Online Hacking security~~Hedaet Forum~~


Email: Password: Forgot Password?   Sign up
Are you Ads here? conduct: +8801913 364186

Forum Home >>> Hack System >>> Online Hacking security

Tamanna
Modarator Team
Total Post: 7639

From:
Registered: 2011-12-11
 

ফোনের ওয়াই-ফাই বন্ধ
সব সময় ফোনের ওয়াই-ফাই বা ব্লুটুথ
চালু রাখবেন না। হ্যাকারদের
ঝোঁকই হচ্ছে এ ধরনের সুযোগ খোঁজা।
সব সময় ওয়াই-ফাই বা ব্লুটুথ চালু
রাখলে অপরিচিত ব্যক্তিরাও
ফোনের মধ্যে কী আছে, তা দেখার
জন্য চেষ্টা চালায়।
সব সময় চালু রাখলে কী সমস্যা?
সমস্যা হচ্ছে, আগে কোন কোন
নেটওয়ার্কে আপনি সক্রিয় ছিলেন
হ্যাকাররা তা জানতে পারেন।
আগের সেই নেটওয়ার্কের সূত্র
ধরে হ্যাকাররা প্রতারণার ফাঁদ
পাতেন। হ্যাকাররা আগের
নেটওয়ার্কের ছদ্মবেশে নতুন
নেটওয়ার্ক তৈরি করে আপনার
ফোনকে আগের কোনো ওয়াই-ফাই
বা ব্লুটুথ নেটওয়ার্কে যুক্ত করার জন্য
প্রলোভন দেখায়। একবার এই
নেটওয়ার্কে ঢুকে পড়লে হ্যাকারর
ম্যালওয়্যার ঢুকিয়ে দেন
এবং আপনার অজান্তেই ফোন
থেকে তথ্য চুরি, নজরদারির
মতো কাজগুলো চালিয়ে যান। তাই
যখন প্রয়োজন থাকে না, তখনই ওয়াই-
ফাই ও ব্লুটুথ বন্ধ রাখুন।
দুই স্তরের নিরাপত্তা ব্যবহার
এখন আর শুধু পাসওয়ার্ড
দিয়ে নিজেকে নিরাপদ
ভাবা ঠিক হবে না। প্রায় সময়ই
পাসওয়ার্ড হ্যাক
হতে দেখা যাচ্ছে।
টু-স্টেপ অথেনটিকেশন বা দুই স্তরের
নিরাপত্তা ব্যবহার করুন। এখন অনেক
ওয়েবসাইট বা সার্ভিস দুই স্তরের
নিরাপত্তা দিচ্ছে। দুই স্তরের এই
ভেরিফিকেশন প্রক্রিয়ায়
ব্যবহারকারীকে তাঁর
অ্যাকাউন্টে নিয়মিত পাসওয়ার্ড
ব্যবহারের পাশাপাশি লগ ইন করার
সময় স্মার্টফোন ও ট্যাবে আরও
একটি কোড ব্যবহার করতে হয়।
এতে অতিরিক্ত একটি স্তরের
নিরাপত্তা পাওয়া যায়। তাই যতক্ষণ
হাতে মোবাইল ফোন থাকে, ততক্ষণ
পর্যন্ত আর কেউ
অ্যাকাউন্টে ঢুকতে পারছে না সেই
বিষয়টি নিশ্চিত হওয়া যায়। অ্যাপল,
গুগল, ফেসবুক, ড্রপবক্সের মতো অনেক
সার্ভিসের ক্ষেত্রে দুই স্তরের এই
ভেরিফিকেশন প্রক্রিয়া রয়েছে।
নতুন কোনো যন্ত্রে যখনই লগ ইন
করতে যাবেন, তখন পাসওয়ার্ড
দেওয়ার পর একটি গোপন কোড
চাওয়া হবে। এটি কেবল আপনার
ফোনে তৎক্ষণাৎ পাবেন।
যদি হ্যাকার আপনার পাসওয়ার্ড
জানেন, তবে আপনার
মোবাইলে আসা কোড
না জানা পর্যন্ত অ্যাকাউন্ট হ্যাক
করতে পারবে না।
স্মার্ট পাসওয়ার্ড
যেসব অ্যাকাউন্ট
বা ওয়েবসাইটে আপনার স্পর্শকাতর
তথ্য রয়েছে, সেগুলোতে দীর্ঘ ও
জটিল পাসওয়ার্ড ব্যবহার করুন। অক্ষর,
চিহ্ন,
সংখ্যা প্রভৃতি মিলিয়ে পাসওয়ার্
জটিল করে তুলুন।
প্রতিটি ওয়েবসাইটের জন্য
আলাদা পাসওয়ার্ড ব্যবহার করুন
এবং পাসওয়ার্ড
মনে রাখতে পাসওয়ার্ড
ম্যানেজার ব্যবহার করুন। এ
ক্ষেত্রে ‘লাসপাস’ বা ‘পাসওয়ার্ড
সেফ’ কাজে লাগতে পারে।
প্রতিবছর অন্তত একবার পাসওয়ার্ড
পরিবর্তন করুন।
এইচটিটিপিএস ব্যবহার
প্রতিটি ওয়েবসাইট ব্রাউজের সময়
এইচটিটিপিএস ব্যবহার করুন।
এইচটিটিপিএস ব্যবহার
করতে ‘এইচটিটিপিএস
এভরিহোয়্যার’ টুলটি ব্যবহার
করতে পারেন। এই টুলটি আপনার
ব্রাউজারের সব তথ্য এনক্রিপ্ট করে।
আপনি যদি অ্যাড্রেস বারে শুধু
এইচটিটিপি ব্যবহার করেন,
তবে যে কেউ আপনার ইন্টারনেট
ব্রাউজের
বিষয়ে নজরদারি করতে পারে।
ওয়াই-ফাই সেটআপ
ওয়াই-ফাই সেটআপের
ক্ষেত্রে পাসওয়ার্ড দিন। ডিফল্ট
পাসওয়ার্ড ব্যবহার করবেন না।
সিকিউরিটি এনক্রিপশন দেওয়ার
বেলায় ডব্লিউপিএ-২ নির্বাচন
করে দিন। বেশির ভাগ
রাউটারে ওয়্যারড ইকুভ্যালেন্ট
প্রাইভেসি (ডব্লিউইপি)
বা ওয়্যারলেস প্রটেক্টেড
অ্যাকসেস (ডব্লিউপিএ) ডিফল্ট
আকারে দেওয়া থাকে।
যেকোনো মূল্যে এ এনক্রিপশন বাদ
দিন।
ওয়াই-ফাই আড়াল নয়
আপনার হোম রাউটার সেটিংসের
সময় আপনাকে জিজ্ঞাসা করা হয়,
‘হাইড দ্য এসএসআইডি?’
আপনি যদি আপনার ওয়াই-
ফাইকে আড়াল করার জন্য ‘ইয়েস’
নির্বাচন করে দেন, তখন আপনার
মোবাইল ফোন বা ল্যাপটপ হোম
নেটওয়ার্ক
খুঁজে পেতে সক্রিয়ভাবে স্ক্যান
করতে থাকে। সংযোগ পেলেও সব
সময় নেটওয়ার্ক পাওয়ার জন্য আপনার
যন্ত্র স্ক্যান চালিয়ে যায়। এ
প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের
সরকারি গোপন একটি প্রকল্পের
ওয়াই-ফাই হ্যাকার বেন স্মিথ বলেন,
‘নিরাপত্তার
কথা ভাবলে এসএসডি লুকানোর
মাধ্যমে আপনি নিজেকে পাঁচ বছর
পুরোনো প্রযুক্তির কাছে সমর্পণ
করেন।’
ইন্টারনেট সুবিধার পণ্য
কিনতে তড়িঘড়ি
বাজারে ইন্টারনেট সুবিধার নতুন
পণ্য এলে অনেকেই তা কেনার জন্য
ঝাঁপিয়ে পড়েন। প্রযুক্তিপণ্য
নির্মাতাপ্রতিষ্ঠানগুলো ইন্টারনে
সুবিধার নতুন পণ্য বাজারে আনার
জন্য যেভাবে তড়িঘড়ি চালায়
প্রাইভেসি ও নিরাপত্তার
বিষয়ে তত গুরুত্ব দেয় না। হ্যাকার
স্ট্যানস্লাভ বলেন, ‘ইন্টারনেট
সুবিধার এমন পণ্য নিরাপদ এ
কথা বলার জন্য বলা হলেও
আদতে তা নয়। তাই ইন্টারনেট
সুবিধার নতুন পণ্যগুলো নিরাপদ
কি না, তা দেখে কেনা উচিত।’
prothomalo
Your phone's Wi-Fi
Wi-Fi or Bluetooth phone all the time
Do not keep going. Hackers
Finding these opportunities is jhomkai.
Wi-Fi or Bluetooth turned on all the time
If strangers
What is there in the phone, see
Tried to.
If turned on all the time, what is the problem?
The problem is, before any
If you were active network
Hackers can find it.
The formula of the previous network
Hackers over the trap of cheating
Plate. Previous Hackers
The new network in disguise
Create your network
No previous Wi-Fi phone
To add or Bluetooth network
Promise. Once this
Entered when the network hacker
To insert malware
And all of a sudden your phone
Information from theft, surveillance
Continue the work. Therefore,
When not needed, the Wi
Turn off-Fi and Bluetooth.
Using a two-layer security
Your password is longer
With safe
Should not be conceived. Often
Password Hack
Turns out to be.
Two-step or two-level authentication
Use safety. Now
Two levels of the website or service
Security is. Two levels
Verification Process
User's
Regular account password
As well as to log in
More time smartphone and tab
A code to use.
It is a level of additional
Security is available. So long
If the cell phone, as
There is no one
The account could not enter
Can be confirmed. Apple,
Google, Facebook, such as Dropbox
Two levels of service
The verification process.
Whenever a new device log
Go to the Password
After a secret code
Will be sought. This is only your
Get on the phone immediately.
If your password hacker
You know, your
The phone code
Not until the account hacked
Will not be able to do.
Smart Password
The account
Or sensitive websites
Information, they are long and
Use complex passwords. Letters,
Sign,
Overall, the number of pasaoyar etc.
Make complex.
For each website
Use a different password
And password
Remember password
Use Manager. This
The 'lasapasa' or 'password
Safe "may come in handy.
Password at least once a year
Change.
Use eicatitipiesa
Each web browsing time
Use eicatitipiesa.
Use eicatitipiesa
To 'eicatitipiesa
Ebharihoyyara 'use tool
you can do. This is your tool
Encrypts all the data in the browser.
If you visit in the address bar
Use HTTP,
If anyone in your Internet
Browsing
Can watchdog.
Wi-Fi setup
Wi-Fi setup
Enter the password. Default
Do not use passwords.
The Security Encryption
During the election dabliupie II
Please. Most
Ikubhyalenta wired router
Privacy (dabliuipi)
Or Wireless Protected
Access (dabliupie) Default
Is given in the form.
At any cost instead of encryption
Days.
Wi-Fi can not hide
Your home router settings
When you are asked,
"The esaesaaidi hide?"
If you have your Wi
Phaike to hide the 'yes'
To select, then your
Mobile phone or a laptop Home
Network
Scan actively to find
Is. Despite all the connections
Time for Power Network
Continue scanning device. This
In the context of the United States
A secret government project
Wi-Fi hackers said Ben Smith,
'Safety
Think about hiding SSD
You find yourself in five years
Leave it to the old technology
"He said.
Internet facilities Products
Buy short notice
The advantages of the new Internet market
Many people come to buy goods
Jumped. Tech
Nirmatapratisthanagulo the Internet
The advantages of bringing new products to market
How to run short notice
Privacy and security
So does the importance of the topic. Hacker
Styanaslabha the Internet
The advantages of such products are safe
Although talk
In fact it is not. So the Internet
The advantages of the new products are safe
Whether it should be bought at. "
prothomalo