আপনার অ্যান্ড্রয়েড ফোন হারিয়ে গেলে- কি করবেন?
এ কৌশল ব্যবহার করার আগে নিশ্চিত হোন আপনার ডিভাইসে জিপিএস সিস্টেম চালু এবং জিমেইল অ্যাকাউন্টে লগইন করা আছে কি না।
১. অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজার
এই অ্যাপসটি সম্পূর্ণ ফ্রি এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে বিল্টইন থাকে। অ্যাপসটি অ্যাকটিভ করতে Settings -> Security -> Device Administrators -> Android Device Manager.
এই অ্যাপস দিয়ে আপনার ইমেইল অ্যাকাউন্ট থেকেই রিমোটকন্ট্রোলারের মতো ডিভাইসটিকে নিয়ন্ত্রণ করা যায়। ডিভাইস চুরি গেলে কোনো ল্যাপটপে বা যে কোনো স্মার্ট ডিভাইসে জিমেইলে লগইন করুন। এরপর প্রথমে গুগল ম্যাপে গিয়ে জিপিএসের মাধ্যমে আপনার ফোনটি ট্র্যাক করুন। নতুন পাসওয়ার্ড দিয়ে ফোনটি এখান থেকেই লক করে দিতে পারেন। এমনকি ফোনে সব ড্যাটা মুছে ফেলতে পারেন। তারপর অ্যালার্ম সেট করতে পারেন যা পাঁচ মিনিট অন্তর অন্তর ফুল ভলিউমে বাজবে।
২. হোয়ারস মাই ড্রোয়েড
প্লে-স্টোর থেকে অ্যাপসটি ডাউনলোড করে নিতে পারেন। এর ব্যবহার ঠিক Android Device Manager এর মতোই। তবে এতে কিছু বাড়তি সুবিধা আছে-
*সিম কার্ড পরিবর্তন করলে মেইলে নোটিফিকেশন আসবে
*চুরির পর ব্যবহারকারীর যে কোনো লেখা আপনার কাস্টম কোড ওয়ার্ড/ফ্রেজ দিয়ে গোপন করতে পারবেন
*সক্রিয় ফিচারগুলোতে কে কে লিখতে পারবে তার একটা কাস্টম লিস্ট তৈরি করতে পারবেন
* ব্যবহারকারীর অজান্তেই ক্যামেরা দিয়ে ছবি তুলতে পারবেন অথবা ফ্ল্যাশ অ্যাকটিভ করতে পারবেন।
*টেক্সট পাঠিয়ে বা কম্পিউটার থেকেই ফোন লক করুন
*একই কৌশলে ফোনের ম্যামরি মুছে ফেলুন
৩. অ্যাভাস্ট মোবাইল সিকুরিটি অ্যান্ড অ্যান্টি ভাইরাস
এই অ্যাপসটি স্মার্টফোনকে ভাইরাস, ম্যালওয়্যার, স্পাইওয়্যার ইত্যাদি থেকে শুধু নিরাপদই রাখবে না ফোন ট্র্যাকিংয়েও কাজে লাগবে। সাথে পাবেন ফায়ারওয়াল। তবে প্রিমিয়াম ভার্সন পেতে প্রতি মাসে দুই ডলার দিতে হবে।
এর সুবিধাগুলো হলো- রিমোট লক, তিনবার পাসওয়ার্ড ভুল করলে স্থায়ী লক, রিমোট ক্যামেরা, ফিচার ব্যাকআপ এবং অন্য ডিভাইস বা কম্পিউটার থেকে টেক্সট পাঠানো। ভলো গতি পেতে হলে অবশ্যই অ্যাডমিনিস্ট্রেটর অ্যাকসেস থাকতে হবে।
৪. এয়ারড্রোয়েড
অন্যগুলোর চেয়ে এটাই বেশি জনপ্রিয়। ফোনে ড্যাটার নিরাপত্তা, ফোন ট্র্যাকিং, চোরের ছবি তোলাসহ সব সুবিধা এতে পাওয়া যায়।
বাড়তি সুবিধা হচ্ছে, এর মাধ্যমে ফোনের কল লগে ঢুকতে পারবেন এবং পরিচিতদের মেসেজ দিয়ে সতর্ক করতে পারবেন যে ফোনটি আর আপনার হাতে নেই। আপনি যদি রুট ইউজার হন তাহলে স্ক্রিন শট ফাংশনের মাধ্যমে চোরের পরিচয় অথবা অবস্থান শনাক্ত করতে পারবেন।
৫. অ্যান্ড্রয়েড লস্ট এবং স্টিলদজিনি
স্মার্টফোনটিকে আপনি স্মার্টঘড়ি হিসেবেও ব্যবহার করতে পারেন। এ সুবিধা অবশ্য স্যামসাং গ্যালাক্সি গিয়ার, কোয়ালকম টক, পেবল, সনি স্মার্টওয়াচ ২- এসবেই শুধু পাবেন।
চুরি ঠেকাতে বা চোর ধরতে পুরাতন কিছু কৌশলও নিতে পারেন- ফোনের ড্যাটার ব্যাকআপ রাখুন সব সময়, আর জটিল কোনো পাসওয়ার্ড দিয়ে ফোনটি অন্য ব্যবহারকারীর কাছ থেকে নিরাপদে রাখুন।
Gele lost your Android phone to do?
To use this technique, make sure your device GPS system before and did not have a Gmail account to log in.
1. Android Device Manager
This app is completely free and built-in Android devices. Active apps to Settings -> Security -> Device Administrators -> Android Device Manager.
With these apps, such as your e-mail account from the device can be controlled rimotakantrolarera. When the device to a laptop or a smart device stolen Gmail login. The first track your phone via GPS, and Google Maps. From here you can lock the phone with a new password. You can delete all the data, even on the phone. You can then set an alarm that will sound five minutes full volume.
II. My droyeda hoyarasa
You can download apps from the Play Store. Just like the use of Android Device Manager. However, it has some advantages
* SIM card change will be notified by mail
* After the theft of the user's custom code you write any word / phrase can hide out
* Who can write to the active features can create a custom list
* The user can take a picture with the camera or the flash of a sudden you can active.
* Text sent from the phone or computer lock
* Delete the same strategy phones myamari
3. Avast mobile security and anti-virus
This smartphone apps viruses, malware, spyware, etc. will not only safer tryakinyeo use the phone. To get to the firewall. Two dollars per month to get the premium version.
Its advantages are: remote lock, if the wrong password three times in the last lock, remote cameras, features backup and send text from another device or computer. Better to get the speed of the course must have administrator access.
4. Eyaradroyeda
This is more popular than others. On data security, phone tracking, burglar picture tolasaha all the benefits that are available.
An additional benefit, the phone can access the call log and contacts with a message warning that you can not have your phone. If you have root user through the screen shot function can identify the thief's identity or location.
5. Android Lost and stiladajini
You can use the smartphone as smartaghari. The facility, however, Samsung Galaxy Gear, Qualcomm sour, pebala, Sony will just smart esabei II.
Some of the strategies to prevent or thieves to steal parena old phones for data backup of all time, with more complex passwords Keep your phone safe from other users.
|