ব্যাটারি ব্যাকআপ বাড়ানোর কিছু সাধারণ ও অ্যাডভান্সড উপায়~~Hedaet Forum~~


Email: Password: Forgot Password?   Sign up
Are you Ads here? conduct: +8801913 364186

Forum Home >>> Mobile Utilities >>> ব্যাটারি ব্যাকআপ বাড়ানোর কিছু সাধারণ ও অ্যাডভান্সড উপায়

Tamanna
Modarator Team
Total Post: 7639

From:
Registered: 2011-12-11
 

ব্যাটারি ব্যাকআপ বাড়ানোর কিছু সাধারণ ও অ্যাডভান্সড উপায়!!
বর্তমান সময়ে বলা যায়
চারদিকে স্মার্টফোনের বিপ্লব চলছে।
আইটি প্রফেশনাল, বিজনেস এক্সিকিউটিভ থেকে শুরু করে, শিক্ষক,
ছাত্র, গৃহিণী কিংবা আমজনতা সকলের হাতেই এখন স্মার্টফোন
শোভা পাচ্ছে। বলা যায় আধুনিক জীবনযাত্রার এক অবিচ্ছেদ্য
অংশ হয়ে উঠেছে স্মার্ট ফোন।
বাজারে বিভিন্ন অপারেটিং সিস্টেম চালিত স্মার্ট ফোন
থাকলেও অ্যান্ড্রয়েড চালিত স্মার্ট ফোন গুলোই চাহিদার
শীর্ষে রয়েছে। তুলনামূলক কম মূল্যে অধিক সুবিধা, বিভিন্ন ধরণের
কাস্টোমাইজেশন সুবিধা থাকার কারণেই স্মার্টফোনের
বাজারে অ্যান্ড্রয়েড এত জনপ্রিয়।
তবে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা প্রায়ই
যে ব্যাপারটি নিয়ে বিরক্তি এবং অভিযোগ করে থাকেন
তা হলো অ্যান্ড্রয়েড ডিভাইসের ব্যাটারি ব্যাকআপ।
শক্তিশালি প্রসেসর, র্যাম, হাই রেজুলেশন
ডিসপ্লে এবং নানাবিধ ব্যবহারের কারণর অধিক
ধারণক্ষমতা সম্পন্ন ব্যাটারি থেকেও অনেক সময় দেখা যায়
ব্যবহারকারী ব্যক্তি তার কাঙ্ক্ষিত ব্যাটারি ব্যাকআপ পাচ্ছেন
না।
অথচ সহজ কিছু টিপস ফলো করে সহজেই ব্যাটারি ব্যাকআপ
বাড়িয়ে নেয়া সম্ভব।আজকে আপনাদের জন্য
থাকছে অ্যান্ড্রয়েডে ব্যাটারি ব্যাকআপ বাড়ানোর সহজ কিন্তু
অত্যন্ত কার্যকর কিছু কৌশল। চলুন তবে দেখে নেই
কিভাবে কি করবেন
সাধারণ কর্মপদ্ধতি
১) বিনা প্রয়োজনে আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসের Wifi, GPS,
Bluetooth, 3G কানেক্টিভিটি অন করে রাখবেন না। Wifi, GPS,
Bluetooth, 3G প্রচুর ব্যাটারি ইউটিলাইজ করে থাকে।
২) আপনার ডিভাইসটি অটো ব্রাইটনেস সমর্থিত
হলে সেটি অটো করে রাখাই ভাল। অটো ব্রাইটনেস
না থাকলে ম্যানুয়ালি সেট করে নিলে ভাল ব্যাকআপ
পাওয়া যায়। সব সময় ডিসপ্লে ব্রাইটনেস ১০০ তে দিয়ে রাখার
প্রয়োজন নেই। নিচের ডাটা অনুযায়ী ব্রাইটনেস সেট
করে আমরা ব্যাটারি ব্যাকআপে বেশ উল্লেখযোগ্য পরিবর্তন
দেখেছি।
দিনের বেলা
ঘরের ভিতরঃ 30-40%
ঘরের বাইরেঃ 50-70%
রাস্তায়ঃ 90-100%
রাতের বেলা
ঘরের ভিতরঃ 05-30%
ঘরের বাইরেঃ 15-40%
রাস্তায়ঃ 20-40%
মোট কথা, অযথা বেশি ব্রাইটনেস ব্যবহার না করে সময়
উপযোগী ব্রাইটনেস ব্যবহার করার চেষ্টা করুন। এতে আপনার
দৃষ্টি শক্তি যেমন ভাল থাকবে, ব্যাটারি ব্যাকআপও
বৃদ্ধি পাবে অনেক গুণ।
৩) লাইভ ওয়ালপেপার জিনিসটা ব্যবহার না করাই শ্রেয়
কেননা এটি বেশ ভাল ব্যাটারি ইউটিলাইজ করে। বিশেষ কোনও
প্রয়োজনে যেমন বন্ধু মহলে ডিভাইসটির আকর্ষণ
বাড়াতে আপনি এটি ব্যবহার করতে পারেন তবে নিজের
হাতে আসতেই সাধারণ ওয়ালপেপার সেট করে নিন। কারও কারও
মতে কালো রঙের ওয়ালপেপার ব্যবহার করলে আরও ভাল ফল
পাওয়া যায়।
৪) সেন্সর ব্যবহার করে কাজ করে এমন কোনও অ্যাপস বন্ধ
করতে চাইলে কেবল মিনিমাইজ না করে পুরোপুরি বন্ধ করবেন।
আইসক্রিম স্যান্ডউইচ এবং এর পরবর্তি অ্যান্ড্রয়েড
ভার্সনগুলোতে খুব সহজেই হোম বাটন চেপে ধরে সেই এপস
টাকে ডানে বামে সোয়াইপ করে বন্ধ করতে পারবেন। অন্যান্য
ভার্সনের ক্ষেত্রে কোনও ভাল টাস্ক ম্যানেজার ব্যবহার করুন।
৫) একটার বেশি Antivirus কিংবা Battery Saver অ্যাপস কখনও ব্যবহার
করবেন না। Juice Defender অ্যাপসটি ব্যাটারি সেভার
হিসেবে বেশ কাজের। গুগল প্লে স্টোর
থেকে এটি বিনা মুল্যে সংগ্রহ করা যাবে।
৬) রুটেড ডিভাইস ব্যবহারকারীগন অ্যাপ রান টাইম ম্যানেজমেন্ট
এর জন্য Greenify অ্যাপটি ব্যাবহার করতে পারেন।
এতে করে অযাচিত, অপ্রয়োজনীয় অ্যাপস আপনার ডিভাইসের
ব্যাকগ্রাউন্ড এ রান করতে পারবে না, ফলে ব্যাটারি অনেক
বাড়বে। এই অ্যাপটিও প্লে স্টোর থেকে বিনা মুল্যে ডাউনলোড
করা যাবে।
এতক্ষন যে কৌশলগুলো অনুসরণ
করতে বলা হয়েছে সেগুলো আমরা অনেকেই জানি। এবার আসুন
কিছু অ্যাডভান্সড কৌশল জেনে নেই।
অ্যাডভান্সড কর্মপদ্ধতি
কৌশলগুলো কেবল মাত্র Li-ion ব্যাটারির ক্ষেত্রে প্রযোজ্য।
প্রায় সব ফোনেই আজকাল Li-ion ব্যাটারি ব্যবহৃত হয়। অনেকে এ
পদ্ধতিগুলোর সাথে দ্বিমত প্রকাশ করতে পারেন। কিন্তু ইন্টারনেট
ঘেঁটে এবং নিজেদের অভিজ্ঞতা থেকে আমরা এ পদ্ধতিতেই
ভাল ফল পেয়েছি। আশা করি আপনারাও এতে উপকৃত হবেন।
ব্যাটারিকে সহজে ১৫-২০% এর নিচে ড্রেইন হতে দিবেন না
অর্থাৎ
ব্যাটারি ১৫-২০% হলেই দেরি না করে চার্জে লাগাবেন।
নিতান্তই বাধ্য না হলে চার্জে লাগানো অবস্থায় ফোন
চালাবেন না।
চার্জ একটানা দেয়ার চেষ্টা করবেন। খেয়াল রাখবেন একবার
চার্জে লাগালে অন্তত যাতে ৩৫% চার্জ একবারেই হয়। আর
পুরো একটানা দিতে পারলেতো কথাই নেই।
ব্যাটারি ১০০% হওয়ার পর এক সেকেন্ডও আর
চার্জে লাগিয়ে রাখবেন না। ১০০% চার্জ হওয়ার
সাথে সাথেই সেটি আনপ্লাগ করুন। মনে রাখবেন রাত্রে ফোন
চার্জে লাগিয়ে কখনও ঘুমাবেন না।
ঘন ঘন আপনার ফোনটি চার্জ দিবেন না। চার্জ ৫০% এর উপর
থাকলে অযথাই চার্জে দেওয়ার প্রয়োজন নেই। তবে ৩৫-৩০% এর
নিচে নামার পর চার্জে দেওয়া যাবে।
যেসব অ্যাপস এর Wakelock আছে সেসব অ্যাপস পরিহার করার
চেষ্টা করুন। Wakelock আছে কিনা তা Better Battery Stats এই
অ্যাপসটি দিয়ে দেখে নিতে পারেন।
প্রতি মাসে বা বিশ দিনে একবার ব্যাটারি সম্পূর্ণ ০%
হয়ে ফোন বন্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন, বন্ধ হলে আবার
চালান,কিছুক্ষন চলে আবার বন্ধ হলে একটানা কোন
বিরতি ছাড়া ১০০% পর্যন্ত চার্জ দিন, ১০০% হলে ফোন চার্জ
থেকে খুলুন এবং ফোন বন্ধ করুন। এবার ব্যাটারি খুলে তা আবার
সেটে লাগান এবং সেট অন করুন। দেখবেন ১০-১২% চার্জ
কমে গেছে। এ অবস্থায় ফোনটি আবার
চার্জে দিন এবং চার্জ ১০০% হলে ডিভাইস আনপ্লাগ করুন। এই
কাজটা প্রতি ২০-৩০ দিনে একবার করবেন।
উপরের টিপস গুলো যথাযথ অনুসরণ করে আপনারা আপনাদের
অ্যান্ড্রয়েড ডিভাইসের ব্যাটারি ব্যাকআপ
বাড়িয়ে নিতে পারবেন বলে আমরা বিশ্বাস করি। তো আর
দেরি না করে যারা তাদের ব্যাটারি নিয়ে হতাশায় ভুগছেন,
তারা কৌশলগুলো অনুসরণ করুন। আর এ সংক্রান্ত কোন মতামত
আমাদের জানাতে ভুলে যাবেন না যেন।
Some of the common ways to increase the battery backup, and advanced !!
At present, the
Running around the smartphone revolution.
IT professionals, business executives, and teacher,
Student, housewife or a smartphone in the hands of all citizens
Is emblazoned. As an integral part of modern living
Smart phones have become a part of.
Smart phones running different operating systems on the market
Although the demand for Android-powered smart phones upset
This is on top. Relatively low price, more convenience, variety
Customization facilities because of the Smartphone
Android is so popular in the market.
However, Android users often
And complained about the annoyance of
The Android device's battery backup.
Powerful processor, RAM, high resolution
Display and use of various factors more
There are also a lot of battery capacity
Users who are getting the desired battery backup
No.
But if you follow some simple tips to easily backup battery
For you to increase sambhabaajake
Android will continue to increase, but the battery backup
Some highly effective techniques. Let's have a look at the
What to do
General Works
1) without the need on your Android device Wifi, GPS,
Bluetooth, 3G connectivity will not turn on. Wifi, GPS,
Bluetooth, 3G has plenty of battery iutilaija.
Ii) Auto Brightness is supported on your device
It is better to keep the auto. Auto brightness
Once you have good backup if you do not manually set
available. With the display brightness to 100
Not required. The following data set according to the brightness
We have been quite a significant change in battery backup
Saw.
In the afternoon
Home bhitarah 30-40%
Home baireh 50-70%
Rastayah 90-100%
Nighttime
Home bhitarah 05-30%
Home baireh 15-40%
Rastayah 20-40%
Of the total, higher brightness without using unnecessary time
Try to get brightness. Your
As well as the vision, Battery Backup
Will increase many times.
3) Please do not use live wallpaper figure
This is because good battery iutilaija. No special
If necessary, the device draws circles as a friend
You can use it to increase your own
Set to come into the hands of ordinary wallpaper. Some
According to a better result if you use a black-colored wallpaper
available.
4) Using sensor that works off any apps
If you want to minimize the only completely stop.
Android Ice Cream Sandwich and the next
Versions of the apps easily hold down the home button
You can stop by swiping left to right eyeball. Other
Use the Task Manager version in any case.
5) Never use more than one Antivirus or Battery Saver Apps
do not do. Juice Defender Battery Saver app
As well as work. Google Play Store
It can be collected without any cost.
6) Run Time Management App users Rooted Devices
You can use the app for Greenify.
This unwanted, unnecessary apps on your device
Can not run in the background, resulting in a lot of battery
Increase. Ayapatio free from the Play Store to download prices
Can be.
The following duration strategies
We know that many of them have been asked to do. Let's
Some of the advanced techniques do not know.
Advanced Works
Strategies only apply to Li-ion battery.
Li-ion batteries are used in almost all phones nowadays. Many of the
You can disagree with the methods. But the Internet
Seekers and the methods from their own experience
I got good results. I hope that you too will benefit.
1520 will not be easily% battery drain down
Namely
1520% battery charge if you do not put them too late.
If you do not absolutely have to be fitted in the phone charges
Do not run.
Do not try to charge continuously. Once note
Apply at least once in order to charge 35% is charged. and
Paraleto to the continuous wonder.
After the second one, and the battery is 100%
Please do not put it on charge. Charging 100%
Unplug it immediately. Remember that night Phone
Charge is applied, do not sleep.
Will not charge your phone frequently. Over 50% of charge
Inflation does not worry if you do not need to charge. However, 35-30% of
Move down the charge will be.
To avoid those apps are apps that Wakelock
Please try. Wakelock whether the Better Battery Stats
Can be seen through apps.
Once the batteries every month or two full days 0%
Wait until the phone is turned off, if off again
Run, run a little bit off and on again when the continuous no
Charge up to 100% without a break, and when the call charge is 100%
Open and close the phone. Open the battery again
To turn the set on and set. 10-1% will be charged
Decreased. In this situation, the phone again
Unplug the device and charge 100% charge. this
It will be once every 0-30 days.
If you follow the tips above you properly
Android device's battery backup
We believe that we can be increased. Anymore
Do not delay transmission of those suffering from depression,
Strategies they follow. The No opinion
Do not forget to let us know.