামকর যারা জলপথে পৃথিবী ভ্রমন করে আবার সই স্থানেই ফিরে আসে – কুক,ম্যাজেলান,ড্রেক প্রমুখ ৷
7) মহাকাশচারীরা মহাশূণ্য থেকে পৃথিবীকে কেমন দেখেছেন – উজ্বল নীল গোলকের মতো ৷
8) পৃথিবীর সর্বপ্রথম সফল মহাকাশচারী কে – ইউরি গ্যাগারিন ৷
9) কোন মহাকাশযানে করে তিনি পৃথিবী প্রদক্ষিণ করেন – ১৯৬১ সালের ১২ ই এপ্রিল মহাকাশ যান স্পুটনিকে চড়ে তিনি পৃথিবী ভ্রমণ করেন৷
10) ইউরি গ্যাগারিন মহাকাশ থেকে পৃথিবীকে কেমন দেখেন – তার মতানুসারে, পৃথিবীকে দেখতে গোলাকার বটে, তবে তা অনেকটা পেয়ারার মত ৷
11) মানুষ কবে প্রথম চন্দ্রপৃষ্ঠে প্রথম অবতরণ করে – ১৯৬৯ খ্রিস্টাব্দের ২১ শে জুলাই ৷
12) চন্দ্রপৃষ্ঠে কে কে অবতরণ করে – নীল আর্মস্ট্রং, এডউইন অ্যালড্রিন, কলিন্স ৷
13) পৃথিবী থেকে চাঁদের দুরত্ব কত – ৩ লক্ষ ৮৪ হাজার ৪০০ কিমি ৷
14) চাঁদ থেকে তার পৃথিবী কে কেমন দেখেছিল – দাদা ও নীল রঙের একটা মন্ডলের মতো ৷
15) পৃথিবী চাঁদের চেয়ে কতগুন বড় – ৫০ গুন ৷
16) মহাকাশ চারিদের কাছে মহাকাশ কেমন – ঘোর কালো ৷
17) বিশ্বের প্রথম মহিলা মহাকাশ চারীর নাম কি – ভ্যালেন্তিনা তেরেশকোভা ৷
18) প্রথম ভারতীয় মহাকাশ চারীর নাম কি – রাকেশ শর্মা ৷
19) নীল গ্রহ (Blue Planet) কাকে বলে – পৃথিবী ৷
20) মহাকাশ থেকে পৃথিবীর মরুভূমি অঞ্চল ও সুমেরু অঞ্চল কে কোন রঙের দেখায় – মরুভূমি অঞ্চল কে রক্তাভ হলুদ ও দুই মেরুকে ঝকঝকে সাদা দেখায় ৷
21) পৃথিবীর গড় ব্যাসার্ধ কত – ৬৪০০ কি.মি.
22) অভিগত গোলক বা উপগোলক কাকে বলে – যে গোলকের উত্তর ও দক্ষিণ দিক সামান্য চাপা এবং পূর্ব পশ্চিম দিক সামান্য ফোলা তাকে অভিগত গোলক বা উপগোলক (oblate spheroid) বলে ৷
23) পৃথিবীর নিরক্ষীয় ব্যস কত – ১২৭৫৭ কিমি ৷
24) পৃথিবীর মেরু ব্যস কত – ১২৭১৮ কিমি ৷
25) পৃথিবীর মেরু ব্যাস ও নিরক্ষীয় ব্যাসের পার্থক্য কত – ৪৩ কিমি ৷
26) পৃথিবীর নিরক্ষীয় অঞ্চল স্ফিত কেন – কেন্দ্রবিমুখ শক্তি ( Centrifugal Force )
27) পৃথিবীর অভিগত গোলাকৃতির একটি অপ্রতক্ষ্য প্রমাণ লেখ – পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি ৷
28) নিউটনের মাধ্যাকর্ষণ শক্তির সূত্রটি বিবৃত কর – যে বস্তু পৃথিবীর কেন্দ্র থেকে যতদুরে অবস্থান করে তাপ উপর পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি তত কম ৷
29) পৃথিবী পৃষ্ঠে কোথায় বস্তুর ওজন সর্বাধিক হয় – মেরুতে ৷
30) পৃথিবী পৃষ্ঠের সর্ব্বোচ্চ স্থানের নাম কর – হিমালয় পর্বতের মাউন্ট এভারেস্ট ৷ (৮৮৪৮ মিটার )
31) পৃথিবীর সর্বনিন্ম স্থানের নাম কর – প্রশান্ত মহাসাগরের মারিয়ানা খাত (গভিরতা ১১০০০ মিটারের বেশি)
32) পৃথিবীর বন্ধুরতার প্রসার কত – প্রায় ২০ কিমি ৷
33) Geoid কথার অর্থ কি – Earth Shaped.
34) পৃথিবীর কোন মেরুর দিকে চাপ – দক্ষিণমেরু ৷
35) জিয়ড কি – পৃথিবীর প্রকৃত আকৃতি পৃথিবীর মত – একে ইংরেজিতে জিয়ড বলে ৷
36) সৌরজগৎ বা সূর্যপরিবার বলতে কি বোঝ – সূর্যের আকর্ষণে আমাদের পৃথিবীর মতো অনেক ছোটো বড় গ্রহ যার সূর্যের চারিদিকে ঘুরছে তাদের একসঙ্গে বলে সৌরজগৎ বা সৌরপরিবার ৷
37) পৃথিবীর গ্রহের সংখ্যা কত – ৮ টি ৷
38) ‘কুলীন গ্রহ’ গুলির নাম কর – যে সব গ্রহ নিজেদের কক্ষপথের কোন মহাজাগতিক বস্তু এলে তা সরিয়ে দিতে পারে তাদের কুলীন গ্রহ বলে – এগুলি হল – (ক) বুধ (খ) শুক্র (গ) পৃথিবী (ঘ) মঙ্গল (ঘ) বৃহস্পতি (ঙ) শনি (চ) ইউরেনাস (ছ) নেপচুন
39) সূর্যের বহিঃস্থ গ্রহের নাম কর – বৃহস্পতি , শনি , ইউরেনাস, নেপচুন ৷
40) সূর্যের অন্তঃস্থ গ্রহের নাম কর – বুধ, শুক্র,পৃথিবী,মঙ্গল ৷
41) সূর্যের নিকটতম গ্রহের নাম কি – বুধ (৫.৭৬ কোটি কিমি)
42) রাক্ষুসে গ্রহ কাকে বলে – বৃহস্পতি,শনি,ইউরেনাস,নেপচুন আয়াতনে খুব বড়ো তাই এদের রাক্ষুসে গ্রহ বলে ৷
43) সূর্যের দুরতম গ্রহের নাম কি – প্লুটো (৫৯০ কোটি কিমি)
44) সৌরজগতের সবচেয়ে বড় গ্রহের নাম কি – বৃহস্পতি (ব্যাসার্ধ ৭১৪৯২) ৷
45) ‘লালগ্রহ’ নামে কে পরিচিত – মঙ্গল ৷
46) সৌরজগতের সবচেয়ে উষ্ণতম গ্রহের নাম কি – শুক্র ৷
47) বামন গ্রহ কি – যে গ্রহ তার কক্ষপথের কোন মহাজাগতিক বস্তু এলে তা সরিয়ে দিতে পারেনা তাকে বামন গ্রহ বা Dwarf Planet বলে ৷ যেমন – প্লুটো ৷
48) সৌরজগতের কোন গ্রহে প্রাণের অস্তিত্ব আছে – পৃথিবী ৷
49) কোন গ্রহের মাধ্যাকর্ষণ শক্তি বেশি – বৃহস্পতি ৷
50) কোন গ্রহের সবচেয়ে উপগ্রহ সংখ্যা বেশি – বৃহস্পতি ( ৬৭ টি )
51) কোন গ্রহকে বলয় গ্রহ বলে – শনি ৷
52) কোন গ্রহকে সবুজ গ্রহ বলে – ইউরেনাস ৷
53) সূর্যকে আবর্তন করতে কোন গ্রহ সবচেয়ে কম সময় নেয় – বৃহস্পতি ৷
54) কোন গ্রহের পরিক্রমণের চেয়ে আবর্তন বেগ বেশি – শুক্র ৷
55) অন্তঃস্থ গ্রহদের মধ্য বৃহত্তম কে – পৃথিবী ৷
56) পৃথিবীতে আনুমানিক প্রাণি ও উদ্ভিদের সংখ্য কত – পৃথিবীতে প্রায় ১০ লক্ষ প্রাণি ও ৩ লক্ষ ৫০ হাজার উদ্ভিদ প্রজাতি আছে ৷
58) পৃথিবীর ভূমিভাগের গড় তাপমাত্রা কত – ১৫ ডিগ্রি সেলসিয়াস ৷
59) পৃথিবীতে অনুমানকি কত বছর আগে প্রাণের অস্থিত্ব দেখা যায় – ৩০০ কোটি ৷
60) পৃথিবীর জলভাগের পরিমাণ কত – ৭১.৪ ডিগ্রি ৷
61) পৃথিবীর বৃহত্তম পরিধী কত – ৪০০৭৭ কিমি ৷
62) পৃথিবীর ভূ-পৃষ্ঠের ক্ষেত্রফল কত – ৫১ কোটি ১ লক্ষ ৯৩৪ বর্গকিমি ৷
63) পৃথিবীর আয়তন কত – ১০৮৩৩১৯৭৮০০০০ ঘনকিমি ৷
64) পৃথিবীর পরিধি প্রথম কে পরিমাপ করেন – এরাটস্ থেনিস ৷
65) এরাটস্ থেনিসের মত অনুযায়ি পৃথিবীর ব্যাসার্ধ কত – প্রায় ৭৩৫৮ কিমি ৷
66) GPS এর পুরো নাম কি – Global Positioning System .
67) GPS ব্যবস্থা কটি কৃত্তিম উপগ্রহ থেকে কার্যকরি হয় – ২৪ টি ৷
68) পৃথিবীকে কেন নীল গ্রহ বলে – ভূপৃষ্ঠের অধিকাংশই সমুদ্রের জলে ঢাকা বলে পৃথিবীর বাইরে থেকে তার বেশিরভাগ অংশই নীল রঙের দেখাই, এই কারনে পৃথিবীকে নীল গ্রহ বলে ৷
69) উপকূলের দিকে অগত জাহাজের যে অংশ আগে দেখা যাবে – মাস্তুল ৷
70) পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে একথা প্রথম বলেন – কোপারনিকাস ৷
71) ‘টাইটান’ কার উপগ্রহ – শনি ৷
72) কোন কোন গ্রহের কোন উপগ্রহ নেই – বুধ ও শুক্র ৷
73) যত উপর থেকে দেখা হবে দিগন্ত রেখার কি পরিবর্তন হবে – দিগন্ত রেখা বেড়ে যাবে ৷
74) পৃথিবীর উৎপত্তি হয় কবে – প্রায় ৪৫০ কোটি বছর আগে ৷
75) শনি ছাড়া আর কোন গ্রহের বলয় আছে – ইউরেনাস ৷
76) সূর্য কোন গ্যালক্সির অন্তর্গত – আকাশগঙ্গা ৷
77) মঙ্গলের দুটি উপগ্রহের নাম কর – ফোবস ও ডাইমোস ৷
78) সবচেয়ে বড়উপগ্রহের নাম কি – বৃহস্পতির গ্যানিমিড উপগ্রহ ৷
79) ইউরেনাসের রঙ সবুজ কেন – মিথেন গ্যাস বেশি থাকার জন্য ৷
80) মঙ্গলের রঙ লাল কেন – মঙ্গলের মাটিতে প্রচুর পরিমাণে ফেরাস অক্সাইড ( লোহা) থাকার জন্য ৷
81) সৌরজগতের শীতলতম গ্রহের নাম কি – ইউরেনাস ৷
82) পৃথিবীর নিজের অক্ষের চারিদিকে কোন দিক থেকে কোন দিকে ঘোরে – পশ্চিম থেকে পূর্বে ৷
83) ‘সূর্যই সৌজগতের কেন্দ্রে আছে,আরপৃথিবী সহ অন্য গ্রহরা নিজের নিজের অক্ষের চারিদিকে ঘুরতে এক একটি নির্দিষ্ট কক্ষপথের ঘুরছে’ একথা কে বলেছেন – পোলান্ডের জোতিবিজ্ঞানি নিকোলাস কোপারনিকাস ৷
84) পৃথিবীর গতি কয়টি – দুটি (ক) নিজের মরুদন্ডের বাঈ অক্ষের চারিদিকে আবর্তন গতি (খ) নিজের কক্ষপথের সূর্যের চারিদিকে পরিক্রমণ গতি ৷
85) পৃথিবী তার কক্ষতলের সঙ্গে কত ডিগ্রি কোন করে আছে – ৬৬১/২ ডিগ্রি ৷
86) অহ্নিক শব্দের অর্থ কি – ‘অহ্ন’ শব্দ থেকে আহ্নিক শব্দের উৎপত্তি এর অর্থ দিন ৷
87) পৃথিবী সূর্যকে আবর্তন করতে কত সময় নেয় – ২৩ ঘন্টা ৫৬ মিনিট ৪ সেকেন্ড ৷
88) পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে বেশি কোথায় – নিরক্ষরেখায় ( ১৬৬৬ কিমি/ঘন্টা) ৷
89) কর্কটক্রান্তি রেখায় পৃথিবীর অবর্তন বেগ কত – ১৫৫০ কিমি/ঘন্টা ৷
90) কুমেরু বৃত্তে পৃথিবীর অবর্তন বেগ কত – ১২৭৫ কিমি/ঘন্টা ৷
91) কলকাতায় পৃথিবীর অবর্তন বেগ কত – ১৫২০ কিমি/ঘন্টা ৷
92) পৃথিবীর আবর্তন গতি বলতে কি বোঝ – পৃথিবী নীজের অক্ষের চারিদিকে পশ্চিম থেকে পূর্বে ঘুরছে এক পৃথিবীর আবর্তন গতি বলে ৷
93) পৃথিবীর আবর্তন গতির ফলাফল কি কি – (ক) দিন ও রাত্রি সংঘটিত হয় (খ) জোয়ার ভাটার সৃষ্টি হয় (গ) সূর্যোদয় ও সূর্যাস্ত হয় (ঘ) উদ্ভিদ ও প্রাণিজগৎ সৃষ্টি হয় ৷
94) ছায়াবৃত্ত কি – আলো ও অন্ধোকারের সীমান বরাবর যে কাল্পনিক বৃত্ত রেখা তৈরি হয় তাকে ছায়াবৃত্ত বলে ৷
95) পৃথিবীর অবর্তন গতি না থাকলে কি হত – পৃথিবীর যে অর্ধেক অংশে সূর্যের আলো পড়ত সেখানে হত চিরদিন আর যে অর্ধেক অংশে অন্ধকার থাকত সেখানে চিররাত্র সংঘটিত হত ৷
96) ভোর বা প্রভাত কখন হয় – সূর্যের চারিদিকে ঘুরতে ঘুরতে পৃথিবীর যে জায়গা অন্ধকার থেকে ছায়াবৃত্ত পার হয়ে আলোকিত হয়, সই জায়গায় ভোর বা প্রভাত হয় ৷
97) পৃথিবীতে কখন সন্ধ্যা হয় – সূর্যের চারিদিকে ঘুরতে ঘুরতে পৃথিবীর যে স্থান আলোকিত অংশ থেকে ছায়াবৃত্ত পার হয়ে অন্ধকার অংশে যায় তখন সেখানে সন্ধ্যা হয় ৷
98) ঊষা কখন হয় – সূর্য উথার ঠিক আগে বায়ুমন্ডলের ধুলিকণায় সূর্যের আলো প্রতিফলিত হয়ে পূর্ব অকাশে যে ক্ষিণ আলো দেখা যায় তাকে ঊষা বলে ৷
99) গোধুলি কাকে বলে – সূর্যাস্তের পর বায়ুমন্ডলের ধূলিকণায় সূর্যের আলো প্রতিফলিত হয়ে পশ্চিম আকাশে যে ম্লান আলো দেখা যায় তাকে গোধুলি বলে ৷
100) পৃথিবীর পরিক্রমণ বেগ কত – সেকেন্ডে ৩০ কিলোমিটার ৷
101) মহাকর্ষ কি ? – সব বস্তুই পরস্পরকে আকর্ষণ করে, বা নিজের দিকে টানে৷ একেই মহাকর্ষ বলে ৷
102) সূর্য পৃথিবীর তুলনায় কত গুন বড় – ১৩ লক্ষ গুণ বড়ো ৷
103) সূর্য ও তার গ্রহ কোনছায়া পথের অংশ – আকাশগঙ্গা ৷
104) নিজের অক্ষের চারিদিকে একপাক খেতে পৃথিবীর সময় লাগে কত – ২৪ ঘন্টা
105) পৃথিবীর অক্ষ কি – যে কল্পিত রেখার চারিদিকে পৃথিবী অবর্তন করে , তাকেই পৃথিবীর অক্ষ বলে ৷
106) পৃথিবীর মেরু কাকে বলে – পৃথিবীর যে দুটি প্রান্তে কল্পিত অক্ষদন্ডটি বেরিয়ে থাকার কথা সই দুটিই হলো মেরু ৷ পৃথিবীর দুটি মেরু আছে – উত্তর মেরু ও দক্ষিন মেরু ৷
107) নিরক্ষরেখা বা বিষুব রেখা কোথায় অবস্থিত – পৃথিবীর মাঝবরাবর , এর মান ০ ডিগ্রি ৷
108) পৃথিবীর কক্ষপথ কেমন – উপবৃত্তাকার ৷
109) পৃথিবী কোন দিক থেকে কোন দিকে ঘোরে – পশ্চিম থেকে পূর্বে ৷
110) পৃথিবী সূর্যকে পরিক্রম করতে কত সময় নেয় – ৩৬৫ দিন প্রায় ৷
111) বার্ষিক গতি বা পরিক্রমণ গতির বেগ সেকেন্ডে কত – ৩০ কিমি ৷
112) পরিক্রমণ গতি কাকে বলে – পৃথিবী নিজ অক্ষের ওপর আবর্তন করতে করতে, নির্দিষ্ট উপবৃত্তাকার কক্ষপথে পশ্চিম থেকে পূর্বদিকে নির্দিষ্ট সময়ে ( প্রায় ৩৬৫ দিন) সূর্যের চারিদিকে ঘোরে, বা পরিক্রমন করে ৷ এটাই পৃথিবীর পরিক্রমণ গতি ৷
113) মুক্তিবেগ কি – কোনো বস্তুকে প্রতি সেকেন্ডে ১১.২ কিমি গতিবেগে ওপরের দিকে ছুঁড়তে পারলে সেটা নীচের দিকে না পড়ে, মহাশূণ্যে পৃথিবীর চারিদিকে ঘুরতে থাকবে৷ একেই মুক্তিবেগ বলে ৷ রকেটের মাধ্যমে কৃত্তিম উপগ্রহ উৎক্ষেপণ করা হয় এই মুক্তিবেগে ৷
114) পৃথিবী থেকে সূর্যের গড় দুরত্ব কত – ১৫ কিমি ৷
115) কক্ষপথ ও কক্ষতল কি – পৃথিবীর যে পথে সূর্যকে প্রদক্ষিণ করে, সেটাই পৃথিবীর কক্ষপথ, এই কক্ষপথের মহাশূন্যে যে কাল্পনিক সমতলে অবস্থিত, সেটাই কক্ষতল ৷
116) পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে একথা প্রথম কে বলে ছিলেন – কোপারনিকাস ৷
117) “প্রতিটি গ্রহ উপবৃত্তাকার কক্ষপথের সূর্যকে কপ্রদক্ষিন করে এবং সূর্য ঐ উপবৃত্তের একটি ফোকাসে থাকে” – একথা কে বলে ছিলেন – কেপলার৷
118) অপসূর ও অনুসূর কি – পৃথিবী থেকে সূর্যের দুরত্ব সর্বদা সমান নয় – ৪ ঠা জুলাই সূর্য থেকে পৃথিবীর দুরত্ব সবচেয়ে বেশি হয় ( প্রায় ১৫ কোটি ২০ লক্ষ কিমি) একে অপসূর অবস্থান বলা হয় ৷আবার ৩ রা জানুয়ারি সূর্য থেকে পৃথিবীর দুরত্ব সবচেয়ে কম হয় (প্রায় ১৪ কোটি ৭০ লক্ষ) একে পৃথিবীর অনুসূর অবস্থান বলা হয় ৷
119) চন্দ্রমাস কি – পৃথিবীর উপগ্রহ চাঁদ পৃথিবীকে প্রায় ২৮ দিনে প্রদক্ষিণ করে এই সময়টাকে বলা হয় চন্দ্রমাস ৷
120) সৌর বছর কি – পৃথিবী সূর্যকে প্রায় ৩৬৫ দিনে একবার প্রদক্ষিন করে এই সময়টাকে বলা হয় – সৌর বছর ৷
[ইন্টারনেট হতে সংগ্রহীত
Common sense and "Geography and Environment" for the preparation of test emasikiu "natural geography" on the very important question .... 120
1) What is the shape of the country's nabikarai the idea that the placement of a dish filled with water like half an apple - Phoenician sailors resident in Finland.
2) the shape of the earth as a sphere round (spherical) was the first - born 600 years ago, the Greek scholar Pythagoras yisukhristera said.
3) "the earth is round," he told - the birth of Jesus Christ 00 years ago, the Greek philosopher said eratosathenisa.
4) at the end of the shadow of the Earth falling on the moon full candragrahanera a decision that the actual shape of the earth as a sphere - Aristotle, Greek emperor Alexander the guru.
5) What is the horizon line - standing by the sea or in the desert, it seems that looking away, water or land, and the sky was a brttarekhaya merged. Who is this imaginary line to the horizon line, or Horizon.
6) kayakajana paryatakaganera the land where the water comes back to the signing of the Travel the world - Cook, myajelana, Drake and others.
7) How do astronauts saw Earth from space - like a bright blue spheres.
8) Who is the world's first successful cosmonaut - Yuri Gagarin.
9) spacecraft in orbit, the Earth - April 1, 1961 to go into space on a sputanike he traveled the world.
10) How do you see the earth from space, Yuri Gagarin - in his opinion, that the earth is round, but it's a lot like guava.
11) When man first landed on the moon - July 1, 1969 AD.
12) Who landed on the moon - Neil Armstrong, Edwin ayaladrina, Collins.
13) What is the distance from the Earth to the Moon - 3 lakh 84 thousand 400 km.
14) How is the moon seen from Earth - grandfather and blue, like a mandala.
15) kataguna larger than Earth's moon - 50 times.
16) What kind of space are caridera space - dark black.
17) What is the name of the locomotive of the world's first female space - Valentina Tereshkova.
18) What is the name of the Indian Space locomotive - Rakesh Sharma.
19) Blue Planet (Blue Planet) What is the - world.
20) Who is the arctic regions and desert earth from space shows no color - yellow desert region and the Pole a bloody white teeth looks.
21) What is the average radius - 6400 km
22) What is sheltered sphere or spheroid - a sphere that cover the north and south and east-west direction a little swelling earned him the sphere or spheroid (oblate spheroid) said.
23) What is the world's equatorial Drug addiction - 12757 km.
24) How many of the world's all pole - 12718 km.
25) What is the difference between the diameter of the Earth's equatorial and polar diameter - 43 km.
26) Why is the world's equatorial region sphita - kendrabimukha Energy (Centrifugal Force)
27) the evidence obtained rounded Write a aprataksya - Earth's gravitational force.
28) The source stated as Newton's theory of gravity - that the object is positioned in the center of the heat from the Earth's gravitational force yatadure less.
29) The maximum weight of the Earth's surface where the object is - Pole.
30) the surface of the earth in the name of the highest tax - Mount Everest Mount Everest. (8848 meters)
31) the name of the lowest taxes in the world - the Mariana trench in the Pacific (11,000 meters depth)
32) What is the breadth of relief - about 0 km.
33) Geoid what this means - Earth Shaped.
34) The earth pressure at the poles - Pole.
35) What jiyada - the actual shape of the earth, like the Earth - jiyada say it in English.
36) suryaparibara speak or understand the solar system - the sun, attracting many young stars like our Earth revolving around the sun in the solar system or the sauraparibara them together.
37) How many of the world's number - 8.
38) patrician planet, "the name of the tax - that all the planets in their orbits to remove any objects that may come to their generous planet - These are - (a) Mercury (b) Venus (c) Earth (d), Mars (d) Jupiter, (e), Saturn (f), Uranus (g) Neptune
39) Name the Sun's outer planets - Jupiter, Saturn, Uranus, Neptune.
40) Name the sun's inner planets - Mercury, Venus, Earth, Mars.
41) What is the name of the planet closest to the Sun - Mercury (5.76 million km)
42) What is a gigantic planets - Jupiter, Saturn, Uranus, Neptune ayatane gigantic planet is very large, so they say.
43) What is the name of the Sun duratama planet - Pluto (590 million km)
44) What is the solar system's biggest planet - Jupiter (radius 71492).
45) "lalagraha as a known - good.
46) the hottest planet in the solar system name - Fri.
47) What are dwarf planets - planets that orbit a celestial object when it can not give away what he called the dwarf planet or a Dwarf Planet. For example - Pluto.
48) the solar system there is no life on the planet - Earth.
49) over the planet's gravitational force - Thu.
50) What's the most number of satellite - Jupiter (67)
51) What planet to planet ring - Saturn.
52) A green planet to planet - Uranus.
53) the less time it takes a planet to orbit the sun - Thu.
54) the speed of rotation of the planet more than patrol - Fri.
55) Who is the largest of the inner planets - Earth.
56) What is the approximate number of animals and plants on earth - nearly 10 million animals and 3 lakh 50 thousand plant species.
58) What is the average temperature of the Earth bhumibhagera - 15 degrees Celsius.
59) How many years ago anumanaki the existence of life can be seen - 300 million.
60) the amount of the world's waters - 71.4 degrees.
61) What is the world's largest range - 40077 km.
62) the surface area of the Earth - 51 million to 1 million 934 km.
63) What is the size of Earth - 1083319780000 ghanakimi.
64) Who is the first to measure the circumference of the Earth - eratas thenisa.
65) According to the radius of the Earth eratas thenisera much - about 7358 km.
66) GPS's full name - Global Positioning System.
67) GPS systems are effective from many artificial satellites - 4.
68) Why is the blue planet called Earth - the surface of the sea that covered her from the outside world Much of the show blue, blue planet earth, this is why.
69) that part of the coast before the ship can be seen at the agata - mast.
70) The earth revolves around the sun, it was the first - Copernicus.
71) 'Titan', whose satellites - Saturn.
72) What planet is a satellite - Mercury and Venus.
73) As will be seen on the horizon that will change - will increase the horizon line.
74) When was the origin of the Earth - about 450 million years ago.
75) than any planet Saturn has rings - Uranus.
76) belong to the sun gyalaksira - Galaxy.
77) Name the well-being of two satellites - and daimosa phobasa.
78) What is the name of the baraupagrahera - gyanimida satellites of Jupiter.
79) Green is the color of Uranus - methane gas to stay over.
80) Why is Mars red - plenty of ground for the welfare of ferrous oxide (iron) to stay.
81) the coldest planet in the solar system name - Uranus.
82) the Earth revolves around its own axis in any direction from any direction - from west to east.
83) are in the center of the sun saujagatera, including araprthibi grahara own a fixed orbit around its own axis of rotation goes, "Who said that - Nicolaus Copernicus Poland jotibijnani.
84) the number of speed - both (a) the speed of rotation around its axis, Bai's marudandera (b) of the sun's orbital motion around the alternation.
85) How many degrees does the Earth with him there is kaksatalera - 6612 degrees.
86) What is the meaning of ahnika - "ahna the word origin of the word to mean diurnal day.
87) How much time it takes the Earth to orbit the sun - 3 hours 56 minutes and 4 seconds.
88) the speed of rotation of the earth where the most - niraksarekhaya (1666 km / h).
89) What is the velocity abartana the midsummer line - 1550 km / hr.
90) What is the velocity of the Antarctic Circle abartana Earth - 1275 km / hr.
91) What is the velocity of Calcutta abartana Earth - 1520 km / hr.
92) What do you understand by the speed of rotation of the earth - moving from west to east around the globe neglect one axis of rotation of the Earth's motion says.
93) What are the results the speed of rotation of the earth - (a) day and night occurs (b) is caused by tidal (c) is the sunrise and sunset (d) the creation of plants and ecology.
94) What is shadowed - light and andhokarera border that shadowed him to the imaginary circle line.
95) If you do not speed abartana the world - half of the world that the sun would have been there forever and that there were dark half ciraratra were committed.
96) When is the morning or the morning - go round the earth around the sun crossed the shadowed light from the darkness of that place, signed in the morning or in the morning.
97) When the evening - the sun illuminated the space around the Earth to go round shadowed cross in the dark when there are evening.
98) When is the aurora - the sun's atmosphere just before dhulikanaya uthara reflected sunlight can be seen in the light of the aurora east akase ksina say that.
99) What is at dusk - the western sky after sunset, atmospheric dust, which reflects sunlight, it can be seen that the light faded to dusk.
100) around the world, how much speed - 30 kilometers per second.
101) What is gravity? - All objects attract each other, or pull on his own. This is called gravitation.
102) How many times larger than the Earth and the sun - 13 million times larger.
103) on the part of the sun and its planets konachaya - Galaxy.
104) around its own axis ekapaka how long it takes the Earth to eat - 4 hours
105) is Earth's axis - the imaginary line around the Earth that abartana, he said Earth's axis.
106) What is the polar world - the world that has to be signed by both of the two ends of the pole aksadandati fabulous. There are two poles of the world - the North Pole and the South Pole.
107) or the equator to equator where they are located - the majhabarabara, the value of 0 degrees.
108) orbit about the Earth - Oval.
109) from the Earth to rotate in any direction - from west to east.
110) how much time it takes the Earth to the sun circuit - around 365 days.
111) Navigating the speed or velocity of the second annual pace much - about 30 km.
112) What is the speed of alternation - the Earth to rotate on its axis, and at certain times of the elliptical orbit from west to east (approximately 365 days) moves around the sun, or in the Navigator. That is the speed of the alternation.
113) to escape - an object per second speed of 112 km above the bottom if you do not throw around, goes around the earth in space. This is to escape. The rocket was launched artificial satellites muktibege.
114) The average distance from the Earth to the sun, how - 15 km.
115) orbit and kaksatala what - that's the way the Earth orbits the sun, the Earth's orbit, the orbit of the imaginary plane in space, that kaksatala.
116) The earth revolves around the sun, it was first called - Copernicus.
117) "Each planet orbits the sun in an elliptical kapradaksina and the sun is at one focus of the ellipse -" Who says it was a - Kepler.
118) aphelion and perihelion is - it is not always equal to the distance from the Earth to the Sun - Earth's distance from the sun on July 4 is the highest (about 15 million million km 0) it is called precession US abara distance of the Earth from the sun is low on January 3rd ( about 14 million to 70 million), it is called the perihelion position.
119) is lunar - Earth's satellite moon around the earth 8 times a day, this is called the lunar orbit.
120) to the solar year - the Earth to orbit the sun once this period is approximately 365 days - the solar year.
[Collected from the Internet