অ্যানড্রয়েড ফোন এর ইনটারনাল মেমরি বাড়ানোর কৌশল~~Hedaet Forum~~


Email: Password: Forgot Password?   Sign up
Are you Ads here? conduct: +8801913 364186

Forum Home >>> Mobile Utilities >>> অ্যানড্রয়েড ফোন এর ইনটারনাল মেমরি বাড়ানোর কৌশল

Tamanna
Modarator Team
Total Post: 7639

From:
Registered: 2011-12-11
 

অ্যানড্রএড ফোন এর ইনটারনাল
মেমরি কম বলে তার পছন্দ মত অ্যাপস এবং গেম
খেলতে পারে না। আজ তাদের সমস্যা সমাধান
দেওয়ার ট্রাই করবো। আশা করি হেল্প হবে সবার।
আমরা কিভাবে আমাদের ফোন এর ইনটারনাল
মেমরি বারাতে পারি “এসডি কার্ড পার্টিশন করে”
তা আপনাদের সাথে শেয়ার করবো।
*এটা করতে আপনার ফোন রুট করা থাকতে হবে।
* প্রথমে আপনার মেমরি কার্ড এর ব্যাকআপ
রাখুন পিসি তে(যেহেতু এসডি কার্ড পারটিশন
করা হবে তাই আপনার এসডি কার্ড এর ডাটা ডিলিট
হয়ে যেতে পারে)।
*নিচের লিঙ্ক থেকে CWM.zip
এবং Link2SD অ্যাপ্স ২ টি নামিয়ে নিন। প্রথম কমেন্ট এ ডাউনলোড লিংক আছে ৷
CWM.zip * CWM.zip আপনার মেমরি কার্ড এ রাখুন।
(কোন ফোল্ডার এ না)
* Link2SD ইন্সটল করুন।
* এখন আপনার ফোন অফ করুন।
* সঠিক কি চেপে ‘রিকভারি মোডে যান।
রিকভারি মোডে যেতে ফোনের volume +, power button, home
একসাথে চেপে ধরুন।
* তারপর ‘অ্যাপ্লাই আপডেট ফ্রম এসডি কার্ড’
সিলেক্ট করুন। ( মনে রাখবেন , এখানে টাচ কাজ
হবে না। ভলিউম আপ ডাউন বাটন দিয়ে স্ক্রল
করতে হবে। এবং হোম বাটন চেপে সিলেক্ট
করতে হবে)
* এখন এখান থেকে CWM.zip সিলেক্ট করুন।
CWM ওপেন হবে।
* স্ক্রল করে ‘Advace’ এ যান। সিলেকট করুন।
( এখানেও টাচ কাজ করবেনা, আগের মত করুন)
* দেখতে পাবেন “পারটিশন এসডি কার্ড” অপশন
আছে। সিলেক্ট করুন।
* এখন এসডি কার্ড এর মেমরি কতটুকু
আপনি আপনার ফোন এর ইনটারনাল
মেমরি হিসেবে ব্যাবহার করতে চান তা সিলেক্ট
করুন। (128,256,512,1024,2048,4096,
মনে রাখবেন আপনার এসডি কার্ড এর চেয়ে কম
সাইজ মেমোরি সিলেক্ট করতে পারবেন।)
*২য় বার এগেইন অপশন আসবে। Select 0mb.
(swap size) ।
*এখন যতক্ষণ না ফোন এসডি কার্ড পার্টিশন
করে অপেক্ষা করুন।
* করা হয়ে গেলে ‘রিবুট রিকভারি’ সিলেক্ট করুন।
* তারপর সিলেক্ট ‘reboot system now’।এখন
আপনার ফোন রিষ্টারট নিবে।
*ফোন অন হলে ‘Link2SD’ অ্যাপ্সটি ওপেন
করুন।
* মেনু বাটন প্রেস করুন। ১ টি মেনুবার ওপেন হবে।
*সিলেক্ট ‘more’ * একটা মেনু ওপেন হবে।
সিলেক্ট ‘Recreate mount scripts’।
* নাউ সিলেকট ‘ext3’।
এখন আপনার ফোন রিবুট দিন।
কাজ শেষ । এখন ইন্সটল করে অ্যাপ্স
গুলো কে (যেগুলো ফোন
মেমোরি তে বেশি জায়গা দখল করে আসে)
এসডি কার্ড মেমোরি তে মুভ করার জন্য।
* সিলেক্ট অ্যান আপ্স ইউ ওয়ান্ত টু মুভ টু ইওর
পার্টিশনড মেমোরি।
* তারপর সিলেক্ট ‘Create link’।
* টিক অল এরিআ ( ১। লিঙ্ক অ্যাপলিকেশন
ফাইল। ২। লিঙ্ক dalvik-cache ফাইল। ৩।
লিঙ্ক লাইব্রেরি ফাইল)
* যদি ‘লিঙ্ক লাইব্রেরি ফাইল’ এর
নিচে শো করে ‘নো লিব ফাইল’ তাহলে তা টিক
করার প্রয়োজন নাই।
* নাউ সিলেক্ট ওকে।
আপনার অ্যাপ্স টি এস ডি কার্ড এ ট্রান্সফের
হয়া যাবে।
★নিজ দায়িত্বে করবেন।
Collected.