পাইথন
পাইথন বর্তমানে একটি বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা। দিন দিন এর জনপ্রিয়তা বেড়েই চলেছে। প্রফেশনাল কাজে যেমন পাইথনের ব্যবহার বাড়ছে, তেমনিভাবে একাডেমিক সেক্টরেও এটির জনপ্রিয়তা বেড়েই চলেছে। কোর্সেরাতে বিভিন্ন অনলাইন কোর্সে প্রোগ্রামিং ভাষা হিসেবে পাইথনের বহুল ব্যবহার লক্ষ্য করার মতো। লিনাক্স, ম্যাক ওএসএক্স ও উইন্ডোজ অপারেটিং সিস্টেমে চলে। গুগলের অফিসিয়াল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোর একটি হচ্ছে পাইথন। অন্য ল্যাঙ্গুয়েজগুলোর থেকে এটিতে কয়েকলাইনের কোডেই বেশি কাজ করা যায়। জাভার মতোই পাইথন অধিক ট্রাফিকের ওয়েবসাইট যেমন শপজিলা, ইয়াহু ম্যাপস ও ন্যাশনাল ওয়েদার সার্ভিসের ওয়েবসাইটের ক্ষেত্রে পাইথন ব্যবহার করা হয়।
|