অ্যান্ড্রয়েড কেনার পর ১৫টি জিনিস জানা দরকার~~Hedaet Forum~~


Email: Password: Forgot Password?   Sign up
Are you Ads here? conduct: +8801913 364186

Forum Home >>> Mobile Utilities >>> অ্যান্ড্রয়েড কেনার পর ১৫টি জিনিস জানা দরকার

Tamanna
Modarator Team
Total Post: 7639

From:
Registered: 2011-12-11
 

অ্যান্ড্রয়েড ফোন আমাদের অনেকের কাছেই
স্বপ্নের মতো। বিশ্বে প্রযুক্তির দ্রুত
এগিয়ে চলার অন্যতম উদাহরণ এই
স্মার্টফোন।
কী নেই এতে? জিপিএস-এর মাধ্যমে নিজের
অবস্থান দেখা, ছবি তোলার
মাধ্যমে ফেসবুকে শেয়ার করা, জনপ্রিয় সব সেবার
অ্যাপ্লিকেশন ব্যবহার করা কিংবা হাই- ডেফিনিশন গেম খেলা। এ সবই সম্ভব অ্যান্ড্রয়েড ডিভাইসে। কিন্তু নতুন অ্যান্ড্রয়েড ফোন হাতে পাবার পর অনেকেই ঠিক বুঝে উঠতে পারেন না কীভাবে কী করবেন। তাই আপনি যদি নতুন অ্যান্ড্রয়েড ফোন কিনে থাকেন, তাহলে এই পোস্ট আপনারই জন্য। এখানে আমরা জানাচ্ছি যে ১৫টি বিষয় অ্যান্ড্রয়েড কেনার পর আপনার
জানা প্রয়োজন।
গুগল অ্যাকাউন্ট
প্রতিটি অ্যান্ড্রয়েড ডিভাইসের প্রধান
করণীয় হচ্ছে গুগল
অ্যাকাউন্ট যোগ করা।
আপনি গুগল অ্যাকাউন্ট যোগ করতে বাধ্য নন।
তবে গুগল অ্যাকাউন্ট
সেট আপ
না করলে আপনি অ্যান্ড্রয়েডের আসল
অভিজ্ঞতা থেকে বঞ্চিত
হবেন। তাই আপনার
জিমেইল/গুগল অ্যাকাউন্টটি প্রথমেই যোগ
করে নিতে ভুলবেন না।
গুগল সার্ভারে ব্যাকআপ
প্রতিটি অ্যান্ড্রয়েড ফোনের বেসিক
সেটিংসগুলো বিনামূল্যেই
গুগলের সার্ভারে ব্যাকআপ
রাখার অপশন রয়েছে। এর মাধ্যমে সাধারণ
সেটিংসগুলো আপনার
গুগল
অ্যাকাউন্টে সিংক্রোনাইজ হয়ে যাবে। এই
সুবিধাটি ফ্যাক্টরি রিসেট
দিলে কাজে আসে। আর
গুগল অ্যাকাউন্ট যোগ করার কাজ সম্পন্ন
হলে পরের স্ক্রিনেই এই
চেকবক্সটি পাবেন।
এটি টিক দেয়ায় আপনার জন্য সুবিধাজনক
হবে।
অটোমেটিক আপডেট
অ্যান্ড্রয়েড কেনার ঘণ্টাখানেকের মধ্যেই
নিশ্চয়ই অনেক
অ্যাপ্লিকেশন ইন্সটল
করে ফেলেছেন? কিন্তু ইন্সটল করার সময়
কি “Allow automatic updating”
চেকবক্সটিতে টিক দিয়েছেন? এই
চেকবক্সে টিক
দিলে কোনো অ্যাপ্লিকেশনের আপডেট
পাওয়ামাত্রই তা আপডেট হয়ে যাবে।
ফলে আপনি সবসময়ই
থাকবে সর্বশেষ সংস্করণে।
ইন্টারনেট নিয়ে অসুবিধা না থাকলে এই
সুবিধা চালু করে রাখাই
শ্রেয়।
গুগল ম্যাপস অফলাইন
জিপিএস পরীক্ষা করার জন্যও বোধহয়
এতক্ষণে গুগল ম্যাপস চালু
করে ফেলেছেন, তাই না?
তবে কেমন হবে যদি আপনি গুগল ম্যাপস
দেখে কোনো বন্ধুর
বাসা কিংবা রেস্তোরাঁ খুঁজতে বের হন কিন্তু
মাঝ
পথে ইন্টারনেট সংযোগ চলে যায়? খুবই
ভয়াবহ ব্যাপার, তাই না? বিশেষ
করে রেস্তোরাঁটি যদি কোনো বন-
জঙ্গলে অবস্থিত হয়!
আপনার এমন পরিস্থিতির কথা কিন্তু
আগে থেকেই
ভেবে রেখেছে গুগল। আর তাই তাদের
ম্যাপস অ্যাপ্লিকেশনে রয়েছে অফলাইন
সুবিধা।
এ জন্য প্রথম ওয়াই-ফাই-এ সংযুক্ত হোন
এবং যেই এলাকায় কিছু খুঁজছেন
সেই এলাকার
ম্যাপ (একটু উপর থেকে) স্ক্রিনে আনুন।
তারপর নিচের ডানদিকের
মেনুতে ট্যাপ করে Make
available offline লেখায় ক্লিক
করলে গুগল স্ক্রিনে প্রদর্শিত এলাকার
বিস্তারিত
ডেটা ডাউনলোড করে রাখবে।
ফলে খোঁজাখুজির সময়
লোডিং বা ইন্টারনেট ছাড়াই স্ট্রিট
লেভেল ম্যাপ দেখতে পাবেন গুগল ম্যাপসে।
সোশাল নেটওয়ার্কিং অ্যাকাউন্ট
সেটিংস থেকে আপনি আরও বিভিন্ন সোশাল
নেটওয়ার্কিং-এর
অ্যাকাউন্ট যোগ
করতে পারবেন। লাভ? দুই ধরনের।
প্রথমটি হচ্ছে এসব নেটওয়ার্ক
থেকে পুশ নোটিফিকেশন
পেতে পারবেন। যেমন টুইটারে কেউ মেনশন
করলে বা ফেসবুকে কেউ মেসেজ
পাঠালে স্ট্যাটাসবারেই সেটা দেখাবে।
অবশ্য
আপনি চাইলে এগুলো বন্ধও
করে রাখতে পারবেন।
দ্বিতীয় বড় সুবিধাটি হচ্ছে নিচে।
শেয়ার করুন সবখানে
যেমনটা উপরের ছবিতে দেখতে পাচ্ছেন,
অ্যাকাউন্ট যোগ করার
মাধ্যমে আপনি যে কোনো ছবি বা ভিডিও
গ্যালারি থেকেই
সরাসরি সেই অ্যাকাউন্টে শেয়ার
করতে পারবেন। দ্রুত ছবি শেয়ার করার
ক্ষেত্রে এটি বেশ কাজের।
তবে এভাবে অ্যাকাউন্ট
যোগ না করেও যেই অ্যাকাউন্ট যোগ করবেন
তাদের অ্যাপ্লিকেশন
ইন্সটল করলেও হবে।
যেমন ইন্সট্যাগ্রাম ইন্সটল করলে এই
শেয়ার মেনুতে ইন্সট্যাগ্রামও
চলে আসবে।
উইজেট ও শর্টকাট
উইজেটকে সহজভাবে বলা যায় মূল
অ্যাপ্লিকেশনের ছোট সংস্করণ
যেটি আপনার
হোমস্ক্রিনে থাকে ও বিভিন্ন বিষয়ে লাইভ
আপডেট
দিয়ে থাকে। যেমন আবহাওয়ার উইজেট
দেবে আবহাওয়া সংক্রান্ত লাইভ আপডেট।
ঘড়ির উইজেট দেবে সময়
সংক্রান্ত খবর। সিস্টেম
অ্যাপ্লিকেশনের উইজেট
দেবে হার্ডওয়্যারের বিভিন্ন তথ্য
ইত্যাদি। এসব উইজেট বেশিরভাগ
ক্ষেত্রেই মূল অ্যাপ্লিকেশন ইন্সটলের
সঙ্গেই চলে আসে।
আপনি অ্যান্ড্রয়েড ২.৩
জিঞ্জারব্রেডে হোমস্ক্রিনে লম্বা সময়
প্রেস করে ও অ্যান্ড্রয়েড
৪ আইসক্রিম
স্যান্ডউইচে অ্যাপ্লিকেশন ড্রয়ারের
উইজেট অপশন থেকে আপনার
ডিভাইসে সহজলভ্য
উইজেটগুলো হোমস্ক্রিনে যোগ
করতে পারবেন।
অন্যদিকে অ্যাপ্লিকেশন শর্টকাট
হচ্ছে অনেকটা কম্পিউটারের
ডেস্কটপ আইকনের মতো।
এর মাধ্যমে আপনি হোমস্ক্রিন থেকেই মূল
অ্যাপ্লিকেশনে যেতে পারবেন।
সেটিংস কন্ট্রোলার উইজেট
বেশিরভাগ অ্যান্ড্রয়েডেই উপরের ছবির
মতো একটি উইজেট
থাকে যেটি হোমস্ক্রিন থেকেই
আপনাকে ডিভাইসের বিভিন্ন সেন্সর ও
নেটওয়ার্ক
কানেক্টিভিটি অন/অফ করার
সুবিধা দিয়ে থাকে। এটি অনেক
কাজে আসে ও সময় বাঁচায়। এই
উইজেটটি খুঁজে বের করুন ও
হোমস্ক্রিনে যোগ করুন।
শর্টকাট রিমুভ
কোনো অ্যাপ্লিকেশন শর্টকাট
মুছে ফেলতে চাচ্ছেন কিন্তু উপায়
খুঁজে পাচ্ছেন না?
আইকনটির উপর প্রেস করে ধরে রাখুন,
দেখবেন স্ক্রিনের
উপরে বা নিচে Remove
লেখা উঠেছে। আইকনটি সেখানে ড্র্যাগ
করে নিলেই
সেটি স্ক্রিন থেকে বিদায় নেবে।
হোম ফোল্ডার
হোমস্ক্রিনে অতিরিক্ত শর্টকাট আইকন
হয়ে গেছে?
আপনি চাইলে এক জাতীয়
অ্যাপ্লিকেশনগুলোর আইকন
একটি ফোল্ডারে ঢুকিয়ে রাখতে পারেন। এ
জন্য একটি আইকন
অপর আরেকটি আইকনের উপর ড্র্যাগ
করে ছেড়ে দিন। নতুন ফোল্ডার
তৈরির ডায়ালগ বক্স
আসবে। এরপর থেকে যে কোনো আইকন ঐ
ফোল্ডারের উপর
ছেড়ে দিলে ফোল্ডারেই
ঢুকে যাবে সেই অ্যাপ্লিকেশনের শর্টকাট
আইকন।
আননোস সোর্সেস
আমরা সবাই কমবেশি গুগল প্লে ছাড়া অন্যত্র
থেকে অ্যাপ্লিকেশন
বা গেমস ডাউনলোড
করে রাখি। যদিও এটি পুরোপুরি নিরাপদ
না (দেখুনঃ ঝুঁকিতে রয়েছে এক্সিনস
কার্নেলের
স্যামসাং ডিভাইস)।
গুগল প্লে স্টোর ব্যতীত অন্য স্থান
থেকে ডাউনলোড
করা অ্যাপ্লিকেশন ইন্সটল
করতে হলে সেটিংস থেকে অবশ্যই
Unknown Sources
চেকবক্সটিতে টিক দিতে হবে।
নইলে অ্যান্ড্রয়েডের
সিকিউরিটি পলিসি আপনাকে কোনোভাবেই
অ্যাপ্লিকেশনটি ইন্সটল
করতে দেবে না। এই অপশনটি সেটিংসের
সিকিউরিটি মেনুতে খুঁজে পাবেন।
ভয়েস অ্যাসিসট্যান্স
নতুন অ্যান্ড্রয়েড সংস্করণগুলোয় গুগল নাও
নামের
একটি সুবিধা রয়েছে যেটি অনেকটা আইফোনের
সিরির মতো।
এটি এক প্রকার ভয়েস
অ্যাসিসট্যান্ট। এর
মাধ্যমে আপনি কাউকে কল করা, এসএমএস
পাঠানো, গুগলে খোঁজ করা,
গুগল ম্যাপসে ডিরেকশন খোঁজ
করা ইত্যাদি ডিভাইসের প্রায় সব
কাজ নিমিষেই করতে পারবেন
কেবল ভয়েস কমান্ডের মাধ্যমে। তবে গুগল
নাও-এর ভয়েস রিকগনিশন
সাধারণত পারফেক্ট
উচ্চারণের ইংরেজি ছাড়া বুঝতে পারে না।
কাজেই, আপনার
কথা না বুঝলে রাগ করার কিছু
নেই!
আরও দেখুনঃ সিরির চেয়ে দ্রুত কাজ
করে গুগল ভয়েস অ্যাসিসট্যান্ট
(ভিডিও)
তবে গুগল ম্যাপসে খোঁজাখুজির ক্ষেত্রে গুগল
নাও
বাংলাদেশে কাজ নাও করতে পারে।
মাল্টিটাস্কিং
উইন্ডোজে নিশ্চয়ই Alt+Tab প্রচুর
চাপা হয়।
অ্যান্ড্রয়েডে সেটা না পেলেও
একসঙ্গে একাধিক অ্যাপ্লিকেশন চালু রাখার
সুবিধা কিন্তু
রয়েছে। অ্যান্ড্রয়েড ৪
বা আইসক্রিম স্যান্ডউইচ ও এর পরের
সংস্করণগুলোয় যে কোনো চলমান
অ্যাপ্লিকেশন
থেকে হোম আইকনে প্রেস করার
মাধ্যমে অ্যাপ্লিকেশনটি বন্ধ
না করেও
হোমস্ক্রিনে যেতে পারবেন। আর
দু’টি অ্যাপ্লিকেশনের মধ্যে সুইচ
করতে দু’টি বক্সের
ছবি সম্বলিত আইকনে প্রেস করলেই
সাম্প্রতিক ও
ব্যাকগ্রাউন্ডে চলমান
অ্যাপ্লিকেশনগুলোর তালিকা দেখতে পাবেন।
নোটিফিকেশন পুল-ডাউন মেনু
অ্যান্ড্রয়েড ডিভাইসের উপরের দিক
থেকে নিচের
দিকে সোয়াইপ
করলে নেমে আসবে নোটিফিকেশন পুল-ডাউন
মেনু।
এখানে আপনি বিভিন্ন অ্যাপ্লিকেশনের
নোটিফিকেশন, মিস কল, আনরেড এসএমএস
ইত্যাদি সব
দেখতে পাবেন। আইসক্রিম
স্যান্ডউইচ ব্যবহারকারীরা এখান
থেকে সরাসরি সেটিংসেও
যেতে পারবেন। আর
কোনো নোটিফিকেশন
মুছে ফেলতে চাইলে তা টাচ করে ডান
দিকে বা বামদিকে সোয়াইপ
করলেই হবে।
প্লে স্টোর/গুগল অ্যাকাউন্টে ঢুকতে পারছেন
না?
অনেকেই অভিযোগ করছেন তারা গুগল
অ্যাকাউন্ট যোগ
করতে পারছেন
না বা প্লে স্টোরে ঢুকতে পারছেন না।
বলা বাহুল্য, এই
সমস্যাটি বাংলাদেশ সরকারের
ইউটিউব ব্লক করে দেয়ারই ফল। গুগলের
বিভিন্ন সেবা ইউটিউবের
আইপি ব্যবহার করে বলেই
এই সমস্যা পোহাতে হচ্ছে আমাদের।
আপনি দু’ভাবে প্লে স্টোরে ঢুকতে বা গুগল
অ্যাকাউন্ট
যোগ করতে পারেন।
যদি মোবাইলে গ্রামীণফোন বা অন্য
কোনো সিমের মাধ্যমে ইন্টারনেট
ব্যবহার করেন তাহলে সুপারফ্রিভিপিএন -
এর মাধ্যমে অথবা রুট
করা ডিভাইসে হটস্পটশিল্ড
ব্যবহার করতে পারেন। এটি আপনার
ডিভাইসের কোনো সমস্যা নয়।
কাজেই, নতুন
অ্যান্ড্রয়েড নষ্ট এমন মনে করার
কোনো কারণ নেই।
শেষ কথা
আপনার অ্যান্ড্রয়েড হচ্ছে আপনার
স্মার্টফোন। এখানে প্রতিনিয়তই
নতুন নতুন জিনিস
আবিষ্কার করতে পারবেন। নতুন অ্যান্ড্রয়েড
হলে তো কথাই নেই। আর
অ্যান্ড্রয়েডের
আওতা এতোই বিশাল
যে আপনি জানতে চাইলে এর জানার
কোনো শেষ নেই। কাস্টম রম,
কার্নেল, রুট ইত্যাদি অনেককিছু
জড়িয়ে আছে অ্যান্ড্রয়েডের
জগতকে ঘিরে। তবে নতুন
ব্যবহারকারীরা আপাতত রুট কী ও কেন
এবং এর সুবিধা ও
অসুবিধা নিয়ে বিস্তারিত
লেখাটি পড়ে দেখতে পারেন।
To many of us Android phone
Like a dream. The technology quickly
One example of this is to continue
Smartphone.
What to do? GPS is through
See position, taking pictures
Share via Facebook, the popular service
Definition hai applications or play games. All this is possible on Android devices. But after getting the new Android phones in the hands of people who just do not understand how to do. So if you've purchased a new Android phone, then this post is for yours. We are here to inform you that after buying 15 things Android
You need to know.
Google Accounts
Every major Android device
Dos Google
Add Account.
You are not obliged to add Google account.
Google Accounts
Set-up
If you do not come to Android
Experience denied
Will. So your
Gmail / Google account is added to the beginning
Do not forget to take it.
Google server backup
Each of the basic Android phones
Free settings
Google's server backup
There are options to keep. The general
Your settings
Google
Account will be synchronized. this
Factory reset feature
When it comes to work. and
To add Google Account Done
When the next screen
Find checkbox.
This is convenient for checking your giving
You.
Automatic Updates
Within hours, the purchase of Android
Indeed, many
Applications installed
You have? But the time to install
What "Allow automatic updating"
Tick ​​the checkbox? this
Checkboxes
When an application update
At that will be updated.
As a result, you always
There will be the latest version.
The Internet is not the problem
Launched the idea
Superior.
Google Maps Offline
GPS maybe to test
Now turn on Google Maps
Has not it?
However, if you like Google Maps
Seeing a friend
But the restaurant was home to find out
Middle
Internet connection is the way to go? Too
It's awful, is not it? Special
If the restaurant bana
Is located in the jungle!
But the situation in
Before
Google is considered. And their
Maps application is offline
Facility.
Connect to Wi-Fi for the first time
And looking at some of the areas
The area
Map (a little over) Bring on the screen.
And right below
Make the menu by tapping
Click on available offline
Google displays the screen area
More
Data will be downloaded.
They looked at the result
Street without loading or Internet
Google maps can see the level map.
Social networking accounts
Are you a variety of social settings
Networking
Add Account
Can you do it. Love? There are two types.
The first of these networks
From the Push Notification
You can get. Menasana as someone on Twitter
If you or someone on Facebook Message
It will be sent styatasabarei.
But
If you want to stop this
You can.
The second big advantage is down.
Share everywhere
As you see in the picture above,
Add Account
Any photos or videos you
From Gallery
First-hand accounts of the shares
Can you do it. Quick to share photos
It is quite useful.
However, this account
Do not add the account without having to add
Their Applications
But will be installed.
For example, if you install this insatyagrama
Share menu insatyagramao
Will come.
Widgets and shortcuts
The widget is simply
Smaller versions of the application
For your
Live on the homescreen, and
Update
Is. As the weather widget
Live updates on the weather.
The time clock widget
Related news. System
Widget applications
Other data will be
Etc. Most of these widgets
In the original application to install
Come up with.
You .3 Android
Jinjarabrede homescreen long time
Press and Android
4 ice cream
Sandwich app drawer
Widgets from options
Available device
Add to home screen widgets
Can you do it.
The Application Shortcut
Being a computer
Like the desktop icon.
Through the main screens
Applications can be.
Controller Settings Widget
Most of the top Android photo
A widget
Since the screens are
To a variety of devices and sensors
Network
Connectivity on / off
The facility is. It
Benefit and time saver. this
Find out the widget and
Add to home screen.
Remove shortcut
An Application Shortcut
But the way you want to delete
Can not find?
Press and hold on the icon,
You'll see the screen
Remove the top or bottom
Has written. Drag the icon
Recommend it
Take away from the screen.
Home Folder
Additional homescreen shortcut icons
Done?
If you want a national
Applications icon
You can insert a folder. This
An icon
Another drag on the icon
Leave it. New Folder
Creation dialog box
Come. Since then, any of those icons
Folders
Quitting pholdarei
You can enter the application shortcut
icon.
Sources ananosa
We are all more or less elsewhere than Google Play
Applications
Or Game Download
Raksha. Although it is perfectly safe
No (See Exynos at risk
Kernel
Samsung devices).
Places other than Google Play Store
Downloaded from
Install applications
From the Settings
Unknown Sources
To tick the checkbox.
Otherwise, Android
Security policy in any way you
Install application
Will not allow. This option settings
Find out the Security menu.
Voice Assistance
Take Google's new Android sanskaranaguloya
Name
There is a lot of iPhone
Like Siri.
It is a kind of voice
Assistant. Of
If you call someone via SMS
Sent to Google search,
Search Google Maps Direction
Almost all of the devices, etc.
You can do instant
Only through voice commands. However, Google
Here's Voice Recognition
Normally Perfect
Did not understand English without accent.
So, your
Do you know something to be angry about
There!
See more faster than Siri
Google Voice Assistant
(Video)
He searched in google maps on Google
Take
Bangladesh may not work.
Multitasking
There must have Windows Alt + Tab
Is pressed.
Although it's not Android
To run multiple applications simultaneously
Facilities but
There. Android 4
Or Ice Cream Sandwich, and the next
Sanskaranaguloya any ongoing
Applications
To press the Home icon
Close the application
Without
You can go to the homescreen. and
Switch between the two applications
The box to
Just press the photo icon
Recent and
Running in the background
See the list of applications.
Notification pull-down menu
The top Android devices
From below
Swipe
Notification will come down to the pull-down
Menu.
The various applications
Notifications, missed calls, SMS anareda
Etc.
You will see. Ice cream
Users sandwich here
Directly from the Settings
You can go to. and
No notifications
Touch the right to delete
Swipe to the left or
Will be enough.
Play Store / Google account, you can enter
Is not it?
Many complain they are on Google
Add Account
Can
Or not being able to access the Play Store.
Needless to say, this
The problem is the Government of Bangladesh
YouTube blocks deyarai fruit. By Google
Various service YouTube
By using IP
This issue is behind us.
You have two ways to access the Play Store or Google
Account
You can add.
If the mobile phone or another GP
Internet via any SIM
If you use suparaphribhipiena -
The root
Hataspatasilda devices
You can use. This is your
The device is not a problem.
Therefore, the new
To think that destroy Android
There is no reason.
Ultimatum
Your Android
Smartphone. Here are constantly
New thing
You can find. The new Android
I wonder if there is. and
Android
Coverage is so large
If you want to know the details of
There was no end. Custom ROM,
Kernel, root, etc a lot
Android involves
Around the world. However, the new
Users root key, and why now
And the benefits and
Details of problem
You can read the text.