এন্ড্রয়েড ডিভাইসটি রুটেড ডিভাইসের জন্য অত্যন্ত শক্তিশালী ও
কাজের সেরা ৫ টি অ্যাপস
সাম্প্রতিক
সময়ে প্রযুক্তি বিশ্বে ‘মোবাইল ডিভাইস’
এর জয় জয়কার। ফোন থেমে শুরু করে, ট্যাব,
গেমিং ডিভাইস প্রভৃতির প্রতি মানুষের
আগ্রহের কমতি নেই। মোবাইল ডিভাইস
গুলো নানা ধরনের অপারেটিং সিস্টেম
চালিত হলেও এন্ড্রয়েড চালিত ডিভাইস
গুলোই রয়েছে চাহিদার শীর্ষে। এন্ড্রয়েড
ডিভাইস ব্যাবহার কারি গন অবশ্যই ‘রুট’
শব্দটির সাথে পরিচিত
এবং অনেকে ইতোমধ্যে তাদের
ডিভাইসটি রুট করেছেন। রুট কি, কেন
প্রয়োজন, রুট করবেন কি করবেন
না ইত্যাদি নিয়ে বিস্তারিত এর
আগে এন্ড্রয়েড কথনে প্রকাশিত হয়েছে।
তাই আমি এ নিয়ে আর কথা বাড়াব না।
চলে যাই মূল প্রসঙ্গে।
আজ আমি আপনাদের এমন ৫ টি অ্যাপস
সম্পর্কে জানাব, যেগুলো আপনাকে আপনার
এন্ড্রয়েড ডিভাইস ব্যাবহারের পূর্ণ স্বাদ
পেতে সাহায্য করবে বলে আমার বিশ্বাস।
১। Titanium Backup ( টাইটানিয়াম
ব্যাকআপ)
রুটেড ডিভাইসের জন্য যদি একটি অ্যাপস
এর কথা বলতে হয় তবে সেটি Titanium
Backup. অত্যন্ত শক্তিশালী এই অ্যাপস
টির মাধ্যমে আপনি আপনার সম্পূর্ণ
ডিভাইস টির ব্যাকআপ
নিয়ে নিতে পারবেন। সিস্টেম অ্যাপস
থেকে শুরু করে ডিভাইসে ইন্সটল
থাকা সবগুলো অ্যাপস ই ডাটা সহ ব্যাকআপ
রাখতে পারবেন মাত্র কয়েকটি টাচ এর
মাধ্যমে। শুধু তাই নয়, যে কোন অ্যাপস আন
ইন্সটল, কিংবা ফ্রিজ করেও রাখতে পারবেন
আপনি। যারা কাস্টম রম ব্যাবহার
করে অভ্যস্ত তারা প্রায়ই রম পরিবর্তন
করে থাকেন। সুতরাং অ্যাপস ব্যাকআপ
রাখা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ
এবং প্রয়োজন কেননা এই
পদ্ধতি আপনাকে প্রতিবার রম পরিবর্তনের
পর আপনাকে একটা একটা করে অ্যাপস
ইন্সটলের
ঝামেলা থেকে বাঁচিয়ে দেবে এবং এতে করে সম
সাশ্রয় হবে। নতুন ফ্ল্যাশ করা রমটিতে এই
অ্যাপসটি ইন্সটল করে আপনি শুধুমাত্র
রিস্টর অপশনের মাধ্যমে পূর্বে ব্যাকআপ
রাখা আপনার সবগুলো অ্যাপস নিমেষেই নতুন
রমে ফিরে পেতে পারবেন। শুধু তাই নয় এর
অটো ব্যাকআপ, অটো ইন্সটল
ফিচারটি আপনাকে খুব কম সময়ের
মধ্যে ব্যাকআপ এবং রিস্টরের
নিশ্চয়তা দিবে। এছাড়াও অ্যাপস
টি আপনার ডিভাইসের ব্যাবহার কৃত স্পেস,
খালি জায়গা সম্পর্কে তথ্য দিবে। আপনার
ডিভাইসের Dalvic cache এর
অপ্রয়োজনীয় ফাইলগুলো এর মাধ্যমেই
আপনি পরিস্কার করতে পারবেন। অ্যাপস
টি ফ্রি এবং পেইড দুটো ভার্সনেই
পাওয়া যায়। তবে ফ্রি ভার্সনটির কিছু
সীমাবদ্ধতা রয়েছে। আপনি খুব
বেশি এডভান্স ইউসার
না হলে ফ্রি ভার্সনই আপনার জন্য যথেষ্ট
হবে।
২। Ad away (এড অ্যাওয়ে)
আমাদের অধিকাংশ মানুষেরই যেহেতু পেইড
অ্যাপস কেনার সুযোগ নেই, তাই
ফ্রি অ্যাপস গুলোই ভরসা। কিন্তু অনেক
ফ্রি অ্যাপস রয়েছে যেগুলো এড সাপোর্ট
করে থাকে অর্থাৎ আপনি যখন আপনার
ডিভাইসে সেই অ্যাপস গুলো ইন্সটল
করে রান করবেন তখন যদি আপনার
ইন্টারনেট কানেকশনটি সচল
থেকে থাকে তবে খেয়াল করে দেখবেন, অ্যাপস
গুলো বিভিন্ন সময়ে বিভিন্ন এড প্রমোট
করছে, যা অনেক ক্ষেত্রেই বিরক্তির উদ্রেগ
করে থাকে। এই সমস্ত বিরক্তিকর এড
থেকে মুক্তি পেতে আপনি ব্যাবহার
করতে পারেন এড অ্যাওয়ে অ্যাপসটি। ছোট
এই অ্যাপসটি ইন্সটল করে রান
করলে এটি আপনাকে প্রয়োজনীয় হোস্ট
ফাইল ডাউনলোড করার অনুমতি চাইবে।
আপনি অনুমতি প্রদান করলে খুব অল্প
সময়ে এটি প্রয়োজনীয় হোস্ট ফাইল
ডাউনলোড করে আপনাকে রিবুট করতে বলবে।
ব্যাস, রিবুট হয়ে গেলে, এর পর
আপনি আপনার পূর্বের ফ্রি অ্যাপস
গুলোতে আর কোন এড দেখবেন না। লক্ষণীয়
বিষয় এক্ষেত্রে আপনাকে কিছুদিন পর পর
হোস্ট ফাইল আপডেট করবে হবে। আমার
কাছে এই অ্যাপসটি অত্যন্ত কাজের
বলে মনে হয়েছে, তাই একে চাহিদার দিক
থেকে এগিয়ে রাখছি।
৩। Link2Sd (লিঙ্ক টু এসডি)
যদিও বর্তমানে মাঝারি বা হাই-এন্ড
ডিভাইসগুলোর মদ্ধে কয়েকটি বেশ
সহজলভ্য, তারপরও বেশির ভাগ এন্ড্রয়েড
ব্যাবহার কারি এখনও লো-এন্ড ডিভাইস
ব্যাবহার করে থাকেন যার অন্যতম
সমস্যা হল লো স্টোরেজ ক্যাপাসিটি। আর
এর জন্য ব্যাবহারকারিদের নানা সমস্যার
মুখোমুখি হতে হয়। স্টোরেজ ক্যাপাসিটি
কম হবার দরুন বেশি অ্যাপস রাখা যায় না।
আবার এইচ ডি গেইম গুলোর জন্য ও
ডিভাইসে প্রচুর স্টোরেজের দরকার পড়ে।
আর লো-এন্ড ডিভাইসের অ্যাপস সংক্রান্ত
এ সমস্যার সমাধান হিসেবে লিঙ্ক টু
এসডি অ্যাপসটির কোন বিকল্প নেই। নাম
থেকেই ধারনা করা যায় যে এই অ্যাপস
টি আপনার ডিভাইস
এবং মাইক্রো এসডি কার্ডের মদ্ধে বিশেষ
লিঙ্ক তৈরি করে যার ফলে আপনি যখন
কোন অ্যাপস ইন্সটল করবেন তখন
সেটি স্বয়ংক্রিয় ভাবে আপনার
এসডি কার্ডের পার্টিশনে ইন্সটল হবে।
এতে করে আপনার ফোনের ইন বিল্ট
মেমরি সহসাই শেষ হবে না। এর জন্য
আপনাকে অ্যাপস টি চালানোর পূর্বে আপনার
মাইক্রো এসডি কার্ডটি পার্টিশন
করে নিতে হবে। কাস্টম রিকভারি বা ভাল
যে কোন পার্টিশন টুল ব্যাবহার
করে আপনি সহজেই আপনার মেমরি কার্ড
পার্টিশন করতে পারবেন। আপনার
ডিভাইসে কতটুকু অতিরিক্ত স্পেস
আপনি ব্যাবহার করতে পারবেন তা নির্ভর
করবে পার্টিশন সাইজের উপর। এ
সংক্রান্ত বিস্তারিত আলোচনায় আমি যাব
না। অ্যাপস টির ব্যাবহার
নিয়ে ইতোমধ্যে এন্ড্রয়েড
কথনে বিস্তারিত
একটি একটি টিউটোরিয়াল রয়েছে।
এসডি কার্ডের সাথে লিঙ্ক করা ছাড়াও
অ্যাপস টি দিয়ে আপনি আপনার সিস্টেম
অ্যাপস রিমুভ, সিস্টেম অ্যাপস কে সাধারন
ইউসার অ্যাপস এ রুপান্তর কিংবা ইউসার
অ্যাপস কে সিস্টেম অ্যাপস এ রুপান্তর,
বিভিন্ন অ্যাপস কে ফ্রিজ
করা ইত্যাদি কাজ অনায়াসে করতে পারবেন।
৪। Lucky Patcher (লাকি প্যাচার)
এন্ড্রয়েড প্লে স্টোরে একদিকে যেমন
প্রচুর ফ্রি অ্যাপস রয়েছে অন্যদিকে পেইড
অ্যাপস বা প্রিমিয়াম অ্যাপসও রয়েছে।
আবার অনেক অ্যাপসের ফ্রি এবং প্রিমিয়াম
বা পেইড দুটি ভার্শনই রয়েছে।
তবে সে ক্ষেত্রে ফ্রি ভার্শন গুলোতে কিছু
সিমাবদ্ধতা থাকতে পারে। যেমন, অনেক
অ্যাপস রয়েছে যার ফ্রি ভার্শন নির্দিষ্ট
ট্রায়াল পিরিয়ড এর পর এক্সপায়ারড
হয়ে যায়। যেহেতু আমাদের দেশে এখনও
প্লে স্টোর থেকে অ্যাপস কিনে ব্যাবহার
করার মত লোক কম সেহেতু আমরা অধিকাংশ
ক্ষেত্রে জনপ্রিয় কিছু পেইড অ্যাপসের
পাইরেটেড ভার্শন ব্যবহার করে থাকি।
অনেক ক্ষেত্রে সে অ্যাপস গুলোর
নির্মাতা পাইরেসি ঠেকাতে অ্যাপসটিতে
লাইসেন্স ভেরিফিকেশন যোগ করে থাকেন।
তখন অ্যাপস টি ইন্সটল করলেও লাইসেন্স
ভেরিফিকেশন এ গিয়ে আটকে যায়।
লাকি প্যাচার এমন একটি অ্যাপস
যা আপনাকে এ ক্ষেত্রে সাহায্য করবে।
অ্যাপস টিতে বিভিন্ন জনপ্রিয় অ্যাপস
এর পেইড ভার্শনের কাস্টম প্যাচ প্রি লোড
করা আছে। আপনি লাকি প্যাচার ইন্সটল
করে আপনার মোবাইলে থাকা কোন ট্রায়াল
অ্যাপস প্যাচ করে নিলে সেটি ফুল
ভার্শনে কনভার্ট হয়ে যাবে!! শুধু তাই নয়
এর সাহায্যে যেসব অ্যাপস এ লাইসেন্স
ভেরিফিকেশন রয়েছে তাদের লাইসেন্স
ভেরিফিকেশন ডিসেবল করে দেয়া যায়।
ব্যাপারটা অনেকটা পিসির সফটওয়্যার
প্যাচ এর মত। তবে আপনি এই
শক্তিশালী অ্যাপস টি প্লে স্টোরে পাবেন
না। এরুপ ব্যাবহারের জন্য গুগল অ্যাপস
টিকে প্লে স্টোরে পাবলিশ করার অনুমোদন
দেয় নি। তবে আপনি খুব সহজেই অন্য সাইট
থেকে এটি নামিয়ে নিতে পারবেন।
সহজে খুঁজে পেতে গুগল সার্চ এর সাহায্য
নিন।
Rooted Android device to device is very strong and
Job Top 5 Apps
Recent
During the tech world 'mobile device'
Jayakara's victory. Call to stop, tab,
Several people, including gaming device
There is no shortage of interest. Mobile Devices
The different types of operating systems
Although powered by Android-powered devices
Upset at the top of the load. Android
Curry public must use the device 'root'
Familiar with the term
And many of them already
The device has the route. What is the root of why
You need to do is to route
Etc. Details of the
Android has been published before the speech.
So I did not take it easy stretch.
Go to the original context.
Today the 5 apps I
Tell me that your
Android device using the full flavor
I believe that will help you get.
1. Titanium Backup (Titanium
Backup)
If a Apps for Rooted devices
However, it is to speak of Titanium
Backup. This is a very powerful apps
You are out of your
Backup of the device
Be able to take over. System apps
Starting from the installation of the device
All applications, including data on the backup
To keep just a few touch
Through. Not only apps that bring
Install, or keep it in the refrigerator
You can. Use the Custom ROM
They are often used to change the ROM
've Been. So backup apps
Is very important for them to keep
And the need for
Each time you change the system ROM
After the apps one by one
Install
And the same shall be saved from trouble
You will save. The new flash is ramatite
You can only install apps
Backup options before the wrist
Moment to keep all the new apps
ROM is able to get back. Not only of
Auto Backup, Auto Install
To feature a very short period of time
In backup and ristarera
Guarantee. Also Apps
Made use of the space on your device,
Will provide information about the empty space. Your
Dalvic cache of devices
Through unnecessary files
You are able to clear. Apps
Both the free and paid version
available. However, the free version some
There are limitations. You too
More Advanced User
If it is not enough for your free bharsanai
You.
II. Ad away (Ed Away)
Since most of us paid man
There is the opportunity to purchase apps, so
Free apps rely upset. But many
There are free apps Ed Support
This means that when your
The apps installed on the device
When you run
Internet connection active
If you see carefully, apps
At different times of the ads promoted
Which is in many cases bothers udrega
Is. These annoying ad
You used to get rid of
You can add apps away. Small
Run the install apps
This is required if you host
Ask for permission to download the file.
If you allow too little
This is required at the host files
Download tell you to reboot.
Diameter, Once rebooted, the
Your previous Free Apps
In Ed will not see any more. Remarkable
Here is a few days after you
If the hosts file will be updated. My
This app is very task
Seems to have been, so it needs direction
I'm ahead.
3. Link2Sd (Link-to-SD)
However, the medium, or high-end
Quite a few battle between devices
Available, however, most of the android
Curry is still used in low-end devices
If you use one of the
The problem is the low storage capacity. and
Many problems for users
To face. Storage Capacity
Due to the application can not be less than.
Again, for those of HD gaming
Require a lot of storage devices.
The application of low-end devices
As a solution to this problem link
SD applications, there is no alternative. Name
The idea is that these apps
On your device
And in the battle between the micro SD card
Creates a link allowing you
When you install any of the apps
Automatically in the
SD card partition will be installed.
The built-in your phone
Memory does not end soon. for this
Before you run your apps
Micro SD card partition
Will take. Custom recovery or better
Any partition that will be used
You can easily make your memory card
You can partition. Your
How much extra space on the device
You can use it on
On that partition size. This
I'll talk about the details
No. The use of apps
Already on Android
Details about speaking
There is a tutorial.
In addition to the SD card linked to the
With the apps on your system
Remove Apps, a common system apps
Joshua convert or user apps
Apps apps to transform the system,
A refrigerator in a variety of apps
Etc. can be done effortlessly.
4. Lucky Patcher (Lucky Patcher)
As Android Play Store
On the other hand, there are plenty of free and paid apps
There are premium apps or apps.
Again, a lot of free and premium apps
There are two bharsanai or paid.
However, some of the groups in the Free Version
There may be limits. For example, many
Free version includes specific apps
After the trial period eksapayarada
happens. Since our country is still
Used to buy apps from the Play Store
As we like to do most of the low
Some of the most popular paid apps
Use pirated version.
In many cases, the apps
Developed to prevent piracy ayapasatite
License verification've added.
And even if you install apps
Verification is stuck at.
Lucky Patcher an Apps
Which will help you in this regard.
Apps at several popular apps
Load pre-paid version of Custom Patch
There is. You can install Lucky Patcher
No trial on your mobile device
Once the flower patch apps
Version will be converted !! not only that
The apps in the
There is verification of their licenses
Disebala verification can be.
It's a lot of software on PCs
Like patches. However, this
Powerful apps to the Play Store
No. For such use Google Apps
Survival authorization to publish the Play Store
Did not. However, other sites easily
This allows you to take it off.
Google search to easily find help
Take.